মুম্বই, 29 মে : 2021 টি-20 বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ভারতের কাঁধে ৷ কিন্তু ভারতে করোনা পরিস্থিতি বাধ সেধেছে ৷ নিঃসন্দেহে বর্তমান পরিস্থিতিতে দেশে বিশ্বকাপের মতো বড় ইভেন্ট আয়োজন করা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে ৷ বিশ্বকাপ আয়োজনের জন্য দেশের 9টি শহরের চিন্তাভাবনা করে রেখেছিল বিসিসিআই ৷ পরিবর্ত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে হয়তো সরে আসতে হচ্ছে বিসিসিআইকে ৷ অন্তত আজ বিসিসিআইয়ের এজিএমে এই সম্ভাবনাই উঠে এসেছে ৷
বছরের শুরুর দিকেই টি-20 বিশ্বকাপের জন্য দেশের 9টি শহরকে বাছা হয় ৷ সেগুলি হল দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, আমেদাবাদ, ব্যাঙ্গালুরু, ধর্মশালা, হায়দরাবাদ ও লখনউ ৷ এই 9টি শহরেই বিশ্বের 16টি দেশের খেলার কথা ছিল ৷
বর্তমান পরিস্থিতিতে বিসিসিআই অপেক্ষা করার পক্ষপাতি ৷ বিশ্বকাপের সময় ভারতে করোনা পরিস্থিতি ও ক্রিকেটারদের ভ্যাকসিনেশনের বিষয় ও বায়ো বাবল পরিস্থিতি পুরো খতিয়ে দেখেই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে ৷ এছাড়া বিকল্প ভেনু হিসেবে আরব আমিরশাহিকেও তৈরি রাখা হচ্ছে ৷
আরও পড়ুন : মাঠে গালিগালাজ তামিমের, বাংলাদেশীদের আচরণের সমালোচনা
হয়ত এখনই বলে দেওয়া যায় ভারতে বিসিসিআই টি-20 বিশ্বকাপ আয়োজন করতে চাইলে তাঁদের 9 শহর 16 টিমের ফর্মুলা থেকে সরে আসতেই হবে ৷ তবে পরিবর্ত পরিস্থিতিতে বিসিসিআই আরব আমিরশাহির মতো পরিস্থিতি তৈরি করতে পরে ৷ সেক্ষেত্রে বিসিসিআইকে এমন শহর নির্বাচন করতে হবে যেখানে একাধিক গ্রাউন্ড ও হোটেল আছে ৷ যেখানে ক্রিকেটাররা পৌঁছে বাবলে প্রবেশ করবে ও টুর্নামেন্ট শেষ করে বাবল থেকে বেরিয়ে আসবে ৷ এক জায়গা থেকে অন্যত্র ভ্রমণ করতে হবে না ৷