এজবাস্টন, 1 অগাস্ট : এজবাস্টনে টেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ফিরে এল স্যান্ডপেপার বিতর্ক । আজ টেস্টের প্রথম দিনে 2 রানে আউট হন ডেভিড ওয়ার্নার । প্যাভিলিয়নে ফেরার সময় স্যান্ডপেপার দেখিয়ে ওয়ার্নারকে বিদায় জানায় স্টেডিয়ামে থাকা ব্রিটিশ দর্শকদের একাংশ ।
আজ বার্মিংহ্যামে অ্যাশেজ়ের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া ক্যাপ্টেন টিম পেইন । অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামে স্যান্ডপেপার কাণ্ডে অভিযুক্ত দুই ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট । ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলেই প্যাভিলিয়নে ফেরেন ওয়ার্নার । গত বছর কেপ টাউনে স্যান্ডপেপার কাণ্ডের জন্য নির্বাাসিত হয়েছিলেন তিন অজ়ি ক্রিকেটার ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং ক্যামেরন ব্যানক্রফট ৷ নির্বাসন কাটিয়ে আজই প্রথম টেস্ট খেলতে নামেন এই তিন ক্রিকেটার ।
জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের দুরন্ত ওপেনিং স্পেলে শুরুতেই ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া । মাত্র 17 রানে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া । এর পরেও একমাত্র স্টিভ স্মিথ ও ট্রাভইস হেড ছাড়া কেউই অস্ট্রেলিয়ার হয়ে ডবল ফিগারে যায়নি ।
বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ওয়ার্নারের দখলে । বিশ্বকাপেও ওয়ার্নারকে স্লেজিং করে ব্রিটিশ দর্শকরা৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে হাফ-সেঞ্চুরি করে আউট হওয়ার সময় ওয়ার্নারকে থাম্পস-আপ দেখিয়ে বিদায় জানিয়েছিল দর্শকরা ।