ETV Bharat / sports

Roger Binny on Asia Cup: এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে ভারত ? সিদ্ধান্ত কেন্দ্রের হাতে ছাড়লেন বিনি - জয় শাহ

ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে কিনা, সেই সিদ্ধান্ত সরকার নেবে (Centre will Decide Whether Indian Team Go to Pakistan) ৷ 2023 এশিয়া কাপ (Asia Cup 2023) নিয়ে বিসিসিআইয়ের অবস্থান স্পষ্ট করে দিলেন বোর্ড সভাপতি রজার বিনি ৷

Centre will Decide Whether Indian Team Go to Pakistan to Play Asia Cup 2023
Centre will Decide Whether Indian Team Go to Pakistan to Play Asia Cup 2023
author img

By

Published : Nov 5, 2022, 9:42 AM IST

Updated : Nov 5, 2022, 9:55 AM IST

চেন্নাই, 5 নভেম্বর: 2023 সালের এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে কিনা তা বিসিসিআই (BCCI)-এর হাতে নেই ৷ এ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারত সরকার (Centre will Decide Whether Indian Team Go to Pakistan) ৷ এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি রজার বিনি ৷ প্রসঙ্গত, আসন্ন 2023 এশিয়া কাপ (Asia Cup 2023) এবং 2025 সালের আইসিসি চ্যাম্পিয়নশিপ আয়োজন করার কথা রয়েছে পাকিস্তানের ৷ সে নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে বিসিসিআই সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ’র (Jay Shah) মন্তব্যে ৷

এবার এশিয়া কাপ পাকিস্তানে হলে, ভারতীয় দল সেখানে যাবে কিনা, তা নিয়ে বিসিসিআই সিদ্ধান্ত নেবে না বলে জানিয়ে দিলেন বোর্ড সভাপতি ৷ বিনি বলেন, ‘‘ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট দ্বৈরথ খেলাধূলার জগতে সবচেয়ে আকর্ষণীয় বিষয় ৷ কিন্তু, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে কিনা তা বিসিসিআই এর হাতে নেই ৷ এ নিয়ে যা করার সরকারের তরফে করা হবে ৷’’ প্রসঙ্গত, চেন্নাইতে একটি সাংবাদিক বৈঠকে রজার বিনিকে এশিয়া কাপে ভারতের অংশ নেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি একথা জানান ৷

আরও পড়ুন: সৌরভকে বেআইনি ভাবে কেন বিসিসিআই সভাপতি পদ থেকে অপসারণ, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

প্রসঙ্গত, গত 18 অক্টোবর বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভায় নতুন বোর্ড প্রশাসন তৈরি হয় ৷ যেখানে বোর্ড সচিব পদে আবারও র্নির্বাচিত হন জয় শাহ ৷ আর দায়িত্ব হাতে নিয়েই তিনি জানিয়ে দেন, আগামী বছরের এশিয়া কাপ পাকিস্তানে নয় হবে নিরপেক্ষ কেন্দ্রে ৷ আর তাঁর এই মন্তব্যের পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে তীব্র প্রতিবাদ জানানো হয় ৷

এমনটাও শোনা যায় পিসিবি (PCB) চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raja) অস্ট্রেলিয়ায় টি20 বিশ্বকাপ চলাকালীন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলিকে নিয়ে মেলবোর্নে বৈঠকও ডেকেছেন ৷ যে বৈঠকে ভারতীয় বোর্ড সচিব তথা এসিসি সভাপতি জয় শাহ’র বক্তব্য নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন ৷ আর সেখানে পাকিস্তানের কথা শোনা না হলে, এসিসি (ACC) থেকে পাকিস্তান নিজের সদস্য পদ প্রত্যাহার করে নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান ৷ আর এবার বিসিসিআই সভাপতি এশিয়া কাপে অংশ নেওয়ার বিষয়টি ছাড়লেন মোদি সরকারে উপরেই ।

চেন্নাই, 5 নভেম্বর: 2023 সালের এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে কিনা তা বিসিসিআই (BCCI)-এর হাতে নেই ৷ এ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারত সরকার (Centre will Decide Whether Indian Team Go to Pakistan) ৷ এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি রজার বিনি ৷ প্রসঙ্গত, আসন্ন 2023 এশিয়া কাপ (Asia Cup 2023) এবং 2025 সালের আইসিসি চ্যাম্পিয়নশিপ আয়োজন করার কথা রয়েছে পাকিস্তানের ৷ সে নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে বিসিসিআই সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ’র (Jay Shah) মন্তব্যে ৷

এবার এশিয়া কাপ পাকিস্তানে হলে, ভারতীয় দল সেখানে যাবে কিনা, তা নিয়ে বিসিসিআই সিদ্ধান্ত নেবে না বলে জানিয়ে দিলেন বোর্ড সভাপতি ৷ বিনি বলেন, ‘‘ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট দ্বৈরথ খেলাধূলার জগতে সবচেয়ে আকর্ষণীয় বিষয় ৷ কিন্তু, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে কিনা তা বিসিসিআই এর হাতে নেই ৷ এ নিয়ে যা করার সরকারের তরফে করা হবে ৷’’ প্রসঙ্গত, চেন্নাইতে একটি সাংবাদিক বৈঠকে রজার বিনিকে এশিয়া কাপে ভারতের অংশ নেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি একথা জানান ৷

আরও পড়ুন: সৌরভকে বেআইনি ভাবে কেন বিসিসিআই সভাপতি পদ থেকে অপসারণ, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

প্রসঙ্গত, গত 18 অক্টোবর বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভায় নতুন বোর্ড প্রশাসন তৈরি হয় ৷ যেখানে বোর্ড সচিব পদে আবারও র্নির্বাচিত হন জয় শাহ ৷ আর দায়িত্ব হাতে নিয়েই তিনি জানিয়ে দেন, আগামী বছরের এশিয়া কাপ পাকিস্তানে নয় হবে নিরপেক্ষ কেন্দ্রে ৷ আর তাঁর এই মন্তব্যের পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে তীব্র প্রতিবাদ জানানো হয় ৷

এমনটাও শোনা যায় পিসিবি (PCB) চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raja) অস্ট্রেলিয়ায় টি20 বিশ্বকাপ চলাকালীন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলিকে নিয়ে মেলবোর্নে বৈঠকও ডেকেছেন ৷ যে বৈঠকে ভারতীয় বোর্ড সচিব তথা এসিসি সভাপতি জয় শাহ’র বক্তব্য নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন ৷ আর সেখানে পাকিস্তানের কথা শোনা না হলে, এসিসি (ACC) থেকে পাকিস্তান নিজের সদস্য পদ প্রত্যাহার করে নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান ৷ আর এবার বিসিসিআই সভাপতি এশিয়া কাপে অংশ নেওয়ার বিষয়টি ছাড়লেন মোদি সরকারে উপরেই ।

Last Updated : Nov 5, 2022, 9:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.