চট্টগ্রাম, 9 সেপ্টেম্বর : বাংলাদেশকে 224 রানে হারিয়ে দিল আফগানিস্তান । টেস্টের চতুর্থ ইনিংসে জয়ের জন্য 398 তাড়া করতে নেমে রাশিদ খানের ভেলকিতে 173 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ । ম্যাচের দুই ইনিংস মিলিয়ে 11 উইকেট নিয়ে ম্যাচের সেরাও হন রাশিদ খান । টেস্ট ক্রিকেটে কনিষ্ঠতম অধিনায়ক হিসাবে রশিদ খানের অভিষেক ম্যাচ । অভিজ্ঞ অল-রাউন্ডার মহম্মদ নবির বিদায়ী টেস্ট । দুটো ঘটনাকেই স্মরণীয় করে দেখাল আফগানরা ।
রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান টসে জেতে । এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম দিন থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে রাখে রাশিদরা । চতুর্থ দিন শেষে আফগানিস্তান ও জয়ের মাঝে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন একমাত্র শাকিব আল হাসান ।
কিন্তু শাকিব নন, পঞ্চমদিন সকালে আফগানদের কাছে ভিলেন হয়ে দেখা দিয়েছিল বৃষ্টি । তবে বৃষ্টিতে একাধিকবার খেলা ব্যাহত হলেও স্বল্প সুযোগেই বাজিমাত করে তৃতীয় টেস্ট খেলতে নামা আফগানিস্তান । বাংলাদেশকে 224 রানের বিরাট ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জিতে নিল কাবুলিওয়ালার দেশ ।
প্রথম ইনিংসে 5 উইকেট ও ব্যাট হাতে 50 রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও 6 উইকেট নিয়ে ম্যাচ সেরা রশিদ খান । এছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে আফগানিস্তানের প্রাপ্তি প্রথম ইনিংসে প্রথম আফগান ব্যাটসম্যান হিসেবে রহমত শাহের শতরান ।
সংক্ষিপ্ত স্কোরকার্ড :
প্রথম ইনিংস - আফগানিস্তান 342/10 (রহমত শাহ - 102, আসগর আফগান - 92, তাইজুল ইসলাম - 116/4), বাংলাদেশ 205/10 (মোমিনুল হক - 52, রাশিদ খান - 55/5, মহম্মদ নবি - 56/3)
দ্বিতীয় ইনিংস - আফগানিস্তান 260/10 (ইব্রাহিম জ়াদরান - 87, আসগর আফগান - 50, শাকিব আল হাসান - 58/3), বাংলাদেশ - 173/10 (শাকিব আল হাসান - 44, রাশিদ খান - 49/6)