ETV Bharat / sports

শামির হ্যাটট্রিক দেখে আনন্দে লাফিয়ে উঠেছিলাম : চেতন শর্মা - ক্রিকেট বিশ্বকাপ

"মহম্মদ শামি আফগানিস্তানের শেষ উইকেটটা তুলে নিতেই জয়ের আনন্দে আমিও লাফিয়ে উঠেছিলাম । বিশ্বকাপে আরও একজন ভারতীয় হ্যাটট্রিক তো করল ।" একলপ্তে কথাগুলো বললেন চেতন শর্মা ।

মহম্মদ শামি
author img

By

Published : Jun 23, 2019, 2:16 AM IST

কলকাতা, 23 জুন : "মহম্মদ শামি আফগানিস্তানের শেষ উইকেটটা তুলে নিতেই জয়ের আনন্দে আমিও লাফিয়ে উঠেছিলাম । বিশ্বকাপে আরও একজন ভারতীয় হ্যাটট্রিক তো করল ।" একলপ্তে কথাগুলো বলে যাচ্ছিলেন চেতন শর্মা । 32 বছর আগে অর্থাৎ 1987 বিশ্বকাপের আসরে প্রথম ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করেছিলেন চেতন । প্রতিপক্ষ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পরপর তিন বলে কেন রাদারফোর্ড, ইয়ান স্মিথ, ইভান চ্যাটফিল্ডের উইকেট তুলে নিয়েছিলেন হরিয়ানার এই পেসার ।

ইংল্যান্ডের মাটিতে আরেক ভারতীয় পেসার মহম্মদ শামিকে হ্যাটট্রিক করতে দেখে খুশি চেতন শর্মা । ETV ভারতের প্রতিনিধিকে ফোনে বললেন, "কোনও সন্দেহ নেই ক্লিনিকাল পারফরমেন্স করে দেখাল ছেলেটা । অনেক হোমওয়ার্ক করে যে মাঠে নেমেছিল তা বোঝা গেছে । ইংলিশ কন্ডিশনে শামি দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।"

আফগানিস্তানের বিরুদ্ধে 11 রানে দুরন্ত জয় পেয়েছে ভারত । যতটা ভাবা হয়েছিল ততটা সহজ জয় আসেনি । শেষ ওভারের প্রথম বলে শামিকে চার মেরেছিলেন মহম্মদ নবি । আফগান ব্যাটসম্যানদের মধ্যে তিনিই এই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন । প্রথম বলে নবি চার মারলেও ঘাবড়ে যাননি বাংলার পেসার । দ্বিতীয় বলে তাঁকে ফের বাউন্ডারির বাইরে ফেলতে গিয়ে লং অনে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন নবি । পরবর্তী দু'বলে আফতাব আলম এবং মুজিব উর রহমানকে বোল্ড করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন শামি ।

chetan
চেতন শর্মা (ফোটো সৌজন্য : ফেসবুক )

ভুবনেশ্বর কুমার চোট না পেলে হয়তো এই ম্যাচে সুযোগ পেতেন না । এদিনের পারফরমেন্সের পরে চেতন শর্মা বলছেন, "প্রতিটি ম্যাচে শামিকে খেলানো উচিত ।" এরপরেই প্রাক্তন ভারতীয় পেসার নস্টালজিক । বললেন, "৩২ বছর আগে আমি প্রথম হ্যাটট্রিক করেছিলাম । আজ আরেকজন ভারতীয়কে একই কাণ্ড ঘটাতে দেখে মনটা আনন্দে ভরে গেল । টিম ইন্ডিয়া বিশ্বকাপে সত্যিই ভালো খেলছে ।"

অভিনন্দন ও প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোন বারবার ব্যস্ত । তারই মাঝে পুরো টিম ইন্ডিয়াকে গুড লাক বললেন নয়ের দশকে বাংলার হয়ে খেলা ডানহাতি পেসার ।

কলকাতা, 23 জুন : "মহম্মদ শামি আফগানিস্তানের শেষ উইকেটটা তুলে নিতেই জয়ের আনন্দে আমিও লাফিয়ে উঠেছিলাম । বিশ্বকাপে আরও একজন ভারতীয় হ্যাটট্রিক তো করল ।" একলপ্তে কথাগুলো বলে যাচ্ছিলেন চেতন শর্মা । 32 বছর আগে অর্থাৎ 1987 বিশ্বকাপের আসরে প্রথম ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করেছিলেন চেতন । প্রতিপক্ষ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পরপর তিন বলে কেন রাদারফোর্ড, ইয়ান স্মিথ, ইভান চ্যাটফিল্ডের উইকেট তুলে নিয়েছিলেন হরিয়ানার এই পেসার ।

ইংল্যান্ডের মাটিতে আরেক ভারতীয় পেসার মহম্মদ শামিকে হ্যাটট্রিক করতে দেখে খুশি চেতন শর্মা । ETV ভারতের প্রতিনিধিকে ফোনে বললেন, "কোনও সন্দেহ নেই ক্লিনিকাল পারফরমেন্স করে দেখাল ছেলেটা । অনেক হোমওয়ার্ক করে যে মাঠে নেমেছিল তা বোঝা গেছে । ইংলিশ কন্ডিশনে শামি দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।"

আফগানিস্তানের বিরুদ্ধে 11 রানে দুরন্ত জয় পেয়েছে ভারত । যতটা ভাবা হয়েছিল ততটা সহজ জয় আসেনি । শেষ ওভারের প্রথম বলে শামিকে চার মেরেছিলেন মহম্মদ নবি । আফগান ব্যাটসম্যানদের মধ্যে তিনিই এই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন । প্রথম বলে নবি চার মারলেও ঘাবড়ে যাননি বাংলার পেসার । দ্বিতীয় বলে তাঁকে ফের বাউন্ডারির বাইরে ফেলতে গিয়ে লং অনে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন নবি । পরবর্তী দু'বলে আফতাব আলম এবং মুজিব উর রহমানকে বোল্ড করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন শামি ।

chetan
চেতন শর্মা (ফোটো সৌজন্য : ফেসবুক )

ভুবনেশ্বর কুমার চোট না পেলে হয়তো এই ম্যাচে সুযোগ পেতেন না । এদিনের পারফরমেন্সের পরে চেতন শর্মা বলছেন, "প্রতিটি ম্যাচে শামিকে খেলানো উচিত ।" এরপরেই প্রাক্তন ভারতীয় পেসার নস্টালজিক । বললেন, "৩২ বছর আগে আমি প্রথম হ্যাটট্রিক করেছিলাম । আজ আরেকজন ভারতীয়কে একই কাণ্ড ঘটাতে দেখে মনটা আনন্দে ভরে গেল । টিম ইন্ডিয়া বিশ্বকাপে সত্যিই ভালো খেলছে ।"

অভিনন্দন ও প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোন বারবার ব্যস্ত । তারই মাঝে পুরো টিম ইন্ডিয়াকে গুড লাক বললেন নয়ের দশকে বাংলার হয়ে খেলা ডানহাতি পেসার ।

Intro:শামির হ্যাটট্রিক দেখে আনন্দে লাফিয়ে উঠেছিলামঃ চেতন শর্মা

কলকাতা,২৩জুনঃ “মহম্মদ শামি আফগানিস্তানের শেষ উইকেটটা তুলে নিতেই জয়ের আনন্দে আমিও লাফিয়ে উঠেছিলাম। তা বিশ্বকাপে দেশের আরেকটা জয়ের জন্যই নয় আরেকজন ভারতীয়র বিশ্বকাপে হ্যাটট্রিক করার আনন্দে,” এভাবেই নিজের অভিব্যক্তি জানালেন চেতন শর্মা। ৩২ বছর আগে ভারতের মাটিতে প্রথমবার আয়োজিত বিশ্বকাপের আসরে হ্যাটট্রিক করেছিলেন তিনি। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর তিন বলে কেন রাদারফোর্ড, ইয়ান স্মিথ, ইভান চ্যাটফিল্ডের উইকেট
নিয়ে হ্যাটট্রিক করেছিলেন হরিয়ানার পেসার। ৫৩ বছর বয়সি পেসারের সেদিনের সেই রেকর্ড ছিল কোনও ভারতীয় বোলারের বিশ্বকাপে করা প্রথম কীর্তি।
ইংল্যান্ডের মাটিতে আরেক ভারতীয় পেসার মহম্মদ শামিকে হ্যাটট্রিক করতে দেখে খুশি চেতন শর্মা ফোনে বলেছেন,“কোনও সন্দেহ নেই ক্লিনিকাল পারফরম্যান্স করে দেখালো ছেলেটা। অনেক হোমওয়ার্ক করে যে মাঠে নেমেছিল তা বোঝা গিয়েছে। ইংলিশ কন্ডিশনে শামি দলের হয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।”
এগারো রানে দুরন্ত জয় পেল ভারত। বিশ্বকাপে চতুর্থ জয়। তবে জয় এসেছে যথেষ্ট টেনশনের মধ্যে দিয়ে। শেষ ওভারের প্রথম বলে শামিকে চার মেরেছিলেন মহম্মদ নবি। আফগান ব্যাটসম্যানদের মধ্যে তিনিই এই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন। প্রথম বলে ব্যাটসম্যান চার মারলেও ঘাবড়ে যাননি বাংলার এই পেসার। দ্বিতীয় বলে তাঁকে ফের বাউন্ডারির বাইরে ফেলতে গিয়ে লং অনে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন নবি। পরবর্তী দুবলে আফতাব আলম এবং মুজিব উর রহমানকে বোল্ড করে হ্যাটট্রিক সম্পূর্ন করেন শামি।
ভূবনেশ্বরকুমার চোট না পেলে হয়ত এই ম্যাচে সুযোগ পেতেন না। এদিনের পারফরম্যান্সের পরে চেতন শর্মা বলছেন,“প্রতিটি ম্যাচে শামিকে খেলানো উচিৎ। ” এরপরেই প্রাক্তন ভারতীয় পেসার নস্টালজিক। একই সঙ্গে জানাচ্ছেন,“৩২ বছর আগে আমি প্রথম হ্যাটট্রিক করেছিলাম। আজ আরেকজন ভারতীয়কে একই কাণ্ড ঘটাতে দেখে মনটা আনন্দে ভরে গেল। টিম ইন্ডিয়া বিশ্বকাপে সত্যিই ভালো খেলছে। ”
অভিনন্দন ও প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোন বারবার ব্যস্ত। তারই মাঝে পুরো টিম ইন্ডিয়াকে গুড লাক বললেন নয়ের দশকে বাংলার হয়ে খেলা ডানহাতি পেসার।Body:ChetanConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.