কলকাতা, 23 জুন : "মহম্মদ শামি আফগানিস্তানের শেষ উইকেটটা তুলে নিতেই জয়ের আনন্দে আমিও লাফিয়ে উঠেছিলাম । বিশ্বকাপে আরও একজন ভারতীয় হ্যাটট্রিক তো করল ।" একলপ্তে কথাগুলো বলে যাচ্ছিলেন চেতন শর্মা । 32 বছর আগে অর্থাৎ 1987 বিশ্বকাপের আসরে প্রথম ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করেছিলেন চেতন । প্রতিপক্ষ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পরপর তিন বলে কেন রাদারফোর্ড, ইয়ান স্মিথ, ইভান চ্যাটফিল্ডের উইকেট তুলে নিয়েছিলেন হরিয়ানার এই পেসার ।
ইংল্যান্ডের মাটিতে আরেক ভারতীয় পেসার মহম্মদ শামিকে হ্যাটট্রিক করতে দেখে খুশি চেতন শর্মা । ETV ভারতের প্রতিনিধিকে ফোনে বললেন, "কোনও সন্দেহ নেই ক্লিনিকাল পারফরমেন্স করে দেখাল ছেলেটা । অনেক হোমওয়ার্ক করে যে মাঠে নেমেছিল তা বোঝা গেছে । ইংলিশ কন্ডিশনে শামি দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।"
আফগানিস্তানের বিরুদ্ধে 11 রানে দুরন্ত জয় পেয়েছে ভারত । যতটা ভাবা হয়েছিল ততটা সহজ জয় আসেনি । শেষ ওভারের প্রথম বলে শামিকে চার মেরেছিলেন মহম্মদ নবি । আফগান ব্যাটসম্যানদের মধ্যে তিনিই এই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন । প্রথম বলে নবি চার মারলেও ঘাবড়ে যাননি বাংলার পেসার । দ্বিতীয় বলে তাঁকে ফের বাউন্ডারির বাইরে ফেলতে গিয়ে লং অনে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন নবি । পরবর্তী দু'বলে আফতাব আলম এবং মুজিব উর রহমানকে বোল্ড করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন শামি ।
ভুবনেশ্বর কুমার চোট না পেলে হয়তো এই ম্যাচে সুযোগ পেতেন না । এদিনের পারফরমেন্সের পরে চেতন শর্মা বলছেন, "প্রতিটি ম্যাচে শামিকে খেলানো উচিত ।" এরপরেই প্রাক্তন ভারতীয় পেসার নস্টালজিক । বললেন, "৩২ বছর আগে আমি প্রথম হ্যাটট্রিক করেছিলাম । আজ আরেকজন ভারতীয়কে একই কাণ্ড ঘটাতে দেখে মনটা আনন্দে ভরে গেল । টিম ইন্ডিয়া বিশ্বকাপে সত্যিই ভালো খেলছে ।"
অভিনন্দন ও প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোন বারবার ব্যস্ত । তারই মাঝে পুরো টিম ইন্ডিয়াকে গুড লাক বললেন নয়ের দশকে বাংলার হয়ে খেলা ডানহাতি পেসার ।