ETV Bharat / sports

দু'মাস কাটাবেন সেনার সঙ্গে, ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন ধোনি - west indies cricket

নির্বাচনী বৈঠকের আগেই স্বেচ্ছায় ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন ধোনি ৷ তবে এখনই অবসর নিচ্ছেন না বলেও তিনি জানিয়েছেন ৷

দু'মাস কাটাবেন সেনার সঙ্গে, ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন ধোনি
author img

By

Published : Jul 20, 2019, 5:34 PM IST

মুম্বই, 20 জুলাই : ওয়েস্ট ইন্ডিজ় সফরের দল নির্বাচনের আগে সব থেকে বড় প্রশ্ন ছিল ধোনির অবসর নিয়ে ৷ সবার নজর ছিল সেই দিকে ৷ প্রশ্ন ছিল, তালিকায় ধোনির নাম কি থাকবে ? আর তার আগে বিড়ম্বনা থেকে নির্বাচকদের রেহাই দিলেন স্বয়ং ধোনিই ৷ নির্বাচনী বৈঠকের আগেই স্বেচ্ছায় ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি ৷ আর এখনই অবসর নিচ্ছেন না বলেও নাকি তিনি জানিয়েছেন ৷

ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিলেও এখনই নিচ্ছেন না অবসর
ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিলেও এখনই নিচ্ছেন না অবসর

ধোনি ভারতের টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ৷ জানা যাচ্ছে, আগামী দু'মাস রেজিমেন্টের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ আর সেই কারণেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন৷ তাঁর এই সিদ্ধান্তের কথা নির্বাচক কমিটিকেও জানিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর ৷

অনেকেই মনে করেছিলেন, বিশ্বকাপ শেষ হলেই অবসর ঘোষণা করবেন ধোনি ৷ কিন্তু ভারত সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পরও ধোনি কিছু না জানানোয় দেখা দেয় একাধিক সম্ভাবনা ৷ আর এর মাঝেই ধোনি নাকি BCCI-কে জানিয়ে দিয়েছেন, তিনি দু'মাসের জন্য বিশ্রাম নিতে চান । সেই সময় নিজেকে দেশসেবায় নিযুক্ত রাখবেন ভারতের প্রাক্তন অধিনায়ক ৷

মুম্বই, 20 জুলাই : ওয়েস্ট ইন্ডিজ় সফরের দল নির্বাচনের আগে সব থেকে বড় প্রশ্ন ছিল ধোনির অবসর নিয়ে ৷ সবার নজর ছিল সেই দিকে ৷ প্রশ্ন ছিল, তালিকায় ধোনির নাম কি থাকবে ? আর তার আগে বিড়ম্বনা থেকে নির্বাচকদের রেহাই দিলেন স্বয়ং ধোনিই ৷ নির্বাচনী বৈঠকের আগেই স্বেচ্ছায় ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি ৷ আর এখনই অবসর নিচ্ছেন না বলেও নাকি তিনি জানিয়েছেন ৷

ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিলেও এখনই নিচ্ছেন না অবসর
ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিলেও এখনই নিচ্ছেন না অবসর

ধোনি ভারতের টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ৷ জানা যাচ্ছে, আগামী দু'মাস রেজিমেন্টের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ আর সেই কারণেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন৷ তাঁর এই সিদ্ধান্তের কথা নির্বাচক কমিটিকেও জানিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর ৷

অনেকেই মনে করেছিলেন, বিশ্বকাপ শেষ হলেই অবসর ঘোষণা করবেন ধোনি ৷ কিন্তু ভারত সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পরও ধোনি কিছু না জানানোয় দেখা দেয় একাধিক সম্ভাবনা ৷ আর এর মাঝেই ধোনি নাকি BCCI-কে জানিয়ে দিয়েছেন, তিনি দু'মাসের জন্য বিশ্রাম নিতে চান । সেই সময় নিজেকে দেশসেবায় নিযুক্ত রাখবেন ভারতের প্রাক্তন অধিনায়ক ৷

Rajouri (J-K), July 20 (ANI): Historical Mughal Road construction work has started for the first time after 2012. Mughal Road in Rajouri connects Kashmir valley with the rest of the country. The condition of Mughal Road turned bad due to avalanches and heavy snowfall. Now, the government has taken a big step for Mughal Road. Maximum tourists from across the nation travel to the Valley via Mughal Road.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.