ETV Bharat / sports

রাজি বাংলাদেশ, ইডেনে ভারতের প্রথম দিন রাতের টেস্ট

22 নভেম্বর কলকাতায় ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচ হওয়ার কথা । BCCI-র প্রস্তাব গ্রহণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিল ইডেনে পিঙ্ক টেস্ট খেলতে তারা রাজি ।

bangla
author img

By

Published : Oct 29, 2019, 7:22 PM IST

Updated : Oct 30, 2019, 3:48 AM IST

কলকাতা, 29 অক্টোবর : দিন রাতের টেস্ট খেলতে রাজি বাংলাদেশ । 22 নভেম্বর কলকাতায় ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচ হওয়ার কথা । BCCI সভাপতি হওয়ার পর এই টেস্ট দিন ও রাতের করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । সেইমতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জন্য প্রস্তাব দেওয়া হয় । সেই প্রস্তাব গ্রহণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিল ইডেনে পিঙ্ক টেস্ট খেলতে তারা রাজি । ফলে এই প্রথম ভারত দিন রাতের টেস্ট খেলবে ৷

এই ম্যাচ দেখতে কলকাতায় আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ম্যাচের প্রধান অতিথি হিসেবে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । CAB - র তরফে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ।

কলকাতা, 29 অক্টোবর : দিন রাতের টেস্ট খেলতে রাজি বাংলাদেশ । 22 নভেম্বর কলকাতায় ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচ হওয়ার কথা । BCCI সভাপতি হওয়ার পর এই টেস্ট দিন ও রাতের করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । সেইমতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জন্য প্রস্তাব দেওয়া হয় । সেই প্রস্তাব গ্রহণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিল ইডেনে পিঙ্ক টেস্ট খেলতে তারা রাজি । ফলে এই প্রথম ভারত দিন রাতের টেস্ট খেলবে ৷

এই ম্যাচ দেখতে কলকাতায় আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ম্যাচের প্রধান অতিথি হিসেবে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । CAB - র তরফে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ।

New Delhi, Oct 29 (ANI): While speaking to ANI on Tuesday in Delhi, BJP's national spokesperson GVL Narasimha Rao on BJP alliance with Shiv Sena in Maharashtra said, "People of Maharashtra has given a resounding mandate in favour of BJP-led alliance in the state. BJP will elect its party legislative leader tomorrow. BJP will take all appropriate steps in consultation with others and soon we will have government in Maharashtra." In last week's Maharashtra election, the BJP won 105 seats in the 288-member Maharashtra assembly and the Shiv Sena ended up with 56. With the BJP's tally dipping from 122 in 2014, the Sena believes it has enough leverage to insist on an equal share. Together, the two have 161 seats, way past the half-way mark of 144.
Last Updated : Oct 30, 2019, 3:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.