ETV Bharat / sports

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20 সিরিজ়ে নেই ধোনি, অবাক নন সৌরভ

আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অংশগ্রহণ এখন একটি অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে ৷ দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের আগাম T-20 ম্যাচে দলে নেই মহেন্দ্র সিং ধোনি ৷ যদিও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানান বিষয়টি নিয়ে তিনি অবাক নন৷

author img

By

Published : Sep 1, 2019, 12:27 PM IST

ধোনি ও সৌরভ

দিল্লি, 1 সেপ্টেম্বর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20 ম্যাচে দলে নেই মহেন্দ্র সিং ধোনি ৷ এ নিয়ে অবাক নন, জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ৷ তাঁর মতে, ঋষভ পন্থের মতো নতুন খেলোয়াড়কে দলে রেখে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷


বিশ্বকাপের পর থেকে দু'মাসের ছুটিতে রয়েছেন ধোনি ৷ নির্বাচন কমিটি আনুষ্ঠানিক ভাবে ধোনিকে দলে না রাখার কারণ হিসেবে এটিকেই দেখিয়েছে ৷ সৌরভ গাঙ্গুলি বলেন, "না, আমি আশা করিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20 সিরিজ়ে ভারতীয় দলে ধোনিকে রাখা হবে ৷"

তিনি আরও বলেন, "ধোনির সঙ্গে টিম ম্যানেজমেন্টের কী কথা হয়েছে আমি জানি না ৷ আমি এসবের থেকে অনেক দূরে ৷"

"প্রত্যেক খেলোয়াড়ের এরকম একটি সময় জীবনে আসে, যখন তাঁর খেলা থেকে অবসর নিতে হয় ৷ মারাদোনা, তেন্ডুলকর সবাই একটা সময় পর অবসর নিয়েছিলেন ৷ এখন ধোনিরও সময় এসেছে", বলেন সৌরভ ৷

তাঁর মতে, যদি বিরাট এবং টিম ম্যানেজমেন্ট মনে করেন ধোনি দলে খেলবেন তবে খেলবেন ৷ নির্বাচন কমিটি সিদ্ধান্ত নেবে ৷ ঋষভ তো ধোনি নন এবং আগামী তিন চার বছরে তিনি ধোনি হতেও পারবেন না ৷ মহেন্দ্র সিং ধোনির 15 বছর সময় লেগেছিল 'মহেন্দ্র সিং ধোনি' হয়ে উঠতে ৷

দিল্লি, 1 সেপ্টেম্বর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20 ম্যাচে দলে নেই মহেন্দ্র সিং ধোনি ৷ এ নিয়ে অবাক নন, জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ৷ তাঁর মতে, ঋষভ পন্থের মতো নতুন খেলোয়াড়কে দলে রেখে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷


বিশ্বকাপের পর থেকে দু'মাসের ছুটিতে রয়েছেন ধোনি ৷ নির্বাচন কমিটি আনুষ্ঠানিক ভাবে ধোনিকে দলে না রাখার কারণ হিসেবে এটিকেই দেখিয়েছে ৷ সৌরভ গাঙ্গুলি বলেন, "না, আমি আশা করিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20 সিরিজ়ে ভারতীয় দলে ধোনিকে রাখা হবে ৷"

তিনি আরও বলেন, "ধোনির সঙ্গে টিম ম্যানেজমেন্টের কী কথা হয়েছে আমি জানি না ৷ আমি এসবের থেকে অনেক দূরে ৷"

"প্রত্যেক খেলোয়াড়ের এরকম একটি সময় জীবনে আসে, যখন তাঁর খেলা থেকে অবসর নিতে হয় ৷ মারাদোনা, তেন্ডুলকর সবাই একটা সময় পর অবসর নিয়েছিলেন ৷ এখন ধোনিরও সময় এসেছে", বলেন সৌরভ ৷

তাঁর মতে, যদি বিরাট এবং টিম ম্যানেজমেন্ট মনে করেন ধোনি দলে খেলবেন তবে খেলবেন ৷ নির্বাচন কমিটি সিদ্ধান্ত নেবে ৷ ঋষভ তো ধোনি নন এবং আগামী তিন চার বছরে তিনি ধোনি হতেও পারবেন না ৷ মহেন্দ্র সিং ধোনির 15 বছর সময় লেগেছিল 'মহেন্দ্র সিং ধোনি' হয়ে উঠতে ৷

Kochi (Kerala), Sep 01 (ANI): Specially-abled children participated in Onam celebration in Kerala's Kochi. The programme was hosted by Centre for Empowerment and Enrichment. Children were seen making Pookkalam which means making designs at entrance with flowers. They also dressed up in fancy costumes. CEFEE chairperson, PA Mary Anitha said, "This is a heartthrob moment for all of us. This is the moment to bring differently-abled to lime-light."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.