মুম্বই, 27 এপ্রিল: মহেন্দ্র সিং ধোনি আর যুবরাজ সিংয়ের মধ্যে একজনকে বেছে নেওয়ার অর্থ মা ও বাবার মধ্যে একজনকে বেছে নেওয়া । বললেন জসপ্রীত বুমরা ।
ইনস্টাগ্রাম লাইভ সেশনে বুমরার সামনে প্রশ্নটা রেখেছিলেন যুবরাজ সিং । তাঁর প্রশ্ন ছিল, ধোনি ও যুবরাজের মধ্যে কে সেরা ম্যাচ ফিনিশার বলে তোমার মনে হয় ? এই বাউন্সারের সামনে হোঁচট খেয়ে বুমরার উত্তর ছিল, "আমি কিছুতেই কোনও একজনকে বেছে নিতে পারব না । যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনির মধ্যে একজনকে বেছে নেওয়া মানে মা-বাবার মধ্যে কাউকে বেছে নেওয়ার সমান ।"
এই বলে বুমরা প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও নাছোড়বান্দা ছিলেন যুবি । যদিও লাভ হয়নি । যুবরাজ তাঁকে এও আশ্বাস দেন, বুমরা যদি ধোনির নাম নেন তাহলে তিনি কিছু মনে করবেন না ।
এরপর বিরাট কোহলি ও সচিন তেন্ডুলকরের মধ্যে সেরা ব্যাটসম্যান বেছে নেওয়ার মতো প্রশ্নেও বুমরাকে বিব্রত করেন যুবি । সেই প্রশ্নও এড়িয়ে যান বিশ্বের অন্যতম সেরা এই পেসার ।