ETV Bharat / sports

বিতর্কে জল ঢালতে আজই হিটম্যানের ফিটনেস পরীক্ষা করবে বোর্ড

author img

By

Published : Nov 1, 2020, 12:23 PM IST

গত 26 অক্টোবর অস্ট্রেলিয়া সফরের জন্য তিন ফরম্যাটেরই দল ঘোষণা করে ভারতীয় বোর্ড । সেই সফরে নেই হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রোহিত শর্মা ।

বিতর্কে জল ঢালতে আজই হিটম্যানের ফিটনেস পরীক্ষা করবে বোর্ড
বিতর্কে জল ঢালতে আজই হিটম্যানের ফিটনেস পরীক্ষা করবে বোর্ড

আবু ধাবি, 1 নভেম্বর : অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মাকে না রাখা নিয়ে বিতর্ক আর বাড়াতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড । বিতর্কে জল ঢালতে তড়িঘড়ি রোহিত শর্মার ফিটনেস পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আজই হিটম্যানের স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট দেবে বোর্ডের মেডিকেল টিম । ফলে, মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফ নিশ্চিত করে ফেললেও রোহিতের ভাগ্য ঝুলে রয়েছে আজকের পরীক্ষার উপর ।

গত 26 অক্টোবর অস্ট্রেলিয়া সফরের জন্য তিন ফরম্যাটেরই দল ঘোষণা করে ভারতীয় বোর্ড । সেই সফরে নেই হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রোহিত শর্মা । এতে চোখ কপালে উঠেছে ক্রিকেট সমর্থক থেকে বিশেষজ্ঞদের । এর কারণ হিসেবে রোহিতের চোটের কথা উল্লেখ করা হলেও তাতে রোষ কমেনি রোহিত অনুরাগীদের । বরং দল ঘোষণার দিন মুম্বই ইন্ডিয়ান্সের নেটে রোহিতকে অনুশীলন করতে দেখা গেছে । ক্রিকেট বিশেষজ্ঞদের বক্তব্য, একমাস পরের টুর্নামেন্টের জন্য কেন একজনকে এভাবে বাদ দেওয়া হবে । এদিকে রোহিতের পরিবর্তে সাত তাড়াতাড়ি লোকেশ রাহুলকে সহ অধিনায়ক ঘোষণা করার যুক্তিও খুঁজে পাচ্ছেন না তাঁরা । সোশাল মিডিয়ায় সমর্থকদের ক্ষোভের আঁচ পেয়েই সতর্ক হয়ে গেছে বোর্ড ।

এই বিষয়ে বোর্ডের এক কর্তা বলেছেন, হ্যামস্ট্রিংয়ের চোটে হাঁটতে গিয়ে বা সাধারণ শট খেলতেই সমস্যা হয় । ফলে রান নেওয়ার ক্ষেত্রে সমস্যা থাকবে । রোহিতের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে আজই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে । অর্থাৎ, ফিটনেস টেস্টে পাস করলে অস্ট্রেলিয়া সফরের জন্য বেছে নেওয়া হতে পারে রোহিতকে । পাশাপাশি আজকের টেস্টের পর IPL-এর বাকি ম্যাচ খেলতে পারবেন হিটম্যান ।

আবু ধাবি, 1 নভেম্বর : অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মাকে না রাখা নিয়ে বিতর্ক আর বাড়াতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড । বিতর্কে জল ঢালতে তড়িঘড়ি রোহিত শর্মার ফিটনেস পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আজই হিটম্যানের স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট দেবে বোর্ডের মেডিকেল টিম । ফলে, মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফ নিশ্চিত করে ফেললেও রোহিতের ভাগ্য ঝুলে রয়েছে আজকের পরীক্ষার উপর ।

গত 26 অক্টোবর অস্ট্রেলিয়া সফরের জন্য তিন ফরম্যাটেরই দল ঘোষণা করে ভারতীয় বোর্ড । সেই সফরে নেই হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রোহিত শর্মা । এতে চোখ কপালে উঠেছে ক্রিকেট সমর্থক থেকে বিশেষজ্ঞদের । এর কারণ হিসেবে রোহিতের চোটের কথা উল্লেখ করা হলেও তাতে রোষ কমেনি রোহিত অনুরাগীদের । বরং দল ঘোষণার দিন মুম্বই ইন্ডিয়ান্সের নেটে রোহিতকে অনুশীলন করতে দেখা গেছে । ক্রিকেট বিশেষজ্ঞদের বক্তব্য, একমাস পরের টুর্নামেন্টের জন্য কেন একজনকে এভাবে বাদ দেওয়া হবে । এদিকে রোহিতের পরিবর্তে সাত তাড়াতাড়ি লোকেশ রাহুলকে সহ অধিনায়ক ঘোষণা করার যুক্তিও খুঁজে পাচ্ছেন না তাঁরা । সোশাল মিডিয়ায় সমর্থকদের ক্ষোভের আঁচ পেয়েই সতর্ক হয়ে গেছে বোর্ড ।

এই বিষয়ে বোর্ডের এক কর্তা বলেছেন, হ্যামস্ট্রিংয়ের চোটে হাঁটতে গিয়ে বা সাধারণ শট খেলতেই সমস্যা হয় । ফলে রান নেওয়ার ক্ষেত্রে সমস্যা থাকবে । রোহিতের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে আজই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে । অর্থাৎ, ফিটনেস টেস্টে পাস করলে অস্ট্রেলিয়া সফরের জন্য বেছে নেওয়া হতে পারে রোহিতকে । পাশাপাশি আজকের টেস্টের পর IPL-এর বাকি ম্যাচ খেলতে পারবেন হিটম্যান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.