ETV Bharat / sports

Asia Cup 2022: সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কা থেকে আমিরশাহিতে সরছে এশিয়া কাপ - কয়েক মাস ধরেই ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের এক কর্তার দাবি প্রবল আর্থিক সঙ্কটে ভুগতে থাকা শ্রীলঙ্কা প্রতিযোগিতাটি আরবে সরিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে (Sri Lanka is going through huge economic crisis) ৷ এনিয়ে বেশ কয়েকটি বৈঠকও হয়েছে ৷ দু-একদিনের মধ্যে সরকারিভাবে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে ৷

Asia Cup 2022
শ্রীলঙ্কা থেকে আরবে সরছে এশিয়া কাপ
author img

By

Published : Jul 17, 2022, 6:03 PM IST

কলম্বো, 17 জুলাই: শ্রীলঙ্কা থেকে সরতে চলেছে এশিয়া কাপ ৷ আর্থিক সঙ্কটে ভুগতে থাকা দ্বীপরাষ্ট্র থেকে প্রতিযোগিতা সম্ভবত সরছে আরব আমিরশাহিতে ৷ দীর্ঘ আলোচনার পর শেষমেশ প্রতিযোগিতা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে সে দেশের ক্রিকেট বোর্ড (Sri Lankan cricket board is likely to take a final call in a day or two) ৷ সংবাদসংস্থা এএনআই-কে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, তাঁরা প্রতিযোগিতাটি আরবে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন ৷ এ নিয়ে বেশ কয়েকটি বৈঠকও হয়েছে ৷ দু-একদিনের মধ্যে সরকারিভাবে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে ৷

সে দেশে সঙ্কট শুরু হওয়ার পরও আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজন হয়েছিল ৷ সম্প্রতি শ্রীলঙ্কা সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া ৷ দীর্ঘ সফরে টি-টোয়েন্টি থেকে শুরু করে একদিনের ম্যাচ এবং টেস্ট ম্যাচও হয় ৷ 2-1 ফলে টি-টোয়েন্টি সিরিজ জেতে অস্ট্রেলিয়া ৷ 3-2 ফলে একদিনের প্রতিযোগিতা জেতে শ্রীলঙ্কা ৷ আর 1-1 ফলে টেস্ট সিরিজটি ড্র হয় ৷

আরও পড়ুন:ক্যান্ডি ক্রাস খেলে 70টা শতরান আসেনি', বিরাটের পাশে দাঁড়ালেন পাক কিংবদন্তি

গত কয়েক মাস ধরেই ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ৷ খাদ্যদ্রব্য থেকে শুরু করে জ্বালানির সঙ্কট চরম আকার ধারণ করেছে ৷ নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও আকাশ ছুঁয়েছে ৷ আপাতত সমস্ত সরকারি অফিস এবং স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ৷ কিছুদিন আগে থেকেই কৃষিজ পণ্যের উৎপাদন কমে আসে শ্রীলঙ্কায় ৷ বৈদেশিক মুদ্রার পরিমাণও দ্রুত কমতে থাকে ৷ করোনার বাড়বাড়ন্তের সময় আর্থিক পরিস্থিতি আরও খারাপ হয়ে যায ৷ সবমিলিয়ে বেসামাল অবস্থা ৷ এরইমধ্যে রাজনৈতিক পরিস্থিতিও নাটকীয় হয়ে ওঠে ৷ জনরোষে দেশ ছেড়ে চলে যান রাষ্ট্রপতি ৷ পরে প্রধানমন্ত্রীকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয় ৷

কলম্বো, 17 জুলাই: শ্রীলঙ্কা থেকে সরতে চলেছে এশিয়া কাপ ৷ আর্থিক সঙ্কটে ভুগতে থাকা দ্বীপরাষ্ট্র থেকে প্রতিযোগিতা সম্ভবত সরছে আরব আমিরশাহিতে ৷ দীর্ঘ আলোচনার পর শেষমেশ প্রতিযোগিতা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে সে দেশের ক্রিকেট বোর্ড (Sri Lankan cricket board is likely to take a final call in a day or two) ৷ সংবাদসংস্থা এএনআই-কে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, তাঁরা প্রতিযোগিতাটি আরবে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন ৷ এ নিয়ে বেশ কয়েকটি বৈঠকও হয়েছে ৷ দু-একদিনের মধ্যে সরকারিভাবে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে ৷

সে দেশে সঙ্কট শুরু হওয়ার পরও আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজন হয়েছিল ৷ সম্প্রতি শ্রীলঙ্কা সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া ৷ দীর্ঘ সফরে টি-টোয়েন্টি থেকে শুরু করে একদিনের ম্যাচ এবং টেস্ট ম্যাচও হয় ৷ 2-1 ফলে টি-টোয়েন্টি সিরিজ জেতে অস্ট্রেলিয়া ৷ 3-2 ফলে একদিনের প্রতিযোগিতা জেতে শ্রীলঙ্কা ৷ আর 1-1 ফলে টেস্ট সিরিজটি ড্র হয় ৷

আরও পড়ুন:ক্যান্ডি ক্রাস খেলে 70টা শতরান আসেনি', বিরাটের পাশে দাঁড়ালেন পাক কিংবদন্তি

গত কয়েক মাস ধরেই ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ৷ খাদ্যদ্রব্য থেকে শুরু করে জ্বালানির সঙ্কট চরম আকার ধারণ করেছে ৷ নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও আকাশ ছুঁয়েছে ৷ আপাতত সমস্ত সরকারি অফিস এবং স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ৷ কিছুদিন আগে থেকেই কৃষিজ পণ্যের উৎপাদন কমে আসে শ্রীলঙ্কায় ৷ বৈদেশিক মুদ্রার পরিমাণও দ্রুত কমতে থাকে ৷ করোনার বাড়বাড়ন্তের সময় আর্থিক পরিস্থিতি আরও খারাপ হয়ে যায ৷ সবমিলিয়ে বেসামাল অবস্থা ৷ এরইমধ্যে রাজনৈতিক পরিস্থিতিও নাটকীয় হয়ে ওঠে ৷ জনরোষে দেশ ছেড়ে চলে যান রাষ্ট্রপতি ৷ পরে প্রধানমন্ত্রীকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয় ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.