ETV Bharat / sports

অক্ষর-অশ্বিন জাদুতে লর্ডসের উড়ানে বিরাটরা - ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট এক ইনিংস ও 25 রানে জিতে নিয়েছে ভারত ৷

test
test
author img

By

Published : Mar 6, 2021, 3:53 PM IST

Updated : Mar 6, 2021, 4:49 PM IST

আমেদাবাদ, 6 মার্চ : নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতীয় দলের জয়জয়কার ৷ টেস্ট ও সিরিজ় দুটোই ভারতের মুঠোয় ৷ এরই সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল কোহলি অ্যান্ড কোং ৷ আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ইনিংস ও 25 রানে জিতে নিয়েছে ভারত ৷ ঘরের মাঠে 3-1 ব্যবধানে টেস্ট সিরিজ় জিতে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিকিট পাকা করল বিরাট বাহিনী ৷ 18 জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড ৷

আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় টেস্ট শেষ হয়েছিল মাত্র দু'দিনে ৷ চতুর্থ তথা শেষ টেস্টও পাঁচদিন গড়াল না ৷ আয়ু হল মাত্র তিনদিন ৷ তৃতীয় টেস্টের মতোই শেষ টেস্টেও রুট বাহিনীকে বধ করতে বড় ভূমিকা নিলেন দেশের স্পিনাররা ৷ রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেলদের ঘূর্ণিতে মোদি স্টেডিয়ামে তিনদিনেই ধরাশায়ী হল ইংল্যান্ড ৷ দ্বিতীয় ইনিংসে দশটি উইকেট ভাগাভাগি করে নিলেন অশ্বিন এবং অক্ষর ৷ সবমিলিয়ে চতুর্থ টেস্টে স্পিনাররাই আঠারোটি উইকেট তুলে নিয়েছে ৷ সিরিজ়ের তিনটি ম্যাচে এক ইনিংসে চারবার 5 উইকেট নেওয়ার নজির গড়লেন অক্ষর ৷ এছাড়া প্রথম ভারতীয় বোলার হিসেবে একাধিকবার একটি সিরিজ়ে 30 বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন ৷

আরও পড়ুন : টেস্টে প্রথম শতরান হাতছাড়া ওয়াশিংটনের, 160 রানের লিড ভারতের

ইংল্যান্ডের 205 রানের জবাবে প্রথম ইনিংসে 365 রান তুলেছিল ভারত ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্য়ের মুখে পড়ে ইংল্যান্ড ৷ জো রুটদের ব্যাটিং লাইনআপে ধস নামানোর কাজটা করে যাচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেলরা ৷ একটা সময় 65 রানে 6টি উইকেট হারায় রুটরা ৷ তখন থেকেই ভারতীয় শিবিরে জয়ের সুবাস ছড়াতে শুরু করেছিল ৷ শেষমেশ 135 রানে গুটিয়ে যায় ইংল্যান্ড ৷

তৃতীয় দিনের শুরুতে অবশ্য সকলের নজরে ছিলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ৷ লোয়ার অর্ডারে নেমে দুরন্ত 96 রানের অপরাজিত ইনিংস খেলেন ওয়াশি ৷ তাঁর ইনিংসের উপর ভর করেই আমেদাবাদে চতুর্থ টেস্টে 365 রান তোলে ভারত ৷ তবে যোগ্য সঙ্গীর অভাবে টেস্টে ক্রিকেটে প্রথম শতরান করা হল না তাঁর ৷

আমেদাবাদ, 6 মার্চ : নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতীয় দলের জয়জয়কার ৷ টেস্ট ও সিরিজ় দুটোই ভারতের মুঠোয় ৷ এরই সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল কোহলি অ্যান্ড কোং ৷ আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ইনিংস ও 25 রানে জিতে নিয়েছে ভারত ৷ ঘরের মাঠে 3-1 ব্যবধানে টেস্ট সিরিজ় জিতে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিকিট পাকা করল বিরাট বাহিনী ৷ 18 জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড ৷

আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় টেস্ট শেষ হয়েছিল মাত্র দু'দিনে ৷ চতুর্থ তথা শেষ টেস্টও পাঁচদিন গড়াল না ৷ আয়ু হল মাত্র তিনদিন ৷ তৃতীয় টেস্টের মতোই শেষ টেস্টেও রুট বাহিনীকে বধ করতে বড় ভূমিকা নিলেন দেশের স্পিনাররা ৷ রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেলদের ঘূর্ণিতে মোদি স্টেডিয়ামে তিনদিনেই ধরাশায়ী হল ইংল্যান্ড ৷ দ্বিতীয় ইনিংসে দশটি উইকেট ভাগাভাগি করে নিলেন অশ্বিন এবং অক্ষর ৷ সবমিলিয়ে চতুর্থ টেস্টে স্পিনাররাই আঠারোটি উইকেট তুলে নিয়েছে ৷ সিরিজ়ের তিনটি ম্যাচে এক ইনিংসে চারবার 5 উইকেট নেওয়ার নজির গড়লেন অক্ষর ৷ এছাড়া প্রথম ভারতীয় বোলার হিসেবে একাধিকবার একটি সিরিজ়ে 30 বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন ৷

আরও পড়ুন : টেস্টে প্রথম শতরান হাতছাড়া ওয়াশিংটনের, 160 রানের লিড ভারতের

ইংল্যান্ডের 205 রানের জবাবে প্রথম ইনিংসে 365 রান তুলেছিল ভারত ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্য়ের মুখে পড়ে ইংল্যান্ড ৷ জো রুটদের ব্যাটিং লাইনআপে ধস নামানোর কাজটা করে যাচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেলরা ৷ একটা সময় 65 রানে 6টি উইকেট হারায় রুটরা ৷ তখন থেকেই ভারতীয় শিবিরে জয়ের সুবাস ছড়াতে শুরু করেছিল ৷ শেষমেশ 135 রানে গুটিয়ে যায় ইংল্যান্ড ৷

তৃতীয় দিনের শুরুতে অবশ্য সকলের নজরে ছিলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ৷ লোয়ার অর্ডারে নেমে দুরন্ত 96 রানের অপরাজিত ইনিংস খেলেন ওয়াশি ৷ তাঁর ইনিংসের উপর ভর করেই আমেদাবাদে চতুর্থ টেস্টে 365 রান তোলে ভারত ৷ তবে যোগ্য সঙ্গীর অভাবে টেস্টে ক্রিকেটে প্রথম শতরান করা হল না তাঁর ৷

Last Updated : Mar 6, 2021, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.