ETV Bharat / sports

India T20 Squad vs SA : রোহিত-কোহলির অনুপস্থিতিতে স্কোয়াডে কার্তিক, কুড়ি-বিশে প্রোটিয়াদের বিরুদ্ধে নেতৃত্বে রাহুল

author img

By

Published : May 22, 2022, 6:09 PM IST

Updated : May 22, 2022, 6:45 PM IST

চোট সারিয়ে চলতি আইপিএলে নবাগত গুজরাত টাইটান্সকে দুরন্ত নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়া ফিরলেন জাতীয় দলে ৷ 18-সদস্যের স্কোয়াড ঘোষণায় সবচেয়ে বড় চমক যদিও অন্য ৷ তিনবছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন অভিজ্ঞ দীনেশ কার্তিক (Hardik Pandya and Dinesh Karthik come back to the Indian squad) ৷

India T20 Squad vs SA
রাহুলের নেতৃত্বে প্রোটিয়াদের বিরুদ্ধে কুড়ি বিশের দল ঘোষণা ভারতের

মুম্বই, 22 মে : সম্ভাবনায় সিলমোহর দিয়ে সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI announces India squad for T20 series against SA) ৷ চোট সারিয়ে চলতি আইপিএলে নবাগত গুজরাত টাইটান্সকে দুরন্ত নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়া ফিরলেন জাতীয় দলে ৷ 18-সদস্যের স্কোয়াড ঘোষণায় সবচেয়ে বড় চমক যদিও অন্য ৷ তিনবছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন অভিজ্ঞ দীনেশ কার্তিক (Hardik Pandya and Dinesh Karthik come back to the Indian squad) ৷

ধারাবাহিক ক্রিকেটে মানসিকভাবে ক্লান্ত বিরাট কোহলি-সহ অন্যান্য সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই যে নির্বাচকরা দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা করবেন, সেটা একপ্রকার নিশ্চিতই ছিল ৷ এদিন দলঘোষণা হওয়ার পর দেখা যায় বিরাট, রোহিতের পাশাপাশি বোলিং বিভাগের দুই গুরুত্বপূর্ণ সদস্য মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাকেও বিশ্রামে পাঠানো হয়েছে ৷ হার্দিক-কার্তিকের প্রত্যাবর্তনের দিনে জাতীয় দলে প্রথমবারের জন্য ডাক পেলেন পঞ্জাব তনয় অর্শদীপ সিং এবং গতিতে সাড়া জাগানো সানরাইজার্স পেসার উমরান মালিক ৷

সিনিয়রদের অনুপস্থিতিতে তারুণ্য নির্ভর স্কোয়াডে আইপিএলে পারফরম্যান্স যে দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগের অন্যতম মাপকাঠি ছিল, তা স্কোয়াড ঘোষণাতেই স্পষ্ট ৷ দল বদলে অনবদ্য দীনেশ কার্তিক, উমরান মালিক, অর্শদীপ সিংদের সুযোগ আইপিএলে দুরন্ত পারফরম্যান্সেরই প্রতিচ্ছবি ৷ প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20 সিরিজে রাহুলের ডেপুটির দায়িত্ব সামলাবেন ঋষভ পন্থ ৷

T20I Squad - KL Rahul (Capt), Ruturaj Gaikwad, Ishan Kishan, Deepak Hooda, Shreyas Iyer, Rishabh Pant(VC) (wk),Dinesh Karthik (wk), Hardik Pandya, Venkatesh Iyer, Y Chahal, Kuldeep Yadav, Axar Patel, R Bishnoi, Bhuvneshwar, Harshal Patel, Avesh Khan, Arshdeep Singh, Umran Malik

— BCCI (@BCCI) May 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • একনজরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘোষিত টি-20 স্কোয়াড :

কেএল রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং, আবেশ খান এবং উমরান মালিক ৷

মুম্বই, 22 মে : সম্ভাবনায় সিলমোহর দিয়ে সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI announces India squad for T20 series against SA) ৷ চোট সারিয়ে চলতি আইপিএলে নবাগত গুজরাত টাইটান্সকে দুরন্ত নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়া ফিরলেন জাতীয় দলে ৷ 18-সদস্যের স্কোয়াড ঘোষণায় সবচেয়ে বড় চমক যদিও অন্য ৷ তিনবছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন অভিজ্ঞ দীনেশ কার্তিক (Hardik Pandya and Dinesh Karthik come back to the Indian squad) ৷

ধারাবাহিক ক্রিকেটে মানসিকভাবে ক্লান্ত বিরাট কোহলি-সহ অন্যান্য সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই যে নির্বাচকরা দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা করবেন, সেটা একপ্রকার নিশ্চিতই ছিল ৷ এদিন দলঘোষণা হওয়ার পর দেখা যায় বিরাট, রোহিতের পাশাপাশি বোলিং বিভাগের দুই গুরুত্বপূর্ণ সদস্য মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাকেও বিশ্রামে পাঠানো হয়েছে ৷ হার্দিক-কার্তিকের প্রত্যাবর্তনের দিনে জাতীয় দলে প্রথমবারের জন্য ডাক পেলেন পঞ্জাব তনয় অর্শদীপ সিং এবং গতিতে সাড়া জাগানো সানরাইজার্স পেসার উমরান মালিক ৷

সিনিয়রদের অনুপস্থিতিতে তারুণ্য নির্ভর স্কোয়াডে আইপিএলে পারফরম্যান্স যে দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগের অন্যতম মাপকাঠি ছিল, তা স্কোয়াড ঘোষণাতেই স্পষ্ট ৷ দল বদলে অনবদ্য দীনেশ কার্তিক, উমরান মালিক, অর্শদীপ সিংদের সুযোগ আইপিএলে দুরন্ত পারফরম্যান্সেরই প্রতিচ্ছবি ৷ প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20 সিরিজে রাহুলের ডেপুটির দায়িত্ব সামলাবেন ঋষভ পন্থ ৷

  • T20I Squad - KL Rahul (Capt), Ruturaj Gaikwad, Ishan Kishan, Deepak Hooda, Shreyas Iyer, Rishabh Pant(VC) (wk),Dinesh Karthik (wk), Hardik Pandya, Venkatesh Iyer, Y Chahal, Kuldeep Yadav, Axar Patel, R Bishnoi, Bhuvneshwar, Harshal Patel, Avesh Khan, Arshdeep Singh, Umran Malik

    — BCCI (@BCCI) May 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • একনজরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘোষিত টি-20 স্কোয়াড :

কেএল রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং, আবেশ খান এবং উমরান মালিক ৷

Last Updated : May 22, 2022, 6:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.