ETV Bharat / sports

''দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি'', বললেন মমিনুল - বাংলাদেশ অধিনায়কের সাংবাদিক বৈঠক

দলগত ভাবে ভালো খেলতে না পারার জন্যই হার, মানছেন বাংলাদেশ অধিনায়ক মমিনূল হক । তবে কোনও অজুহাত নয় হার থেকে শিক্ষা নিয়ে ফিরে আসার অঙ্গীকার বাংলাদেশ অধিনায়কের গলায় ।

সাংবাদিক বৈঠকে মমিনূল হক
author img

By

Published : Nov 24, 2019, 8:26 PM IST

কলকাতা, ২৪ নভেম্বর : ফের হার বাংলাদেশের, তাও অসহায় ভাবে । ইন্দোরের পরে কলকাতায় দুই দিনের চেয়ে সামান্য বেশি সময়ে ভারতের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের । স্কোরবোর্ড বলছে ৮.৪ ওভারেই শেষ তৃতীয় দিনের খেলা । ১৯৫ রানেই থেমে গেল বেঙ্গল টাইগারদের যাবতীয় প্রতিরোধ । আর দলের এই ভরাডুবির কারণ হিসাবে দলগত ব্যর্থতাই তুলে ধরেছেন বাংলাদেশ অধিনায়ক ।

মমিনূল হক বলেছেন বোলিং পারফরম্যান্স মন্দের ভালো হলেও ব্যাটিং একেবারেই ভালো হয়নি । তবে তিনি বা তার দল আশা ছাড়তে নারাজ । বরং নতুন বছরে বেশি সংখ্যায় টেস্ট ম্যাচ খেলে উন্নতি করতে চান । যাতে সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশের টেস্ট দলও বিপক্ষের কাছে সমীহ আদায় করতে পারে । পরিসংখ্যান বলছে নেতৃত্বের চাপ বাংলাদেশ অধিনায়কের ব্যাটিং পারফরমেন্সে প্রভাব ফেলেছে । তবে মমিনুল হক নিজের পারফরমেন্স গ্রাফের অবনতির চেয়ে দলের সামগ্রিক পারফরমেন্সে বেশি হতাশ ।

লাল বলের তুলনায় গোলাপি বলের চ্যালেঞ্জ বেশি, প্রথম দিন থেকে বলে আসছেন তিনি । কিন্তু গোলাপি বল সামলাতে যে ধৈর্যের প্রয়োজন হয়, তা তাঁর দল দেখাতে ব্যর্থ বলে অভিমত মমিনুলের । তার জন্যে কোনও অজুহাত দিতে রাজি নয় তিনি । মূলত স্পিন নির্ভর দল পদ্মাপাড়ের ক্রিকেট টিম । এবার স্পোর্টিং উইকেটে খেলে অবস্থা বদলের প্রয়োজনীয়তা দেখছেন মমিনূল ।

টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তেও ভুল দেখছেন না তিনি । কারণ ফিল্ডিং নিলে ভারত বড় রানের বোঝা চাপাত বলে মনে করেন তিনি । ভারতীয় তিন পেসারই বিধ্বংসী এবং বৈচিত্র্যপূর্ণ বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক । তামিম ইকবাল ও শাকিব আল হাসানের ছিটকে যাওয়াও দলের সমস্যা বাড়িয়েছে বলে স্বীকার করছেন মমিনুল । তবে ভারত সফরে হারলেও ভেঙে পড়ছেন না, বরং শিক্ষা নিয়ে ফিরে আসার অঙ্গীকারের ছাপ স্পষ্ট বাংলাদেশ অধিনায়কের মুখে ।

কলকাতা, ২৪ নভেম্বর : ফের হার বাংলাদেশের, তাও অসহায় ভাবে । ইন্দোরের পরে কলকাতায় দুই দিনের চেয়ে সামান্য বেশি সময়ে ভারতের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের । স্কোরবোর্ড বলছে ৮.৪ ওভারেই শেষ তৃতীয় দিনের খেলা । ১৯৫ রানেই থেমে গেল বেঙ্গল টাইগারদের যাবতীয় প্রতিরোধ । আর দলের এই ভরাডুবির কারণ হিসাবে দলগত ব্যর্থতাই তুলে ধরেছেন বাংলাদেশ অধিনায়ক ।

মমিনূল হক বলেছেন বোলিং পারফরম্যান্স মন্দের ভালো হলেও ব্যাটিং একেবারেই ভালো হয়নি । তবে তিনি বা তার দল আশা ছাড়তে নারাজ । বরং নতুন বছরে বেশি সংখ্যায় টেস্ট ম্যাচ খেলে উন্নতি করতে চান । যাতে সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশের টেস্ট দলও বিপক্ষের কাছে সমীহ আদায় করতে পারে । পরিসংখ্যান বলছে নেতৃত্বের চাপ বাংলাদেশ অধিনায়কের ব্যাটিং পারফরমেন্সে প্রভাব ফেলেছে । তবে মমিনুল হক নিজের পারফরমেন্স গ্রাফের অবনতির চেয়ে দলের সামগ্রিক পারফরমেন্সে বেশি হতাশ ।

লাল বলের তুলনায় গোলাপি বলের চ্যালেঞ্জ বেশি, প্রথম দিন থেকে বলে আসছেন তিনি । কিন্তু গোলাপি বল সামলাতে যে ধৈর্যের প্রয়োজন হয়, তা তাঁর দল দেখাতে ব্যর্থ বলে অভিমত মমিনুলের । তার জন্যে কোনও অজুহাত দিতে রাজি নয় তিনি । মূলত স্পিন নির্ভর দল পদ্মাপাড়ের ক্রিকেট টিম । এবার স্পোর্টিং উইকেটে খেলে অবস্থা বদলের প্রয়োজনীয়তা দেখছেন মমিনূল ।

টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তেও ভুল দেখছেন না তিনি । কারণ ফিল্ডিং নিলে ভারত বড় রানের বোঝা চাপাত বলে মনে করেন তিনি । ভারতীয় তিন পেসারই বিধ্বংসী এবং বৈচিত্র্যপূর্ণ বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক । তামিম ইকবাল ও শাকিব আল হাসানের ছিটকে যাওয়াও দলের সমস্যা বাড়িয়েছে বলে স্বীকার করছেন মমিনুল । তবে ভারত সফরে হারলেও ভেঙে পড়ছেন না, বরং শিক্ষা নিয়ে ফিরে আসার অঙ্গীকারের ছাপ স্পষ্ট বাংলাদেশ অধিনায়কের মুখে ।

Intro:ফের হার এবং সেটা অসহায় ভাবে। ইন্দোরের পরে কলকাতায় দুই দিনের চেয়ে সামান্য বেশি সময়ে ভারতের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের। স্কোরবোর্ড বলছে 8.4ওভারে তৃতীয় দিনের খেলা শেষ। 195 রানে নয় উইকেট পড়তেই যাবতীয় প্রতিরোধ সমাপ্ত। বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক বলেছেন বোলিং পারফরম্যান্স মন্দের ভালো হলেও ব্যাটিং ভালো হয়নি।তবে তিনি বা তার দল আশা ছাড়ছেন না বরং নতুন বছরে বেশি সংখ্যায় টেস্ট ম্যাচ খেলে উন্নতি করতে চান।যাতে সীমিত ওভারের ক্রিকেটের পাশে বাংলাদেশের টেস্ট দল সমীহ জাগাতে পারে।পরিসংখ্যান বলছে নেতৃত্বের চাপ বাংলাদেশ অধিনায়কের ব্যাটিং পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।তবে মমিনুল হক নিজের পারফরম্যান্স গ্রাফের অবনতি র চেয়ে দলের সামগ্রিক পারফরম্যান্সে হতাশ। লাল বলের তুলনায় গোলাপি বলের চ্যালেঞ্জ বেশি,প্রথম দিন থেকে বলে আসছেন তিনি। কিন্তু তা সামলাতে সামগ্রিক ধৈর্যের প্রয়োজন হয়।তা তার দল দেখাতে ব্যর্থ বলে অভিমত তার।তবে তার জন্যে কোনও অজুহাত দিতে রাজি নয় বাংলাদেশ। মূলত স্পিন নির্ভর দল পদ্মাপাড়ের ক্রিকেট টিম।ভারত সফর এবং গোলাপি বলের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশের বোলিং।এবার স্পোর্টিং উইকেটে খেলে অবস্থা বদলের প্রয়োজনীয়তা দেখছেন মমিনুল।টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তে ভুল দেখছেন না তিনি। কারন ফিল্ডিং নিলে ভারত বড় রানের ববোঝা চাপাত বলে মনে করেন। ভারতীয় পেসারদের সকলকেই ভালো বিধ্বংসী এবং বৈচিত্র্য পূর্ন বলে মনে করেন। তামিম ইকবাল ও শাকিব আল হাসানের ছিটকে যাওয়া দলের সমস্যা বাড়িয়েছে বলে স্বীকার করছেন মমিনুল।ভারত সফরে হারলেও ভেঙে ফড়ছেন না বরং শিক্ষা নিয়ে ঘুরে দাড়ানোর কথা বাংলাদেশ অধিনায়কের মুখে।


Body:বাংলাদেশ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.