ETV Bharat / sports

IND vs WI 2nd ODI: ব্যাট হাতে নায়ক অক্ষর-শ্রেয়স, থ্রিলার জয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ ভারতের

সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র দু'বল বাকি থাকতে 311 রান তাড়া করে দুই উইকেটে জিতল শিখর ধাওয়ান অ্যান্ড কোম্পানি । টি-টোয়েন্টির মেজাজে 35 বলে মারকাটারি 64 রানের ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক অলরাউন্ডার অক্ষর প্যাটেল । এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরতে সাহারা দিল শ্রেয়স, সঞ্জুর অর্ধশতরানও (Axar-Iyer help Team India secure thrilling two-wicket win over WI in second ODI) ।

IND vs WI 2nd ODI
থ্রিলার জয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ ভারতের
author img

By

Published : Jul 25, 2022, 8:05 AM IST

Updated : Jul 25, 2022, 8:16 AM IST

পোর্ট অফ স্পেন, 25 জুলাই: প্রথম ম্যাচের মতোই পোর্ট অফ স্পেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচেরও যবনিকা পতন হল রুদ্ধশ্বাস ভাবে। প্রথম ম্যাচে তিনশোর অধিক রান তুলেও মাত্র 3 রানে জেতা 'মেন ইন ব্লু' রবিবার জিতল রান তাড়া করে । মাত্র দু'বল বাকি থাকতে 311 রান তাড়া করে দুই উইকেটে জিতল শিখর ধাওয়ান অ্যান্ড কোম্পানি । টি-টোয়েন্টির মেজাজে 35 বলে মারকাটারি 64 রানের ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক অলরাউন্ডার অক্ষর প্যাটেল । এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরতে সাহারা দিল শ্রেয়স, সঞ্জুর অর্ধশতরানও (Axar-Iyer help Team India secure thrilling two-wicket win over WI in second ODI) ।

যদিও ম্যাচের প্রথমার্ধে এদিন গত ম্যাচের মতোই ছন্দহীন ছিলেন শার্দূল-চাহালরা । ওডিআই আত্মপ্রকাশ হয়তো দ্রুত ভুলতে চাইবেন তরুণ স্পিডস্টার আবেশ খান । মাত্র 6 ওভার বল করে 54 রান খরচ করলেন ইন্দোর পেসার । আর ভারতীয় বোলারদের ছন্দহীনতার পুরোপুরি ফায়দা তুলে এদিন দলকে বড় রানে পৌঁছে দেন সাই হোপ, নিকোলাস পুরান-রা । সিরাজদের উপর আগাগোড়া চাপ বজায় রেখে 13তম ওডিআই শতরান এদিন পূর্ণ করেন ক্যারিবিয়ান ওপেনিং ব্যাটার । দলকে তিনশোর গণ্ডি ছুঁইয়ে 115 রানে আউট হন তিনি । 74 রানের ইনিংস খেলে মিডল অর্ডারে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক পুরান ।

ভারতীয় বোলারদের মধ্যে উজ্জ্বল অক্ষর প্যাটেল 9 ওভারে 40 রান খরচ করে 1টি উইকেট নেন । তিনটি উইকেট পেলেও যথেচ্ছ রান খরচ করেন শার্দূল । নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 311 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ । জবাবে এদিন চওড়া হয়নি ধাওয়ানের ব্যাট । মাত্র 13 রানে রোমারিও শেফার্ডের শিকার হন ভারত অধিনায়ক । ক্রিজে থিতু হয়েও অর্ধশতরান ফেলে আসেন আরেক ওপেনার শুভমান গিল (43) । 79 রানে 3 উইকেট হারানো দলকে টেনে তোলেন শ্রেয়স-সঞ্জু জুটি । চতুর্থ উইকেটে 99 রানের জুটি জয়ের সরণিতে ফেরায় সফরকারী দলকে ।

আরও পড়ুন: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ বলে জয় ভারতের, 3 রানের জয়ে ম্যাচের সেরা শিখর

71 বলে 63 রানের ইনিংস খেলেন শ্রেয়স । 51 বলে ঝোড়ো 54 রান করে আউট হন স্টাম্পার-ব্যাটার সঞ্জু । যদিও এরপরেও সংশয় কাটেনি ভারতের । শেষবেলায় অক্ষর প্যাটেলের মারকাটারি ব্যাটে সিরিজ জয় নিশ্চিত হয় ভারতের । 3টি চার, 5টি ছয়ে 35 বলে 64 রানের অপরাজিত ইনিংস খেলে থ্রিলার জয় এনে দেন অলরাউন্ডার । শেষ বলে জয়ের জন্য 8 রান দরকার ছিল ভারতের । চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন বাঁ-হাতি ব্যাটার । ম্যাচের সেরাও তিনি ।

পোর্ট অফ স্পেন, 25 জুলাই: প্রথম ম্যাচের মতোই পোর্ট অফ স্পেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচেরও যবনিকা পতন হল রুদ্ধশ্বাস ভাবে। প্রথম ম্যাচে তিনশোর অধিক রান তুলেও মাত্র 3 রানে জেতা 'মেন ইন ব্লু' রবিবার জিতল রান তাড়া করে । মাত্র দু'বল বাকি থাকতে 311 রান তাড়া করে দুই উইকেটে জিতল শিখর ধাওয়ান অ্যান্ড কোম্পানি । টি-টোয়েন্টির মেজাজে 35 বলে মারকাটারি 64 রানের ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক অলরাউন্ডার অক্ষর প্যাটেল । এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরতে সাহারা দিল শ্রেয়স, সঞ্জুর অর্ধশতরানও (Axar-Iyer help Team India secure thrilling two-wicket win over WI in second ODI) ।

যদিও ম্যাচের প্রথমার্ধে এদিন গত ম্যাচের মতোই ছন্দহীন ছিলেন শার্দূল-চাহালরা । ওডিআই আত্মপ্রকাশ হয়তো দ্রুত ভুলতে চাইবেন তরুণ স্পিডস্টার আবেশ খান । মাত্র 6 ওভার বল করে 54 রান খরচ করলেন ইন্দোর পেসার । আর ভারতীয় বোলারদের ছন্দহীনতার পুরোপুরি ফায়দা তুলে এদিন দলকে বড় রানে পৌঁছে দেন সাই হোপ, নিকোলাস পুরান-রা । সিরাজদের উপর আগাগোড়া চাপ বজায় রেখে 13তম ওডিআই শতরান এদিন পূর্ণ করেন ক্যারিবিয়ান ওপেনিং ব্যাটার । দলকে তিনশোর গণ্ডি ছুঁইয়ে 115 রানে আউট হন তিনি । 74 রানের ইনিংস খেলে মিডল অর্ডারে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক পুরান ।

ভারতীয় বোলারদের মধ্যে উজ্জ্বল অক্ষর প্যাটেল 9 ওভারে 40 রান খরচ করে 1টি উইকেট নেন । তিনটি উইকেট পেলেও যথেচ্ছ রান খরচ করেন শার্দূল । নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 311 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ । জবাবে এদিন চওড়া হয়নি ধাওয়ানের ব্যাট । মাত্র 13 রানে রোমারিও শেফার্ডের শিকার হন ভারত অধিনায়ক । ক্রিজে থিতু হয়েও অর্ধশতরান ফেলে আসেন আরেক ওপেনার শুভমান গিল (43) । 79 রানে 3 উইকেট হারানো দলকে টেনে তোলেন শ্রেয়স-সঞ্জু জুটি । চতুর্থ উইকেটে 99 রানের জুটি জয়ের সরণিতে ফেরায় সফরকারী দলকে ।

আরও পড়ুন: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ বলে জয় ভারতের, 3 রানের জয়ে ম্যাচের সেরা শিখর

71 বলে 63 রানের ইনিংস খেলেন শ্রেয়স । 51 বলে ঝোড়ো 54 রান করে আউট হন স্টাম্পার-ব্যাটার সঞ্জু । যদিও এরপরেও সংশয় কাটেনি ভারতের । শেষবেলায় অক্ষর প্যাটেলের মারকাটারি ব্যাটে সিরিজ জয় নিশ্চিত হয় ভারতের । 3টি চার, 5টি ছয়ে 35 বলে 64 রানের অপরাজিত ইনিংস খেলে থ্রিলার জয় এনে দেন অলরাউন্ডার । শেষ বলে জয়ের জন্য 8 রান দরকার ছিল ভারতের । চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন বাঁ-হাতি ব্যাটার । ম্যাচের সেরাও তিনি ।

Last Updated : Jul 25, 2022, 8:16 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.