ETV Bharat / sports

স্পিনারদের মানসিক জোর বাড়াতে দাওয়াই উৎপলের - Kolkata

বাংলার দলে প্রতিভার অভাব নেই । দরকার সামান্য সংশোধন । তাই স্পিনারদের মনোবল বাড়াতে পরামর্শ দিলেন উৎপল চ্যাটার্জি ।

উৎপল চ্যাটার্জি
author img

By

Published : Jun 22, 2019, 12:00 AM IST

কলকাতা, 21 জুন: বৃষ্টিতে ছুটি নেই উৎপল স্যারের ক্লাসে । বাংলা দলের স্পিনারদের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব নেওয়ার পরে দ্রুত মাঠে নেমে পড়েছেন উৎপল চ্যাটার্জি ।

বাংলার দলে প্রতিভার অভাব নেই । দরকার সামান্য সংশোধন । তাই সেই সংশোধনের কাজ করতেই প্রদীপ্ত প্রামাণিক,আমির গনি, ঋত্বিক চ্যাটার্জি সহ নয় জনকে নিয়ে মাঠে অনুশীলনে নেমে পড়েছিলেন উৎপলবাবু । দ্বিতীয় দিনের অনুশীলনে বৃষ্টি বিঘ্ন ঘটালেও ছুটি মেলেনি প্রদীপ্ত, আমিরদের । বরং ক্রিকেটারদের মানসিক জোর বাড়ানো কোন পথে সম্ভব তা নিয়ে আলোচনা সারলেন উৎপল চ্যাটার্জি ।

আরও পড়ুন : অনুশীলনের অভাবে ধুঁকছে উত্তরবঙ্গের টিটি, মুখ্যমন্ত্রীর কাছে মান্তু ঘোষ

উৎপল চ্যাটার্জি বলেন, নিয়ন্ত্রণ ও নিশানা ঠিক রাখতে পারলেই কাজটা অনেক সহজ হয়ে যায়। বল স্পিন করানোর ক্ষমতা কম থাকলে সেই খামতি নির্ভুল নিশানায় বল করার মাধ্যমে জয় করা সম্ভব । বৈচিত্র্যই স্পিন বোলিংয়ের আসল কথা ।

নিজের খেলোয়ার জীবনের উদাহরণ টেনে, কীভাবে ব্যাটসম্যানদের বিরুদ্ধে মানসিক লড়াই জিততে হবে তা শেখানোর চেষ্টা করেছেন স্পিনারদের পরামর্শদাতা । তবে নতুন মরসুমে বঙ্গ স্পিনারদের গুছিয়ে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী উৎপল চ্যাটার্জি । আজ দ্বিতীয় দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন কোচ অরুণলাল।

আরও পড়ুন : মোহনবাগানে ভারতের 'মেসি'

কলকাতা, 21 জুন: বৃষ্টিতে ছুটি নেই উৎপল স্যারের ক্লাসে । বাংলা দলের স্পিনারদের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব নেওয়ার পরে দ্রুত মাঠে নেমে পড়েছেন উৎপল চ্যাটার্জি ।

বাংলার দলে প্রতিভার অভাব নেই । দরকার সামান্য সংশোধন । তাই সেই সংশোধনের কাজ করতেই প্রদীপ্ত প্রামাণিক,আমির গনি, ঋত্বিক চ্যাটার্জি সহ নয় জনকে নিয়ে মাঠে অনুশীলনে নেমে পড়েছিলেন উৎপলবাবু । দ্বিতীয় দিনের অনুশীলনে বৃষ্টি বিঘ্ন ঘটালেও ছুটি মেলেনি প্রদীপ্ত, আমিরদের । বরং ক্রিকেটারদের মানসিক জোর বাড়ানো কোন পথে সম্ভব তা নিয়ে আলোচনা সারলেন উৎপল চ্যাটার্জি ।

আরও পড়ুন : অনুশীলনের অভাবে ধুঁকছে উত্তরবঙ্গের টিটি, মুখ্যমন্ত্রীর কাছে মান্তু ঘোষ

উৎপল চ্যাটার্জি বলেন, নিয়ন্ত্রণ ও নিশানা ঠিক রাখতে পারলেই কাজটা অনেক সহজ হয়ে যায়। বল স্পিন করানোর ক্ষমতা কম থাকলে সেই খামতি নির্ভুল নিশানায় বল করার মাধ্যমে জয় করা সম্ভব । বৈচিত্র্যই স্পিন বোলিংয়ের আসল কথা ।

নিজের খেলোয়ার জীবনের উদাহরণ টেনে, কীভাবে ব্যাটসম্যানদের বিরুদ্ধে মানসিক লড়াই জিততে হবে তা শেখানোর চেষ্টা করেছেন স্পিনারদের পরামর্শদাতা । তবে নতুন মরসুমে বঙ্গ স্পিনারদের গুছিয়ে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী উৎপল চ্যাটার্জি । আজ দ্বিতীয় দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন কোচ অরুণলাল।

আরও পড়ুন : মোহনবাগানে ভারতের 'মেসি'

Intro:স্পিনারদের মানসিক জোর বাড়াতে দাওয়াই উৎপলের

কলকাতা,২১জুনঃ বৃষ্টিতে ছুটি নেই উৎপল স্যারের ক্লাসে। বাংলা দলের স্পিনারদের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব নেওয়ার পরে দ্রুত নেমে পড়েছিলেন। প্রতিভার অভাব নেই। দরকার সামান্য শুধরে দেওয়া। সেই কাজে বিলম্ব না করে প্রদীপ্ত প্রামাণিক, আমির গনি,ঝত্বিক চ্যাটার্জী সহ নয় জনকে নিয়ে চলছে উৎপল চ্যাটার্জীর ক্লাস। দ্বিতীয় দিনের অনুশীলনে বৃষ্টি বিঘ্ন ঘটালেও ছুটি মেলেনি। বরং ক্রিকেটারদের মানসিক জোর বাড়ানো কোন পথে সম্ভব তা নিয়ে আলোচনা সারলেন। প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও উপস্থিত ছিলেন বাংলা দলের কোচ অরুনলাল।
উৎপল চ্যাটার্জী জানিয়েছেন নিয়ন্ত্রণ ও নিশানা ঠিক রাখতে পারলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। নিজের খেলোয়াড়ী জীবনের উদাহরন টেনে কীভাবে ব্যাটসম্যানদের বিরুদ্ধে মানসিক লড়াই জিততে হবে তা শেখানোর চেষ্টা করেছেন। একইভাবে বল স্পিন করানোর ক্ষমতা কম থাকলেও সেই খামতি নির্ভুল নিশানায় বল করার মাধ্যমে জয় করা সম্ভব বলে মনে করেন। উদাহরন হিসেবে তিনি অনিল কুম্বলের উদাহরন টেনেছেন। একই সঙ্গে জানিয়েছেন বৈচিত্র্য স্পিন বোলিং এর আসল কথা। তাই রিস্ট স্পিনারদের বৈচিত্র্যের সামনে ফিঙ্গার স্পিনারদের উপযোগিতা হারিয়ে যাচ্ছে তার সঙ্গে সহমত নন বাংলার সর্বকালের অন্যতম সেরা স্পিনার। তবে নতুন মরসুমে বঙ্গ স্পিনারদের গুছিয়ে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ।Body:UtpalConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.