ETV Bharat / sports

কোটলায় জেটলির মূর্তি উন্মোচন শাহের, ছিলেন সৌরভ - Sourav Ganguly

গতকালই মূর্তি বসানো নিয়ে যাবতীয় বিতর্ক চাপা পড়ে যায় । আলোচনার কেন্দ্রে চলে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও অমিত শাহের এক মঞ্চে উপস্থিতি ।

Amit shah
Amit shah
author img

By

Published : Dec 28, 2020, 4:52 PM IST

দিল্লি, 28 ডিসেম্বর : ফিরোজ শাহ কোটলায় বসল প্রয়াত ডিডিসিএ প্রেসিডেন্ট অরুণ জেটলির মূর্তি । তাঁর 68তম জন্মবার্ষিকী উপলক্ষে মূর্তির উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও বর্তমান ডিডিসিএ প্রেসিডেন্ট রোহন জেটলি ।

14 বছর ধরে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন অরুণ জেটলি । 2019 সালে তাঁর মৃত্যুর পর ফিরোজ শাহ কোটলার নাম বদলে রাখা হয় অরুণ জেটলি স্টেডিয়াম । এরপর প্রয়াত মন্ত্রীর সম্মানে স্টেডিয়ামে তাঁর মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় । প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিং বেদি অবশ্য এর সমালোচনা করেছিলেন । ক্রিকেটারের পরিবর্তে কেন রাজনীতিকের মূর্তি বসছে তা নিয়ে আপত্তি তোলেন তিনি । সেই বিতর্কের মাঝেই আজ কোটলায় জেটলির 6 ফুটের মূর্তি উন্মোচন করেন অমিত শাহ ।

যদিও গতকালই মূর্তি বসানো নিয়ে যাবতীয় বিতর্ক চাপা পড়ে যায় । আলোচনার কেন্দ্রে চলে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও অমিত শাহের এক মঞ্চে উপস্থিতি । সৌরভ - শাহের সাক্ষাৎ, সৌরভের রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে । অনুষ্ঠানের জন্য আজ সকালেই দিল্লি যান সৌরভ ।

দিল্লি, 28 ডিসেম্বর : ফিরোজ শাহ কোটলায় বসল প্রয়াত ডিডিসিএ প্রেসিডেন্ট অরুণ জেটলির মূর্তি । তাঁর 68তম জন্মবার্ষিকী উপলক্ষে মূর্তির উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও বর্তমান ডিডিসিএ প্রেসিডেন্ট রোহন জেটলি ।

14 বছর ধরে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন অরুণ জেটলি । 2019 সালে তাঁর মৃত্যুর পর ফিরোজ শাহ কোটলার নাম বদলে রাখা হয় অরুণ জেটলি স্টেডিয়াম । এরপর প্রয়াত মন্ত্রীর সম্মানে স্টেডিয়ামে তাঁর মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় । প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিং বেদি অবশ্য এর সমালোচনা করেছিলেন । ক্রিকেটারের পরিবর্তে কেন রাজনীতিকের মূর্তি বসছে তা নিয়ে আপত্তি তোলেন তিনি । সেই বিতর্কের মাঝেই আজ কোটলায় জেটলির 6 ফুটের মূর্তি উন্মোচন করেন অমিত শাহ ।

যদিও গতকালই মূর্তি বসানো নিয়ে যাবতীয় বিতর্ক চাপা পড়ে যায় । আলোচনার কেন্দ্রে চলে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও অমিত শাহের এক মঞ্চে উপস্থিতি । সৌরভ - শাহের সাক্ষাৎ, সৌরভের রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে । অনুষ্ঠানের জন্য আজ সকালেই দিল্লি যান সৌরভ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.