মুম্বই, 20 জুলাই : ওয়েস্ট ইন্ডিজ় সফরের দল নির্বাচনের আগে সব থেকে বড় প্রশ্ন ছিল ধোনির অবসর নিয়ে ৷ সবার নজর ছিল সেই দিকে ৷ প্রশ্ন ছিল, তালিকায় ধোনির নাম কি থাকবে ? আর তার আগে বিড়ম্বনা থেকে নির্বাচকদের রেহাই দিলেন স্বয়ং ধোনিই ৷ নির্বাচনী বৈঠকের আগেই স্বেচ্ছায় ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি ৷ আর এখনই অবসর নিচ্ছেন না বলেও নাকি তিনি জানিয়েছেন ৷
ধোনি ভারতের টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ৷ জানা যাচ্ছে, আগামী দু'মাস রেজিমেন্টের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ আর সেই কারণেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন৷ তাঁর এই সিদ্ধান্তের কথা নির্বাচক কমিটিকেও জানিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর ৷
অনেকেই মনে করেছিলেন, বিশ্বকাপ শেষ হলেই অবসর ঘোষণা করবেন ধোনি ৷ কিন্তু ভারত সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পরও ধোনি কিছু না জানানোয় দেখা দেয় একাধিক সম্ভাবনা ৷ আর এর মাঝেই ধোনি নাকি BCCI-কে জানিয়ে দিয়েছেন, তিনি দু'মাসের জন্য বিশ্রাম নিতে চান । সেই সময় নিজেকে দেশসেবায় নিযুক্ত রাখবেন ভারতের প্রাক্তন অধিনায়ক ৷