ETV Bharat / sports

পরিস্থিতি বুঝেই চিনা স্পনসর নিয়ে সিদ্ধান্ত, জানাল BCCI - তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ

সীমান্তে ভারত ও চিনের মধ্যে অস্থিরতা বাড়ছে ৷ দেশে 59টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার ৷ তারপরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চিনা স্পনসর নিয়ে সমালোচনা হয় ৷

image
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
author img

By

Published : Jul 1, 2020, 5:18 PM IST

দিল্লি, 1 জুলাই : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চিনাস্পনসরশিপ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত দেশ ও বোর্ডের কথা ভেবেই নেবে ভারতীয় ক্রিকেটকন্ট্রোল বোর্ড বা BCCI ৷বোর্ডের একটি সূত্র একথা সংবাদ মাধ্যমকে জানায় ৷ একই সঙ্গে IPL নিয়ে কবে বোর্ডের বৈঠক হবে, তাও এখনও ঠিক হয়নি বলে জানায় ওই সূত্র৷

দেশেরএকটি সংবাদ সংস্থাকে ওই সূত্র জানায়, ‘‘ এখনও পর্যন্ত IPL নিয়ে বৈঠকের দিন নির্ধারণ করেনি বোর্ড৷ এখন আরও অন্যান্য বিষয় আছে যেগুলি নিয়ে বোর্ড আলোচনা করছে ৷ ফ্র্যাঞ্চাইজিগুলিওতাদের মতামত জানিয়েছে ৷ আমরা দেশ ও ক্রিকেটের কথা ভেবেই সিদ্ধান্ত নেব ৷ যখনইমিটিং হবে আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ৷ ’’

আরও পড়ুনঃ-থ্রি লায়ন্সদের নেতৃত্বে এবার বেন স্টোকস

লাদাখে ভারত-চিন সীমান্তে বাড়তে থাকাঅস্থিরতার কারণেই IPL এচিনা স্পনসর নিয়ে সমালোচনা হয় ৷ সোমবারই ভারত সরকার 59টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করেছে ৷তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় টিকটিক অ্যাপও আছে ৷ আছে UC ব্রাওজারও ৷

ভারতেরতথ্য প্রযুক্তি মন্ত্রক একটি বিবৃতি দিয়ে এই 59টি অ্যাপ নিষিদ্ধ করার কথা জানায় ৷ এইঅ্যাপগুলিতে ভারতের প্রতিরক্ষা, ও অ্যাপগুলি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যচুরির আশঙ্কা করে তথ্যপ্রযুক্তিমন্ত্রক ৷

ভারতের আইন ও তথ্য প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‘সরকার এই অ্যাপগুলি নিষিদ্ধ করেছে দেশের নিরাপত্তা, সুরক্ষা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা বজায় রাখার জন্য ৷’’

দিল্লি, 1 জুলাই : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চিনাস্পনসরশিপ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত দেশ ও বোর্ডের কথা ভেবেই নেবে ভারতীয় ক্রিকেটকন্ট্রোল বোর্ড বা BCCI ৷বোর্ডের একটি সূত্র একথা সংবাদ মাধ্যমকে জানায় ৷ একই সঙ্গে IPL নিয়ে কবে বোর্ডের বৈঠক হবে, তাও এখনও ঠিক হয়নি বলে জানায় ওই সূত্র৷

দেশেরএকটি সংবাদ সংস্থাকে ওই সূত্র জানায়, ‘‘ এখনও পর্যন্ত IPL নিয়ে বৈঠকের দিন নির্ধারণ করেনি বোর্ড৷ এখন আরও অন্যান্য বিষয় আছে যেগুলি নিয়ে বোর্ড আলোচনা করছে ৷ ফ্র্যাঞ্চাইজিগুলিওতাদের মতামত জানিয়েছে ৷ আমরা দেশ ও ক্রিকেটের কথা ভেবেই সিদ্ধান্ত নেব ৷ যখনইমিটিং হবে আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ৷ ’’

আরও পড়ুনঃ-থ্রি লায়ন্সদের নেতৃত্বে এবার বেন স্টোকস

লাদাখে ভারত-চিন সীমান্তে বাড়তে থাকাঅস্থিরতার কারণেই IPL এচিনা স্পনসর নিয়ে সমালোচনা হয় ৷ সোমবারই ভারত সরকার 59টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করেছে ৷তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় টিকটিক অ্যাপও আছে ৷ আছে UC ব্রাওজারও ৷

ভারতেরতথ্য প্রযুক্তি মন্ত্রক একটি বিবৃতি দিয়ে এই 59টি অ্যাপ নিষিদ্ধ করার কথা জানায় ৷ এইঅ্যাপগুলিতে ভারতের প্রতিরক্ষা, ও অ্যাপগুলি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যচুরির আশঙ্কা করে তথ্যপ্রযুক্তিমন্ত্রক ৷

ভারতের আইন ও তথ্য প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‘সরকার এই অ্যাপগুলি নিষিদ্ধ করেছে দেশের নিরাপত্তা, সুরক্ষা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা বজায় রাখার জন্য ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.