ETV Bharat / sports

দু'বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন নাইট তারকার - কেকেআর

Andre Russell Returns to West Indies Squad After 2 Years: 2021 সালের অক্টোবরে দুবাইয়ে আয়োজিত টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে শেষবার খেলেছিলেন আন্দ্রে রাসেল ৷ আবার দু’বছর পর সেই টি-20 ফরম্যাটেই জাতীয় দলে প্রত্য়াবর্তন নাইট তারকার ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 4:18 PM IST

নয়াদিল্লি, 10 ডিসেম্বর: আগামী বছরের মাঝামাঝি ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত হচ্ছে টি-20 বিশ্বকাপ ৷ তার আগে আবার আইপিএল 17তম সংস্করণ ৷ ঠিক তার আগেই জাতীয় দলে প্রত্যাবর্তন ক্যারিবিয়ান আন্দ্রে রাসেলের ৷ দু’বছর পর ফের একবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলতে দেখা যাবে ড্রে রাসকে ৷ ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের 15 জনের স্কোয়াডে রাখা হয়েছে তাঁকে ৷ উল্লেখ্য, সম্প্রতি আইপিএলের রিটেইন পর্ব হয়েছে ৷ সেখানে রাসেলকে দলে রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ সবমিলিয়ে এ বছরের শেষ এবং আগামী বছর ফের একবার আন্দ্রে রাসেলের জন্য সৌভাগ্য বয়ে আনতে চলেছে ৷

2021 সালে সৌদি আরবে আয়োজিত টি-20 বিশ্বকাপে শেষবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে নেমেছিলেন রাসেল ৷ সেই টুর্নামেন্টে গ্রুপে পাঁচটির মধ্যে 4টিতে হেরেছিল ক্যারিবিয়ানরা ৷ যার পরেই আন্দ্রে রাসেল, সুনীল নারিন-সহ একাধিক সিনিয়র ক্রিকেটারকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয় ৷ মাঝে অস্ট্রেলিয়ায় 2022 সালে আরও একটি বিশ্বকাপের আসর বসে ৷ সেখানেও 15 জনের দলে সুযোগ পাননি রাসেল ৷ তবে, 2024-এর সংস্করণের আগে ফের জাতীয় দলের দরজা খুলে গেল অলরাউন্ডারের ৷

12 ডিসেম্বর থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ রয়েছে ৷ সেই সিরিজে রভম্যান পাওয়েলের নেতৃত্বে 15 জনের দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচক কমিটি ৷ জেসন হোল্ডার, নিকোলাস পুরান এবং কাইল মেয়ার্স টি-20 সিরিজে জাতীয় দলে ফিরেছেন ৷ ওয়ান-ডে সিরিজে তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছিল ৷ উল্লেখ্য, ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজ 2-1 জিতেছে ক্যারিবিয়ানরা ৷ গতকাল শেষ ম্যাচে ডার্ক ওয়ার্থ লুইস নিয়মে 4 উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জেতে শেই হোপের দল ৷

  • Dre Russ is back!

    Having last played for West Indies at the T20 World Cup in 2021, Andre Russell returns for the upcoming T20Is against England 👊 #WIvENG pic.twitter.com/TRgB6A330T

    — ESPNcricinfo (@ESPNcricinfo) December 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওয়েস্ট ইন্ডিজের জাতীয় নির্বাচক ডেসমন্ড হেইনস জানিয়েছেন, এ বছর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের এটি শেষ টি-20 সিরিজ ৷ আর আগামী বছর টি-20 বিশ্বকাপের আয়োজক হিসেবে এই সিরিজ তাদের কাছে যথেষ্ঠ গুরুত্বপূর্ণ ৷ আর রোভম্যান পাওয়েলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের হয়ে রাসেল কেমন পারফরম্যান্স করেন ? সেটাও দেখার ৷ বিশেষত, আইপিএলে যখন ফের একবার কেকেআর তাঁর উপর ভরসা রেখেছে ৷ সেই ভরসা কতটা সঠিক তার একটা ঝলক এই সিরিজে অবশ্যই দেখা যাবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. জোড়া সেঞ্চুরি সুদীপ-অনুষ্টুপের, গুজরাতকে 8 উইকেটে হারিয়ে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টারে বাংলা
  2. জয় হাতছাড়া হরপ্রীতদের! ইংল্যান্ডের কাছে 4 উইকেটে হার, সিরিজ দখল ব্রিটিশদের
  3. পরীক্ষার সামনে 'মেন ইন ব্লু'র তরুণ তুর্কিরা, ডারবান জয়ের 'অঙ্ক কী কঠিন' ভারতের জন্য?

নয়াদিল্লি, 10 ডিসেম্বর: আগামী বছরের মাঝামাঝি ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত হচ্ছে টি-20 বিশ্বকাপ ৷ তার আগে আবার আইপিএল 17তম সংস্করণ ৷ ঠিক তার আগেই জাতীয় দলে প্রত্যাবর্তন ক্যারিবিয়ান আন্দ্রে রাসেলের ৷ দু’বছর পর ফের একবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলতে দেখা যাবে ড্রে রাসকে ৷ ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের 15 জনের স্কোয়াডে রাখা হয়েছে তাঁকে ৷ উল্লেখ্য, সম্প্রতি আইপিএলের রিটেইন পর্ব হয়েছে ৷ সেখানে রাসেলকে দলে রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ সবমিলিয়ে এ বছরের শেষ এবং আগামী বছর ফের একবার আন্দ্রে রাসেলের জন্য সৌভাগ্য বয়ে আনতে চলেছে ৷

2021 সালে সৌদি আরবে আয়োজিত টি-20 বিশ্বকাপে শেষবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে নেমেছিলেন রাসেল ৷ সেই টুর্নামেন্টে গ্রুপে পাঁচটির মধ্যে 4টিতে হেরেছিল ক্যারিবিয়ানরা ৷ যার পরেই আন্দ্রে রাসেল, সুনীল নারিন-সহ একাধিক সিনিয়র ক্রিকেটারকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয় ৷ মাঝে অস্ট্রেলিয়ায় 2022 সালে আরও একটি বিশ্বকাপের আসর বসে ৷ সেখানেও 15 জনের দলে সুযোগ পাননি রাসেল ৷ তবে, 2024-এর সংস্করণের আগে ফের জাতীয় দলের দরজা খুলে গেল অলরাউন্ডারের ৷

12 ডিসেম্বর থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ রয়েছে ৷ সেই সিরিজে রভম্যান পাওয়েলের নেতৃত্বে 15 জনের দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচক কমিটি ৷ জেসন হোল্ডার, নিকোলাস পুরান এবং কাইল মেয়ার্স টি-20 সিরিজে জাতীয় দলে ফিরেছেন ৷ ওয়ান-ডে সিরিজে তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছিল ৷ উল্লেখ্য, ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজ 2-1 জিতেছে ক্যারিবিয়ানরা ৷ গতকাল শেষ ম্যাচে ডার্ক ওয়ার্থ লুইস নিয়মে 4 উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জেতে শেই হোপের দল ৷

  • Dre Russ is back!

    Having last played for West Indies at the T20 World Cup in 2021, Andre Russell returns for the upcoming T20Is against England 👊 #WIvENG pic.twitter.com/TRgB6A330T

    — ESPNcricinfo (@ESPNcricinfo) December 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওয়েস্ট ইন্ডিজের জাতীয় নির্বাচক ডেসমন্ড হেইনস জানিয়েছেন, এ বছর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের এটি শেষ টি-20 সিরিজ ৷ আর আগামী বছর টি-20 বিশ্বকাপের আয়োজক হিসেবে এই সিরিজ তাদের কাছে যথেষ্ঠ গুরুত্বপূর্ণ ৷ আর রোভম্যান পাওয়েলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের হয়ে রাসেল কেমন পারফরম্যান্স করেন ? সেটাও দেখার ৷ বিশেষত, আইপিএলে যখন ফের একবার কেকেআর তাঁর উপর ভরসা রেখেছে ৷ সেই ভরসা কতটা সঠিক তার একটা ঝলক এই সিরিজে অবশ্যই দেখা যাবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. জোড়া সেঞ্চুরি সুদীপ-অনুষ্টুপের, গুজরাতকে 8 উইকেটে হারিয়ে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টারে বাংলা
  2. জয় হাতছাড়া হরপ্রীতদের! ইংল্যান্ডের কাছে 4 উইকেটে হার, সিরিজ দখল ব্রিটিশদের
  3. পরীক্ষার সামনে 'মেন ইন ব্লু'র তরুণ তুর্কিরা, ডারবান জয়ের 'অঙ্ক কী কঠিন' ভারতের জন্য?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.