কলকাতা, 28 অক্টোবর: এই ক্রিকেট মরশুমের প্রথম ম্যাচ, তাও আবার বিশ্বকাপে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ৷ আর প্রথম ম্যাচেই নিজের চরিত্র দেখিয়ে দিল ইডেন গার্ডেন্সের পিচ ৷ খালি চোখে ব্যাটিং সহায়ক পিচ মনে হওয়া ইডেনে 50 ওভারে 229 রানে শেষ হল ডাচদের ইনিংস ৷ নেদারল্যান্ডসকে শেষ বলে অলআউট করলেন শাকিবরা ৷ মেঘলা আবহাওয়ায় ইডেনের ফ্রেশ উইকেটে বড় শট খেলা কঠিন হল স্কট এডওয়ার্ডস (68 রান)-দের পক্ষে ৷ তার উপর বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিং কাজটা আরও কঠিন করল ৷ শরিফুল, তাসকিন এবং মুস্তাফিজুর, তিন পেসারই 2টি করে উইকেট নিয়েছেন ৷
এ দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক ৷ শুরুতে সবাই ভেবেছিল, ইডেনের শক্ত পিচে আগে ব্যাটিং করে বড় রান করা সহজ হবে ৷ কিন্তু, মরশুমের প্রথম ম্যাচে ইডেনের পিচ বুঝতে সকলেই ব্যর্থ ৷ বাংলাদেশ বোলাররা এই পিচে দাপিয়ে বেড়ালেন ৷ শুরুতেই দুই ডাচ ওপেনারকে তুলে নেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম ৷ বাংলাদেশের এই দুই পেসার 2টি করে উইকেট নিয়েছেন ৷ এর পর তৃতীয় উইকেটে একটি পার্টনারশিপ হলেও, ওয়েসলি বারেসি আউট হতেই ধস নামে নেদারল্যান্ডসের মিডল-অর্ডারে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
এ দিন নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ 68 রান করেছেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৷ এছাড়া অ্যাঙ্গেলব্রেখট 35 রান করেন ৷ কিন্তু, কেউই দ্রুত রান তুলতে পারেননি ৷ তবে, শেষ 5 ওভারে কিছুটা দ্রুত রান তোলে ডাচরা ৷ ভ্যান উইক 16 বলে 23 রানের অপরাজিত ইনিংস খেলেন ৷ তাঁর এই ইনিংসের দৌলতে নেদারল্যান্ডস 230 রান তোলে ৷ বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান এবং মেহেদি হাসান 2টি করে উইকেট নিয়েছেন ৷ তবে, এ দিন মুস্তাফিজুরকে অনেক পরে বলে আনেন বাংলাদেশ অধিনায়ক শাকিব-আল হাসান ৷ তাঁকে পাঁচ নম্বর বোলার হিসেবে খেলান শাকিব ৷
আরও পড়ুন: তিলোত্তমায় পা রাখল ‘বাবর অ্যান্ড কোং’, মঙ্গলে প্রতিপক্ষ টাইগাররা
অধিনায়ক শাকিব 10 ওভারে 37 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন ৷ তবে, 231 রান তাড়া করতে নেমে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই বাংলাদেশ ৷ নেদারল্যান্ডসের বোলারদের সামনে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপে বাংলা টাইগাররা ৷ 7 ওভার শেষে বাংলাদেশ 2 উইকেট হারিয়ে 19 রান তুলেছে ৷