ETV Bharat / sports

New Zealand WC Squad: ক্রিকেটাদের নাম জানাচ্ছেন প্রিয়জনরা, অভিনব পন্থায় বিশ্বকাপের দল ঘোষণা কিউয়ি বোর্ডের - ICC World Cup

New Zealand Cricket Announces World Cup Squad: বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার এক নতুন পন্থা ৷ নিউজিল্যান্ড ক্রিকেট দল ঘোষণা করল খেলোয়াড়দের প্রিয়জনরা ৷ উদ্দেশ্য টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের উজ্জীবিত করা ৷

Image Courtesy: Black Caps Twitter/x
Image Courtesy: Black Caps Twitter/x
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 7:08 PM IST

ওয়েলিংটন, 11 সেপ্টেম্বর: আইসিসি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ব্ল্যাক ক্যাপস ক্রিকেট বোর্ড ৷ তবে, তার ভঙ্গিমা একেবারে অনন্য ৷ কিউয়ি ক্রিকেটাদের এক নম্বর অনুরাগীদের মাধ্যমে বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ৷ প্রত্যেক ক্রিকেটারের পরিবারের সদস্যরা তাঁদের প্রিয়জনের নাম ঘোষণা করলেন ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ৷

আজ বিশ্বকাপের জন্য 15 জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ৷ তাও একেবারে ‘হটকে’ ৷ ক্রিকেটারদের স্ত্রী, সন্তান, বাবা-মায়েরা তাঁদের প্রিয়জনের নাম ঘোষণা করলেন ৷ সেই সঙ্গে ক্রিকেটারদের ওয়ান-ডে অভিষেকের নম্বর উল্লেখ করেন পরিবারের সদস্যরা ৷ যেমন অধিনায়ক কেন উইলিয়ামসনের নাম ঘোষণা করলেন তাঁর স্ত্রী এবং কন্যা ৷ ট্রেন বোল্টের নাম ঘোষণা করেন তাঁর ছোট্ট ছেলে ৷ তেমনি ভারতীয় বংশোদ্ভুত কিউয়ি স্পিনার রাচিন রবীন্দ্রর নাম ঘোষণা করলেন তাঁর বাগদত্তা, বাবা-মা এবং বোন ৷

মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মিচ স্যান্টনার এবং ইশ সোধির নাম ঘোষণা করেন এঁদের স্ত্রীরা ৷ ড্যারেল মিচেল এবং টিম সাউদির নাম নেন তাঁর দুই মেয়ে ৷ জিমি নিশামের নাম ঘোষণা করেন তাঁর ঠাকুমা ৷ আর উইল ইয়ংয়ের নাম জানান তাঁর মা ৷

আরও পড়ুন: বুমরাকে বাবা হওয়ার অভিনন্দন জানিয়ে উপহার, অভিনব সৌজন্য পাক পেসারের

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের স্কোয়াড ঘোষণা এই অভিনব কায়দা অভিভূত করেছে ক্রিকেটপ্রেমীদের ৷ আর এর মূল উদ্দেশ্য, বিশ্বকাপের আগে কিউয়ি ক্রিকেটারদের উজীবিত করা ৷ প্রিয়জনদের থেকে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার বার্তা পেলে ক্রিকেটারদের মনোবল বাড়বে বলে মনে করছে বোর্ড ৷

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল- কেন উইলিয়ামস (অধিনায়ক), টম ল্যাথাম (সহ-অধিনায়ক ও উইকেট-কিপার), ট্রেন বোল্ট, মার্ক চ্যাম্পম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি এবং উইল ইয়ং ৷

ওয়েলিংটন, 11 সেপ্টেম্বর: আইসিসি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ব্ল্যাক ক্যাপস ক্রিকেট বোর্ড ৷ তবে, তার ভঙ্গিমা একেবারে অনন্য ৷ কিউয়ি ক্রিকেটাদের এক নম্বর অনুরাগীদের মাধ্যমে বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ৷ প্রত্যেক ক্রিকেটারের পরিবারের সদস্যরা তাঁদের প্রিয়জনের নাম ঘোষণা করলেন ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ৷

আজ বিশ্বকাপের জন্য 15 জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ৷ তাও একেবারে ‘হটকে’ ৷ ক্রিকেটারদের স্ত্রী, সন্তান, বাবা-মায়েরা তাঁদের প্রিয়জনের নাম ঘোষণা করলেন ৷ সেই সঙ্গে ক্রিকেটারদের ওয়ান-ডে অভিষেকের নম্বর উল্লেখ করেন পরিবারের সদস্যরা ৷ যেমন অধিনায়ক কেন উইলিয়ামসনের নাম ঘোষণা করলেন তাঁর স্ত্রী এবং কন্যা ৷ ট্রেন বোল্টের নাম ঘোষণা করেন তাঁর ছোট্ট ছেলে ৷ তেমনি ভারতীয় বংশোদ্ভুত কিউয়ি স্পিনার রাচিন রবীন্দ্রর নাম ঘোষণা করলেন তাঁর বাগদত্তা, বাবা-মা এবং বোন ৷

মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মিচ স্যান্টনার এবং ইশ সোধির নাম ঘোষণা করেন এঁদের স্ত্রীরা ৷ ড্যারেল মিচেল এবং টিম সাউদির নাম নেন তাঁর দুই মেয়ে ৷ জিমি নিশামের নাম ঘোষণা করেন তাঁর ঠাকুমা ৷ আর উইল ইয়ংয়ের নাম জানান তাঁর মা ৷

আরও পড়ুন: বুমরাকে বাবা হওয়ার অভিনন্দন জানিয়ে উপহার, অভিনব সৌজন্য পাক পেসারের

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের স্কোয়াড ঘোষণা এই অভিনব কায়দা অভিভূত করেছে ক্রিকেটপ্রেমীদের ৷ আর এর মূল উদ্দেশ্য, বিশ্বকাপের আগে কিউয়ি ক্রিকেটারদের উজীবিত করা ৷ প্রিয়জনদের থেকে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার বার্তা পেলে ক্রিকেটারদের মনোবল বাড়বে বলে মনে করছে বোর্ড ৷

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল- কেন উইলিয়ামস (অধিনায়ক), টম ল্যাথাম (সহ-অধিনায়ক ও উইকেট-কিপার), ট্রেন বোল্ট, মার্ক চ্যাম্পম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি এবং উইল ইয়ং ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.