হায়দরাবাদ, 15 ডিসেম্বর : আসন্ন ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচে ঋদ্ধিমান সাহার পরিবর্তে ঋষভ পন্থকেই বেছে নেবে বিসিসিআই ৷ মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার ৷ এর আগেও ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ের অভিজ্ঞতা রয়েছে 23 বছর বয়সী পন্থের ৷
-
🎤 INTERVIEW 🎤: "This 💯 has been a confidence booster for me." 🔝🔥
— BCCI (@BCCI) December 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch @RishabhPant17 reflect on his & #TeamIndia's performance in the pink-ball tour game against Australia A - by @Moulinparikh
Full interview 📽️👉 https://t.co/kwfLCMuHDp pic.twitter.com/Owme4y1qhx
">🎤 INTERVIEW 🎤: "This 💯 has been a confidence booster for me." 🔝🔥
— BCCI (@BCCI) December 14, 2020
Watch @RishabhPant17 reflect on his & #TeamIndia's performance in the pink-ball tour game against Australia A - by @Moulinparikh
Full interview 📽️👉 https://t.co/kwfLCMuHDp pic.twitter.com/Owme4y1qhx🎤 INTERVIEW 🎤: "This 💯 has been a confidence booster for me." 🔝🔥
— BCCI (@BCCI) December 14, 2020
Watch @RishabhPant17 reflect on his & #TeamIndia's performance in the pink-ball tour game against Australia A - by @Moulinparikh
Full interview 📽️👉 https://t.co/kwfLCMuHDp pic.twitter.com/Owme4y1qhx
সংবাদমাধ্যমে গাভাস্কার বলেন, দু'জনের মধ্যে একজনকে নেওয়া সিলেকশন কমিটির জন্য কঠিন হবে ৷ ঋষভ দু'বছর আগে চারটি টেস্ট ম্যাচেই খেলেছে ৷ শতরানও করেছে ৷ স্টাম্পের পিছনে থেকেও অজ়িদের উপর বেশি প্রভাব ফেলতে পারে পন্থ ৷ তাই মনে হয় দল পন্থকেই বেছে নেবে ৷" আর অবশ্যই যদি কয়েকদিন আগেই কেউ শতরান করে থাকে ৷ তবে, কর্তৃপক্ষ তাকেই বেছে নেবে ৷ বললেন প্রাক্তন ডান হাতি খেলোয়াড় ৷
গাভাস্কার আরও বলেন, "বর্তমানে দলের টপ-অর্ডার ব্যাটসম্যানরা একটু নড়বড়ে ৷ কোহলিও থাকছেন না ৷ তাই এই সময় দল সবথেকে ভালো উইকেটকিপারকেই নিতে চাইবে দল ৷ সেই জন্য ঋদ্ধিমান সাহাই হবে দলের পছন্দ ৷ তবে, সেক্ষেত্রে ভারত পাবে একজন পেসারকে ৷ সেকারণে আমার ধারণা দল পন্থকেই বেছে নেবে ৷"
" অন্যদিকে, দলের টপ-অর্ডার ব্যাটসম্যানরা একটু নড়বড়ে ৷ দল এই মুহূর্তে জানে না কাকে প্রথমে মাঠে নামাবে ৷ অবশ্যই ময়াঙ্ক আগরওয়াল রয়েছেন ৷ তবে, তাঁর সঙ্গে ওপেনিং করতে কাকে পাঠাবে দল ৷ শুভমন গিল বা পৃথ্বী শ ? এই অবস্থায় দল চাইবে দলকে শক্ত করতে ৷ তাই পন্থকেই নেওয়া হবে ৷ আশা করি, পন্থ খেলবেন 6 নম্বরে ৷ কারণ , তার আগে 5 অজ়ির বোলিংও দেখা যাবে ৷ পাওয়া যাবে 20 উইকেটও ৷" জানালেন 71 বছরের বর্ষীয়ান ক্রিকেট ধারাভাষ্যকার ৷