ETV Bharat / sports

প্রথম ইনিংসে অন্তত 320 রান তুলুক ভারত: রাহানে

author img

By

Published : Feb 20, 2020, 12:02 PM IST

লাল বলের সিরিজ়ের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের ওপেনিং জুটি ৷ চোটের কারণে সিরিজ়ে নেই রোহিত শর্মা ৷ তাঁর পরিবর্তে পৃথ্বী শ-কে নিয়ে ইনিংসের সূচনা করবেন মায়াঙ্ক আগরওয়াল ৷

rahane
রাহানে

ওয়েলিংটন, 20 ফেব্রুয়ারি: 2014 সালের কথা মনে পড়ে যাচ্ছে অজিঙ্কা রাহানের ৷ ওয়েলিংটনের বেসিন রিজার্ভের মাঠ ৷ বৃহস্পতিবার ভারত-নিউজ়িল্যান্ড দু'ম্যাচের টেস্ট সিরিজের প্রথম বল গড়াবে এখানেই ৷ তার আগে স্মৃতিমেদুর হলেন রাহানে ৷ ছয়বছর আগে বেসিন রিজার্ভেই কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন টেস্টে কোহলির দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান ৷ এমনিতেই কিউয়িদের দেশে রাহানের রেকর্ড বেশ ভাল ৷ ওয়ান ডে সিরিজ়ে ভরাডুবির পর পয়া মাঠে বরাবরের মতো অধিনায়কের মান রাখতে প্রস্তুত তাঁর ডেপুটি ৷

বেসিন রিজার্ভের বাউন্সি পিচে প্রথম ইনিংসে অন্তত 320 রান তোলার কথা বলছেন রাহানে ৷ এক্ষেত্রে 2014 সালের লর্ডস এবং 2018-র অ্যাডিলেড জয়ের কথা উল্লেখ করেছেন তিনি ৷ দুটো ক্ষেত্রেই প্রথম ইনিংসে 300-র কাছাকাছি রান উঠেছিল ৷ লর্ডসে 295 এবং অ্যাডিলেডে 250 ৷ ওয়েলিংটনেও এর পুনরাবৃত্তি চাইছেন রাহানে ৷ দেশের মিডল অর্ডার ব্যাটসম্যানের কথায়, প্রথমে ব্যাট করতে নেমে ইতিবাচক মানসিকতা রাখাটা জরুরি ৷ বিদেশের মাটিতে প্রথম ইনিংসে 320-330 রান খুব ভাল ৷ দেশের বাইরে জেতা টেস্ট ম্যাচগুলো দেখলেই তা বোঝা যাবে ৷ 320 তেমন বড় স্কোর না হলেও দলের বিশ্বমানের পেস অ্যাটাকের উপর পুরো ভরসা রয়েছে রাহানের ৷ বিদেশের মাটিতে 20টি উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, ইশান্ত শর্মাদের ৷

লাল বলের সিরিজ়ের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের ওপেনিং জুটি ৷ চোটের কারণে সিরিজ়ে নেই রোহিত শর্মা ৷ তাঁর পরিবর্তে পৃথ্বী শ-কে নিয়ে ইনিংসের সূচনা করবেন মায়াঙ্ক আগরওয়াল ৷ একদিনের সিরিজ়ে চূড়ান্ত ব্যর্থ এই ওপেনিং জুটির উপর ভরসা দেখাচ্ছেন রাহানে ৷ ইতিবাচক মানসিকতার জোরেই এই দুই তরুণ সাফল্য পাবে বলে মনে করছেন তিনি ৷

ওয়েলিংটন, 20 ফেব্রুয়ারি: 2014 সালের কথা মনে পড়ে যাচ্ছে অজিঙ্কা রাহানের ৷ ওয়েলিংটনের বেসিন রিজার্ভের মাঠ ৷ বৃহস্পতিবার ভারত-নিউজ়িল্যান্ড দু'ম্যাচের টেস্ট সিরিজের প্রথম বল গড়াবে এখানেই ৷ তার আগে স্মৃতিমেদুর হলেন রাহানে ৷ ছয়বছর আগে বেসিন রিজার্ভেই কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন টেস্টে কোহলির দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান ৷ এমনিতেই কিউয়িদের দেশে রাহানের রেকর্ড বেশ ভাল ৷ ওয়ান ডে সিরিজ়ে ভরাডুবির পর পয়া মাঠে বরাবরের মতো অধিনায়কের মান রাখতে প্রস্তুত তাঁর ডেপুটি ৷

বেসিন রিজার্ভের বাউন্সি পিচে প্রথম ইনিংসে অন্তত 320 রান তোলার কথা বলছেন রাহানে ৷ এক্ষেত্রে 2014 সালের লর্ডস এবং 2018-র অ্যাডিলেড জয়ের কথা উল্লেখ করেছেন তিনি ৷ দুটো ক্ষেত্রেই প্রথম ইনিংসে 300-র কাছাকাছি রান উঠেছিল ৷ লর্ডসে 295 এবং অ্যাডিলেডে 250 ৷ ওয়েলিংটনেও এর পুনরাবৃত্তি চাইছেন রাহানে ৷ দেশের মিডল অর্ডার ব্যাটসম্যানের কথায়, প্রথমে ব্যাট করতে নেমে ইতিবাচক মানসিকতা রাখাটা জরুরি ৷ বিদেশের মাটিতে প্রথম ইনিংসে 320-330 রান খুব ভাল ৷ দেশের বাইরে জেতা টেস্ট ম্যাচগুলো দেখলেই তা বোঝা যাবে ৷ 320 তেমন বড় স্কোর না হলেও দলের বিশ্বমানের পেস অ্যাটাকের উপর পুরো ভরসা রয়েছে রাহানের ৷ বিদেশের মাটিতে 20টি উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, ইশান্ত শর্মাদের ৷

লাল বলের সিরিজ়ের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের ওপেনিং জুটি ৷ চোটের কারণে সিরিজ়ে নেই রোহিত শর্মা ৷ তাঁর পরিবর্তে পৃথ্বী শ-কে নিয়ে ইনিংসের সূচনা করবেন মায়াঙ্ক আগরওয়াল ৷ একদিনের সিরিজ়ে চূড়ান্ত ব্যর্থ এই ওপেনিং জুটির উপর ভরসা দেখাচ্ছেন রাহানে ৷ ইতিবাচক মানসিকতার জোরেই এই দুই তরুণ সাফল্য পাবে বলে মনে করছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.