ETV Bharat / sports

কিউয়িরা এত ভালো, প্রতিশোধের কথা ভাবতেই পারি না : কোহলি

নিউজ়িল্যাল্ডের কাছে হেরেই বিশ্বকাপের সেমিফাইনাল থেকে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ভারত ৷ কোহলির সেই ভারত এবার নিউজ়িল্যান্ড সফরে ৷ কিন্তু কিউয়িদের বিরুদ্ধে ম্যাচ প্রতিশোধের ম্যাচ নয়, জানালেন কোহলি ৷

image
বিরাট কোহলি
author img

By

Published : Jan 23, 2020, 9:50 PM IST

অকল্যান্ড, 23 জানুয়ারি : ভারতীয় দল প্রতিশোধের কথা ভাবছে না ৷ নিউজ়িল্যান্ডেব বিরুদ্ধে প্রথম টি -20 ম্যাচে মাঠে নামার আগে জানিয়ে দিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ প্রসঙ্গত এই নিউজ়িল্যান্ডের কাছে হেরেই বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ভারত ৷

‘‘একদমই না ৷ প্রতিশোধের কথা মাথায় আসেনি, কিউয়িরা এত ভালো যে প্রতিশোধের কথা চিন্তাই করতে পারবে না ৷’’ সাংবাদিকদের বলেন বিরাট ৷ তিনি আরও বলেন, ‘‘ আমরা নিউজ়িল্যান্ডের জন্য খুশি যে তারা বিশ্বকাপের ফাইনাল খেলেছে ৷ সুতরাং এখানে প্রতিশোধের কোনও ব্যাপার নেই ৷’’

যদিও বর্তমান ভারতীয় দলের ক্রীড়াসূচি নিয়ে বিরক্ত বিরাট ৷ অজ়িদের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলে পরেরদিন নিউজ়িল্যান্ডের বিমান ধরতে হয়েছে ৷ তাই ভারত অধিনায়ক মনে করেন সূচিটা আরও একটু ভালো করে করা দরকার, যেহেতু দেশের বাইরে খেলতে যেতে হচ্ছে ৷

লোকেশ রাহুলের ব্যাটিং অর্ডার নিয়েও পরিস্কার করে দিলেন কোহলি ৷ তিনি বলেন একদিনের আন্তর্জাতিক ম্যাচে 5 নম্বরেই ব্যাট করবেন রাহুল ৷ অন্যদিকে টি-20 তে টপ অর্ডারে ব্যাটিং করবেন লোকেশ রাহুল ৷

অকল্যান্ড, 23 জানুয়ারি : ভারতীয় দল প্রতিশোধের কথা ভাবছে না ৷ নিউজ়িল্যান্ডেব বিরুদ্ধে প্রথম টি -20 ম্যাচে মাঠে নামার আগে জানিয়ে দিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ প্রসঙ্গত এই নিউজ়িল্যান্ডের কাছে হেরেই বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ভারত ৷

‘‘একদমই না ৷ প্রতিশোধের কথা মাথায় আসেনি, কিউয়িরা এত ভালো যে প্রতিশোধের কথা চিন্তাই করতে পারবে না ৷’’ সাংবাদিকদের বলেন বিরাট ৷ তিনি আরও বলেন, ‘‘ আমরা নিউজ়িল্যান্ডের জন্য খুশি যে তারা বিশ্বকাপের ফাইনাল খেলেছে ৷ সুতরাং এখানে প্রতিশোধের কোনও ব্যাপার নেই ৷’’

যদিও বর্তমান ভারতীয় দলের ক্রীড়াসূচি নিয়ে বিরক্ত বিরাট ৷ অজ়িদের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলে পরেরদিন নিউজ়িল্যান্ডের বিমান ধরতে হয়েছে ৷ তাই ভারত অধিনায়ক মনে করেন সূচিটা আরও একটু ভালো করে করা দরকার, যেহেতু দেশের বাইরে খেলতে যেতে হচ্ছে ৷

লোকেশ রাহুলের ব্যাটিং অর্ডার নিয়েও পরিস্কার করে দিলেন কোহলি ৷ তিনি বলেন একদিনের আন্তর্জাতিক ম্যাচে 5 নম্বরেই ব্যাট করবেন রাহুল ৷ অন্যদিকে টি-20 তে টপ অর্ডারে ব্যাটিং করবেন লোকেশ রাহুল ৷

Kota (Rajasthan), Jan 23 (ANI): A woman called Naziran Bano, who went to conduct survey regarding Economic Census 2019-20, says she was manhandled by the people in Rajasthan's Kota on Jan 22 after getting mistaken for CAA official. People who manhandled her alleged that the survey was for Citizenship Amendment Act (CAA). While speaking to media persons, Bano said, "They snatched my phone and deleted mobile application containing data entry of about 1000 households".
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.