ETV Bharat / sports

'টি-20 প্রদর্শনী, কুলীন ফরম্যাটেই ক্রিকেটের আসল পরীক্ষা', তিলোত্তমায় বললেন লয়েড - ক্লাইভ লয়েড

Clive Lloyed Kolkata: বুধবার শহর কলকাতায় এসেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্লাইভ লয়েড ৷ 1975 ও 1979 সালে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বজয়ের স্বাদ এনে দিয়েছিলেন এই তারকা ৷ তিনি বৃহস্পতিবার শহর কলকাতার বেসরকারি কলেজের সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দেন ৷ সেখানেই আধুনিক ক্রিকেট সম্পর্কে তাঁর মতামত ব্যক্ত করলেন ৷

তিলোত্তমায় লয়েড
Clive Lloyed Kolkata
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 10:12 PM IST

Updated : Jan 11, 2024, 10:48 PM IST

কুলীন ফরম্যাটেই ক্রিকেটের আসল পরীক্ষা, তিলোত্তমায় বললেন লয়েড

কলকাতা, 11 জানুয়ারি: বুধবার কলকাতায় এসেছেন ক্রিকেট কিংবদন্তি ক্লাইভ লয়েড ৷ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক বৃহস্পতিবার যোগ দিয়েছিলেন একটি বেসরকারি কলেজের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে ৷ কলকাতা এবং ক্লাইভ লয়েড একে অপরের সঙ্গে সম্পৃক্ত ৷ ক্রিকেট এবং তার বাইরে এই শহরের সঙ্গে দু'বারের বিশ্বজয়ী অধিনায়কের নানা স্মৃতি ৷ ক্রিকেটার হিসাবে ক্লাইভ লয়েডের স্মৃতি যদি হয় সুখকর, তাহলে ম্যাচ রেফারি হিসেবে অভিজ্ঞতা মোটেই সন্তোষজনক নয় ৷ যা তিনি নিজের স্বীকার করলেন এদিনের অনুষ্ঠানে ৷

কলকাতার বাসিন্দা হিসাবে নিজেকে পরিচিত করালেন ক্রিকেটকে ঘিরে ৷ এই শহরের উন্মাদনা তাঁর চেনা একইসঙ্গে কলকাতা ফুটবল প্রেম এবং একাধিক বিখ্যাত টেনিস প্লেয়ারের বাসের কথা এদিন লয়েডের মুখে ৷ এদিন সম্মানিত হওয়ার পরে স্বাভাবিকভাবে ক্রিকেটীয় প্রশ্নোত্তরের সামনে পড়তে হয় ক্যারিবিয়ান কিংবদন্তিকে ৷ কী কী বললেন তিনি...

  • কলকাতা কেমন: "কলকাতা শহর আমার কাছে খুব প্রিয়। মনে হয় আমি এই শহরেরই বাসিন্দা। তবে ইডেনের স্মৃতি আমার কাছে সুখকর নয়। কারণ 1996 বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচে রেফারি আমি ছিলাম।
  • চেজমাস্টার বিরাট কোহলির সঙ্গে ভিভের তুলনা: বিরাট কোহলি আর ভিভ রিচার্ডস দু'জনে আলাদা ধরনের ক্রিকেটার। তাই তুলনা হয় না। বিরাট একশোটা একশো করতেই পারে। ও এখনও অনেকদিন ক্রিকেট খেলবে। ও অনেক কিছু অ্যাচিভ করতে পারে।
  • বাংলার মহারাজ সৌরভ: সৌরভ শহরে নেই। তবে ওর সঙ্গে কথা হয়েছে। ও এখন দক্ষিণ আফ্রিকায় আছে। ইংল্যান্ডে গেলে ওর সঙ্গে দেখা করব।
  • বর্তমান ক্রিকেটের তিন ফরম্যাট: টি-20 ক্রিকেট হল এক্সিবিশন অর্থাৎ প্রদর্শনী মাত্র ৷ আর টেস্ট ক্রিকেট হল আসল পরীক্ষা। মাঠের বাইরে বল পাঠানো সহজ। ইংল্যান্ডের আবহাওয়ায় গিয়ে লাল বলে টেস্ট ক্রিকেট খেলা কঠিন। তাই আমি বলব ওখানে গিয়েই ক্রিকেট শিখে আসতে।
  • কেপাটউনের বিতর্কিত পিচ: কেপটাউনের উইকেটকে আমি ভালো রেটিংই দেব। ওই উইকেটেও তো একজন সেঞ্চুরি করেছে।
  • 2023 দেশের মাটিতে বিশ্বকাপ: ওয়েস্ট ইন্ডিজ সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সুযোগ পাইনি। হতাশাজনক বটে। তবে ঠিক ঘুরে দাঁড়াবে। আমাদের বোর্ড বুঝছে কতটা জরুরি সময় এখন ৷

আরও পড়ুন:

  1. নবির ব্যাটে দেড়শো পেরল আফগানরা, মোহালিতে রোহিতদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা
  2. পঞ্চাশ বসন্ত পেরিয়ে ভারতীয় ক্রিকেটে আজও বিরাজমান দ্রাবিড়ীয় সভ্যতা
  3. আফগানদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই বিরাটহীন ভারত

কুলীন ফরম্যাটেই ক্রিকেটের আসল পরীক্ষা, তিলোত্তমায় বললেন লয়েড

কলকাতা, 11 জানুয়ারি: বুধবার কলকাতায় এসেছেন ক্রিকেট কিংবদন্তি ক্লাইভ লয়েড ৷ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক বৃহস্পতিবার যোগ দিয়েছিলেন একটি বেসরকারি কলেজের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে ৷ কলকাতা এবং ক্লাইভ লয়েড একে অপরের সঙ্গে সম্পৃক্ত ৷ ক্রিকেট এবং তার বাইরে এই শহরের সঙ্গে দু'বারের বিশ্বজয়ী অধিনায়কের নানা স্মৃতি ৷ ক্রিকেটার হিসাবে ক্লাইভ লয়েডের স্মৃতি যদি হয় সুখকর, তাহলে ম্যাচ রেফারি হিসেবে অভিজ্ঞতা মোটেই সন্তোষজনক নয় ৷ যা তিনি নিজের স্বীকার করলেন এদিনের অনুষ্ঠানে ৷

কলকাতার বাসিন্দা হিসাবে নিজেকে পরিচিত করালেন ক্রিকেটকে ঘিরে ৷ এই শহরের উন্মাদনা তাঁর চেনা একইসঙ্গে কলকাতা ফুটবল প্রেম এবং একাধিক বিখ্যাত টেনিস প্লেয়ারের বাসের কথা এদিন লয়েডের মুখে ৷ এদিন সম্মানিত হওয়ার পরে স্বাভাবিকভাবে ক্রিকেটীয় প্রশ্নোত্তরের সামনে পড়তে হয় ক্যারিবিয়ান কিংবদন্তিকে ৷ কী কী বললেন তিনি...

  • কলকাতা কেমন: "কলকাতা শহর আমার কাছে খুব প্রিয়। মনে হয় আমি এই শহরেরই বাসিন্দা। তবে ইডেনের স্মৃতি আমার কাছে সুখকর নয়। কারণ 1996 বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচে রেফারি আমি ছিলাম।
  • চেজমাস্টার বিরাট কোহলির সঙ্গে ভিভের তুলনা: বিরাট কোহলি আর ভিভ রিচার্ডস দু'জনে আলাদা ধরনের ক্রিকেটার। তাই তুলনা হয় না। বিরাট একশোটা একশো করতেই পারে। ও এখনও অনেকদিন ক্রিকেট খেলবে। ও অনেক কিছু অ্যাচিভ করতে পারে।
  • বাংলার মহারাজ সৌরভ: সৌরভ শহরে নেই। তবে ওর সঙ্গে কথা হয়েছে। ও এখন দক্ষিণ আফ্রিকায় আছে। ইংল্যান্ডে গেলে ওর সঙ্গে দেখা করব।
  • বর্তমান ক্রিকেটের তিন ফরম্যাট: টি-20 ক্রিকেট হল এক্সিবিশন অর্থাৎ প্রদর্শনী মাত্র ৷ আর টেস্ট ক্রিকেট হল আসল পরীক্ষা। মাঠের বাইরে বল পাঠানো সহজ। ইংল্যান্ডের আবহাওয়ায় গিয়ে লাল বলে টেস্ট ক্রিকেট খেলা কঠিন। তাই আমি বলব ওখানে গিয়েই ক্রিকেট শিখে আসতে।
  • কেপাটউনের বিতর্কিত পিচ: কেপটাউনের উইকেটকে আমি ভালো রেটিংই দেব। ওই উইকেটেও তো একজন সেঞ্চুরি করেছে।
  • 2023 দেশের মাটিতে বিশ্বকাপ: ওয়েস্ট ইন্ডিজ সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সুযোগ পাইনি। হতাশাজনক বটে। তবে ঠিক ঘুরে দাঁড়াবে। আমাদের বোর্ড বুঝছে কতটা জরুরি সময় এখন ৷

আরও পড়ুন:

  1. নবির ব্যাটে দেড়শো পেরল আফগানরা, মোহালিতে রোহিতদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা
  2. পঞ্চাশ বসন্ত পেরিয়ে ভারতীয় ক্রিকেটে আজও বিরাজমান দ্রাবিড়ীয় সভ্যতা
  3. আফগানদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই বিরাটহীন ভারত
Last Updated : Jan 11, 2024, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.