ETV Bharat / sports

ব্রিটিশ বোলারদের আক্রমণ নির্বিষ করতে বিরাট-ভরসা পূজারা

অজ়ি সফরের শেষ টেস্টে তাঁর লড়াকু ইনিংস প্রশংসা কুড়িয়েছে প্রাক্তনদের ৷ অস্ট্রেলিয়ার মাটিতে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হেজ়েলউডদের একের পর এক দ্রুত গতির বল তাঁর শরীরে আঘাত করেছে ৷ কিন্তু একপ্রান্তে সমস্ত আক্রমণ সহ্য করেছেন তিনি ৷

author img

By

Published : Feb 4, 2021, 2:35 PM IST

চেতেশ্বর পূজারা
চেতেশ্বর পূজারা

দিল্লি, 4 ফেব্রুয়ারি : কোরোনা প্যানডেমিকের পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ভারতে ৷ তবে দর্শকশূন্য স্টেডিয়ামে ৷ চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে 5 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ় ৷ আর সিরিজ় মাতাতে পারেন বেশ কয়েকজন ক্রিকেটার ৷

তার মধ্যে ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারার কথা বলতেই হবে ৷ ভারতীয় ক্রিকেট দলে রাহুল দ্রাবিড়ের জায়গা নিয়েছেন তিনি ৷ তাঁর ডিফেন্স ভাঙতে বেশ কসরত করতে হয় বিপক্ষের বোলারদের ৷ আর একথা অবলীলায় স্বীকার করেন তাঁরা ৷ ঘরের মাঠে ইংল্যান্ড বোলারদের আক্রমণ নির্বিষ করতে বিরাট কোহলির অন্যতম ভরসা অবশ্যই চেতেশ্বর পূজারা ৷

সদ্যসমাপ্ত অজ়ি সফরের শেষ টেস্টে তাঁর লড়াকু ইনিংস প্রশংসা কুড়িয়েছে প্রাক্তনদের ৷ অস্ট্রেলিয়ার মাটিতে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হেজ়েলউডদের একের পর এক দ্রুত গতির বল তাঁর শরীরে আঘাত করেছে ৷ কিন্তু একপ্রান্তে সমস্ত আক্রমণ সহ্য করেছেন তিনি ৷ গাব্বায় ভারতের জয়ের নায়ক ঋষভ পন্থকে ধরা হয় ৷ তবে কৃতজ্ঞতা জানাতেই হয় চেতেশ্বর পূজারার ইনিংসকে ৷

চেতেশ্বর পূজারা
নেটে অনুশীলনের সময় ৷ ছবি সৌঃ- টুইটার

চিন্টু বলেই সতীর্থরা তাঁকে ডাকেন ৷ ক্রিকেট খেলার প্রতি তাঁর আগ্রহ জন্মায় বাবা অরবিন্দ পূজারার থেকে ৷ 1976 থেকে 1980 সৌরাষ্ট্রের হয়ে রণজি ট্রফি খেলেছেন অরবিন্দ ৷ ক্রিকেট পাগল অরবিন্দ চেয়েছিলেন ছোটো থেকেই ক্রিকেট নিয়ে থাকুক তাঁর পুত্র ৷

কোথাই কম্পাউন্ডের পুরানো বাসিন্দাদের চোখে এখনও ভাসে চেতেশ্বরের অনুশীলন ৷ তাঁদের মুখে এখনও শোনা যায়, প্রত্যেক দিন সন্ধ্যায় রেলওয়ে গ্রাউন্ডের ভলিবল কোর্টের পাশে নিম গাছের নিচে পূজারা পিতা-পুত্রের অনুশীলন ৷ বাবা অরবিন্দ ক্রমাগত বোলিং করে যেতেন, আর ক্রিকেটের ব্যাকরণ মেনে খেলে যেতেন চেতেশ্বর পূজারা ৷

আরও পড়ুন :- ভারতের মাটিতে থ্রি-লায়নসদের তুরুপের তাস অ্যান্ডারসন

তবে বল ছোড়ার সময় বাউন্স করতেন না অরবিন্দ ৷ গড়িয়ে গড়িয়ে বোলিং করতেন ছোটো চিন্টুকে ৷ এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ সাধারণত এই বয়সে ছেলেরা বল মারার জন্য আড়াআড়িভাবে ব্যাট ঘোরায় ৷ ফলে তাদের মধ্যে ক্রশ ব্যাটে খেলার প্রবণতা দেখা যায় ৷ আমি চাইনি চিন্টুর মধ্যে এই খারাপ অভ্যাস জন্ম নিক ৷’’

চেতেশ্বর পূজারা
অজ়িদের বিরুদ্ধে ব্য়াটিং করার সময় চেতেশ্বর পূজারা

অস্ট্রেলিয়ায় তাঁর তৃতীয় শতরান করার পর ক্রিকেট দুনিয়া তাঁর প্রতিভা নিয়ে কথা বলে ৷ ব্যাটিং কিংবদন্তি ভিভিয়ান রিচার্ড তাঁকে ‘‘খাঁটি সোনা’’ বলে উল্লেখ করেন ৷ কেভিন পিটারসন টুইট করেন, ‘‘ ক্রিকেটার হিসেবে তুমি যে সম্মানটা অর্জন কর, যেটা চেতেশ্বর পূজারা করে দেখিয়েছে ৷ এটা একটা দুরন্ত স্কিলফুল টি-20 ইনিংসের থেকেও বড় ৷ তরুণরা দেখো, শোনো ও শেখো ৷’’

আরও পড়ুন : ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের সেরা ঘোড়া স্টোকস

2010 সালে ভারতের হয়ে অভিষেক পূজারার ৷ তারপর থেকই দ্রাবিড় পরবর্তী ভারতীয় ক্রিকেটে অলিখিত দেওয়াল হয়ে উঠেছেন চেতেশ্বর ৷ কোথাই কম্পাউন্ডের নিম গাছের তলায় অনুশীলন করা ছোটো চিন্টু বর্তমানে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের মহীরূহে পরিণত হয়েছেন ৷ তাই ঘরের মাঠে ব্রিটিশ সিংহ বধে ক্যাপ্টেন কোহলির অন্যতম ভরসা চেতেশ্বর পূজারা ৷

দিল্লি, 4 ফেব্রুয়ারি : কোরোনা প্যানডেমিকের পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ভারতে ৷ তবে দর্শকশূন্য স্টেডিয়ামে ৷ চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে 5 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ় ৷ আর সিরিজ় মাতাতে পারেন বেশ কয়েকজন ক্রিকেটার ৷

তার মধ্যে ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারার কথা বলতেই হবে ৷ ভারতীয় ক্রিকেট দলে রাহুল দ্রাবিড়ের জায়গা নিয়েছেন তিনি ৷ তাঁর ডিফেন্স ভাঙতে বেশ কসরত করতে হয় বিপক্ষের বোলারদের ৷ আর একথা অবলীলায় স্বীকার করেন তাঁরা ৷ ঘরের মাঠে ইংল্যান্ড বোলারদের আক্রমণ নির্বিষ করতে বিরাট কোহলির অন্যতম ভরসা অবশ্যই চেতেশ্বর পূজারা ৷

সদ্যসমাপ্ত অজ়ি সফরের শেষ টেস্টে তাঁর লড়াকু ইনিংস প্রশংসা কুড়িয়েছে প্রাক্তনদের ৷ অস্ট্রেলিয়ার মাটিতে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হেজ়েলউডদের একের পর এক দ্রুত গতির বল তাঁর শরীরে আঘাত করেছে ৷ কিন্তু একপ্রান্তে সমস্ত আক্রমণ সহ্য করেছেন তিনি ৷ গাব্বায় ভারতের জয়ের নায়ক ঋষভ পন্থকে ধরা হয় ৷ তবে কৃতজ্ঞতা জানাতেই হয় চেতেশ্বর পূজারার ইনিংসকে ৷

চেতেশ্বর পূজারা
নেটে অনুশীলনের সময় ৷ ছবি সৌঃ- টুইটার

চিন্টু বলেই সতীর্থরা তাঁকে ডাকেন ৷ ক্রিকেট খেলার প্রতি তাঁর আগ্রহ জন্মায় বাবা অরবিন্দ পূজারার থেকে ৷ 1976 থেকে 1980 সৌরাষ্ট্রের হয়ে রণজি ট্রফি খেলেছেন অরবিন্দ ৷ ক্রিকেট পাগল অরবিন্দ চেয়েছিলেন ছোটো থেকেই ক্রিকেট নিয়ে থাকুক তাঁর পুত্র ৷

কোথাই কম্পাউন্ডের পুরানো বাসিন্দাদের চোখে এখনও ভাসে চেতেশ্বরের অনুশীলন ৷ তাঁদের মুখে এখনও শোনা যায়, প্রত্যেক দিন সন্ধ্যায় রেলওয়ে গ্রাউন্ডের ভলিবল কোর্টের পাশে নিম গাছের নিচে পূজারা পিতা-পুত্রের অনুশীলন ৷ বাবা অরবিন্দ ক্রমাগত বোলিং করে যেতেন, আর ক্রিকেটের ব্যাকরণ মেনে খেলে যেতেন চেতেশ্বর পূজারা ৷

আরও পড়ুন :- ভারতের মাটিতে থ্রি-লায়নসদের তুরুপের তাস অ্যান্ডারসন

তবে বল ছোড়ার সময় বাউন্স করতেন না অরবিন্দ ৷ গড়িয়ে গড়িয়ে বোলিং করতেন ছোটো চিন্টুকে ৷ এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ সাধারণত এই বয়সে ছেলেরা বল মারার জন্য আড়াআড়িভাবে ব্যাট ঘোরায় ৷ ফলে তাদের মধ্যে ক্রশ ব্যাটে খেলার প্রবণতা দেখা যায় ৷ আমি চাইনি চিন্টুর মধ্যে এই খারাপ অভ্যাস জন্ম নিক ৷’’

চেতেশ্বর পূজারা
অজ়িদের বিরুদ্ধে ব্য়াটিং করার সময় চেতেশ্বর পূজারা

অস্ট্রেলিয়ায় তাঁর তৃতীয় শতরান করার পর ক্রিকেট দুনিয়া তাঁর প্রতিভা নিয়ে কথা বলে ৷ ব্যাটিং কিংবদন্তি ভিভিয়ান রিচার্ড তাঁকে ‘‘খাঁটি সোনা’’ বলে উল্লেখ করেন ৷ কেভিন পিটারসন টুইট করেন, ‘‘ ক্রিকেটার হিসেবে তুমি যে সম্মানটা অর্জন কর, যেটা চেতেশ্বর পূজারা করে দেখিয়েছে ৷ এটা একটা দুরন্ত স্কিলফুল টি-20 ইনিংসের থেকেও বড় ৷ তরুণরা দেখো, শোনো ও শেখো ৷’’

আরও পড়ুন : ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের সেরা ঘোড়া স্টোকস

2010 সালে ভারতের হয়ে অভিষেক পূজারার ৷ তারপর থেকই দ্রাবিড় পরবর্তী ভারতীয় ক্রিকেটে অলিখিত দেওয়াল হয়ে উঠেছেন চেতেশ্বর ৷ কোথাই কম্পাউন্ডের নিম গাছের তলায় অনুশীলন করা ছোটো চিন্টু বর্তমানে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের মহীরূহে পরিণত হয়েছেন ৷ তাই ঘরের মাঠে ব্রিটিশ সিংহ বধে ক্যাপ্টেন কোহলির অন্যতম ভরসা চেতেশ্বর পূজারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.