ETV Bharat / sports

টেস্টে থাকলেও ম্যান্ডেলার দেশে সাদা বলের সিরিজে নেই রোহিত-বিরাট, ঘোষিত স্কোয়াড - সাদা বলের সিরিজে নেই রোহিত বিরাট

India's Tour of SA: প্রোটিয়া সফরে সাদা বলের সিরিজে নেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি ৷ তবে টেস্ট সিরিজ খেলবেন দুই তারকাই ৷ আগামী 10 ডিসেম্বর তিন ম্যাচের টি-20 সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে অভিযান শুরু করবে ভারতীয় দল ৷ পরবর্তীতে তিন ম্যাচের ওডিআই ও দু'ম্যাচের টেস্ট সিরিজ সে দেশে খেলবে টিম ইন্ডিয়া ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 8:22 PM IST

Updated : Dec 1, 2023, 9:29 AM IST

মুম্বই, 30 নভেম্বর: কোচ হিসেবে রাহুল দ্রাবিড় ও অন্য়ান্য কোচিং স্টাফেদের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণের বিষয়টি বুধবারই ঘোষণা করেছিল বিসিসিআই ৷ আর বৃহস্পতিবার সন্ধেয় আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের তিন ফরম্যাটের সিরিজের জন্যই স্কোয়াড ঘোষিত হল বোর্ডের তরফে ৷ 26 ডিসেম্বর থেকে শুরু হতে চলা লাল বলের ক্রিকেটে খেললেও প্রোটিয়া সফরে সাদা বলের সিরিজে নেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি ৷

সেক্ষেত্রে নেলসন ম্যান্ডেলার দেশে টি-20 সিরিজে নেতৃত্বের ব্য়াটন থাকছে সূর্যকুমারের যাদবের কাঁধেই ৷ যিনি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও চলতি টি-20 সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন ৷ পরবর্তীতে ওয়ান-ডে সিরিজে অধিনায়কত্ব করবেন কেএল রাহুল ৷ আগামী 26 ডিসেম্বর বক্সিং-ডে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হচ্ছে লাল বলের সিরিজ ৷ দু'ম্যাচের সেই সিরিজে বাইশ গজে প্রত্যাবর্তন হচ্ছে অধিনায়ক রোহিত শর্মার ৷ বিশ্বকাপ ফাইনালে হারের পর দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজই হবে অধিনায়ক হিসেবে 'হিটম্যান'-এর প্রথম অ্যাসাইনমেন্ট ৷ সাদা বলে রোহিত এবং বিরাটের অনুপস্থিতির কারণও এদিন জানিয়েছে বিসিসিআই ৷

বোর্ডের তরফে জানানো হয়েছে, রোহিত এবং বিরাট দু'জনেই প্রোটিয়া সফরে সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্রাম চেয়েছেন ৷ তাঁদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে দুই তারকাকে সাদা বলের ফরম্যাটে বিশ্রামে রাখা হয়েছে ৷ পাশাপাশি ওডিআই সিরিজে না-থাকলেও একইভাবে টেস্ট সিরিজে দলে রাখা হয়েছে বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা স্পিডস্টার মহম্মদ শামিকে ৷ তবে উত্তরপ্রদেশের পেসার আপাতত চিকিৎসার মধ্যে রয়েছেন ৷ তাই টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে কি না, সেটা তাঁর ফিটনেসের উপর নির্ভর করবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে ৷

আগামী 10 ডিসেম্বর তিন ম্যাচের টি-20 সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে অভিযান শুরু করবে ভারতীয় দল ৷ পরবর্তীতে তিন ম্যাচের ওডিআই ও দু'ম্যাচের টেস্ট সিরিজ সে দেশে খেলবে বিশ্বকাপের রানার্সরা ৷

একনজরে প্রোটিয়া সফরে টি-20 স্কোয়াড:

  • India’s squad for 3 T20Is: Yashasvi Jaiswal, Shubman Gill, Ruturaj Gaikwad, Tilak Varma, Suryakumar Yadav (C), Rinku Singh, Shreyas Iyer, Ishan Kishan (wk), Jitesh Sharma (wk), Ravindra Jadeja (VC), Washington Sundar, Ravi Bishnoi, Kuldeep Yadav, Arshdeep Singh, Mohd. Siraj,…

    — BCCI (@BCCI) November 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একনজরে প্রোটিয়া সফরে ওডিআই স্কোয়াড:

  • India’s squad for 3 ODIs: Ruturaj Gaikwad, Sai Sudharsan, Tilak Varma, Rajat Patidar, Rinku Singh, Shreyas Iyer, KL Rahul (C)(wk), Sanju Samson (wk), Axar Patel, Washington Sundar, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Mukesh Kumar, Avesh Khan, Arshdeep Singh, Deepak Chahar.#SAvIND

    — BCCI (@BCCI) November 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একনজরে প্রোটিয়া সফরে টেস্ট স্কোয়াড:

  • India’s squad for 2 Tests: Rohit Sharma (C), Shubman Gill, Yashasvi Jaiswal, Virat Kohli, Shreyas Iyer, Ruturaj Gaikwad, Ishan Kishan (wk), KL Rahul (wk), Ravichandran Ashwin, Ravindra Jadeja, Shardul Thakur, Mohd. Siraj, Mukesh Kumar, Mohd. Shami*, Jasprit Bumrah (VC), Prasidh…

    — BCCI (@BCCI) November 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

  1. টি20 বিশ্বকাপে প্রথমবার উগান্ডা, যোগ্যতা অর্জনে ব্যর্থ জিম্বাবোয়ে
  2. দ্রাবিড়েই আস্থা! রাহুল-সহ কোচিং স্টাফেদের সঙ্গে চুক্তি নবীকরণ বোর্ডের
  3. 'ম্যাক্স' ঝড়ে তীরে এসে তরী ডুবল ভারতের, সিরিজে ব্যবধান কমাল অজিরা

মুম্বই, 30 নভেম্বর: কোচ হিসেবে রাহুল দ্রাবিড় ও অন্য়ান্য কোচিং স্টাফেদের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণের বিষয়টি বুধবারই ঘোষণা করেছিল বিসিসিআই ৷ আর বৃহস্পতিবার সন্ধেয় আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের তিন ফরম্যাটের সিরিজের জন্যই স্কোয়াড ঘোষিত হল বোর্ডের তরফে ৷ 26 ডিসেম্বর থেকে শুরু হতে চলা লাল বলের ক্রিকেটে খেললেও প্রোটিয়া সফরে সাদা বলের সিরিজে নেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি ৷

সেক্ষেত্রে নেলসন ম্যান্ডেলার দেশে টি-20 সিরিজে নেতৃত্বের ব্য়াটন থাকছে সূর্যকুমারের যাদবের কাঁধেই ৷ যিনি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও চলতি টি-20 সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন ৷ পরবর্তীতে ওয়ান-ডে সিরিজে অধিনায়কত্ব করবেন কেএল রাহুল ৷ আগামী 26 ডিসেম্বর বক্সিং-ডে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হচ্ছে লাল বলের সিরিজ ৷ দু'ম্যাচের সেই সিরিজে বাইশ গজে প্রত্যাবর্তন হচ্ছে অধিনায়ক রোহিত শর্মার ৷ বিশ্বকাপ ফাইনালে হারের পর দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজই হবে অধিনায়ক হিসেবে 'হিটম্যান'-এর প্রথম অ্যাসাইনমেন্ট ৷ সাদা বলে রোহিত এবং বিরাটের অনুপস্থিতির কারণও এদিন জানিয়েছে বিসিসিআই ৷

বোর্ডের তরফে জানানো হয়েছে, রোহিত এবং বিরাট দু'জনেই প্রোটিয়া সফরে সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্রাম চেয়েছেন ৷ তাঁদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে দুই তারকাকে সাদা বলের ফরম্যাটে বিশ্রামে রাখা হয়েছে ৷ পাশাপাশি ওডিআই সিরিজে না-থাকলেও একইভাবে টেস্ট সিরিজে দলে রাখা হয়েছে বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা স্পিডস্টার মহম্মদ শামিকে ৷ তবে উত্তরপ্রদেশের পেসার আপাতত চিকিৎসার মধ্যে রয়েছেন ৷ তাই টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে কি না, সেটা তাঁর ফিটনেসের উপর নির্ভর করবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে ৷

আগামী 10 ডিসেম্বর তিন ম্যাচের টি-20 সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে অভিযান শুরু করবে ভারতীয় দল ৷ পরবর্তীতে তিন ম্যাচের ওডিআই ও দু'ম্যাচের টেস্ট সিরিজ সে দেশে খেলবে বিশ্বকাপের রানার্সরা ৷

একনজরে প্রোটিয়া সফরে টি-20 স্কোয়াড:

  • India’s squad for 3 T20Is: Yashasvi Jaiswal, Shubman Gill, Ruturaj Gaikwad, Tilak Varma, Suryakumar Yadav (C), Rinku Singh, Shreyas Iyer, Ishan Kishan (wk), Jitesh Sharma (wk), Ravindra Jadeja (VC), Washington Sundar, Ravi Bishnoi, Kuldeep Yadav, Arshdeep Singh, Mohd. Siraj,…

    — BCCI (@BCCI) November 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একনজরে প্রোটিয়া সফরে ওডিআই স্কোয়াড:

  • India’s squad for 3 ODIs: Ruturaj Gaikwad, Sai Sudharsan, Tilak Varma, Rajat Patidar, Rinku Singh, Shreyas Iyer, KL Rahul (C)(wk), Sanju Samson (wk), Axar Patel, Washington Sundar, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Mukesh Kumar, Avesh Khan, Arshdeep Singh, Deepak Chahar.#SAvIND

    — BCCI (@BCCI) November 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একনজরে প্রোটিয়া সফরে টেস্ট স্কোয়াড:

  • India’s squad for 2 Tests: Rohit Sharma (C), Shubman Gill, Yashasvi Jaiswal, Virat Kohli, Shreyas Iyer, Ruturaj Gaikwad, Ishan Kishan (wk), KL Rahul (wk), Ravichandran Ashwin, Ravindra Jadeja, Shardul Thakur, Mohd. Siraj, Mukesh Kumar, Mohd. Shami*, Jasprit Bumrah (VC), Prasidh…

    — BCCI (@BCCI) November 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

  1. টি20 বিশ্বকাপে প্রথমবার উগান্ডা, যোগ্যতা অর্জনে ব্যর্থ জিম্বাবোয়ে
  2. দ্রাবিড়েই আস্থা! রাহুল-সহ কোচিং স্টাফেদের সঙ্গে চুক্তি নবীকরণ বোর্ডের
  3. 'ম্যাক্স' ঝড়ে তীরে এসে তরী ডুবল ভারতের, সিরিজে ব্যবধান কমাল অজিরা
Last Updated : Dec 1, 2023, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.