কলকাতা, 29 জুন: স্টিং অপারেশনের জেরে বিসিসিআই-এর প্রধান নির্বাচক চেতন শর্মাকে পদত্যাগ করতে হয়েছে ৷ তার পর থেকে ওই পদ খালি রয়েছে ৷ সেই পদে নতুন কাউকে বেছে নেওয়ার জন্য আবেদনপত্র চেয়েছে রজার বিনি-জয় শাহদের বোর্ড ৷ তার পর থেকেই পরবর্তী প্রধান নির্বাচক নিয়ে ক্রিকেট মহলে নানা আলোচনা চলছে ৷ সেই আলোচনার নির্যাসে উঠে আসছে দু’টি নাম ৷ একজন অজিত আগরকর ও দ্বিতীয়জন মনিন্দর সিং ৷ যদিও বোর্ডের তরফে এই নিয়ে কেউ মুখ খুলতে নারাজ ৷
প্রধান নির্বাচকের পদ শূন্য থাকায় এখন বোর্ডের নির্বাচক কমিটিতে রয়েছেন চারজন ৷ শিব সুন্দর দাস, সলিল আঙ্কোলা, সুব্রত বন্দ্যোপাধ্যায় ও শ্রীধরন শরৎ। বিসিসিআই ইতিমধ্যে প্রধান নির্বাচকের পদের জন্য আবেদনপত্র চেয়েছে ৷ বেশ কয়েকজন বিশিষ্ট প্রাক্তন ক্রিকেটার আবেদন করেছেন ৷ কিন্তু এখনও বোর্ডের তরফে কারও নামে সিলমোহর দেওয়া হয়নি ৷ তবে বোর্জের একটি সূত্র বলছে, প্রাক্তন অফ স্পিনার মনিন্দর সিং ও পেসার অলরাউন্ডার অজিত আগরকরের নাম চর্চায় রয়েছে ৷
ইটিভি ভারতকে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, দু’জনই (আগরকর ও মনিন্দর) পদটির জন্য আবেদন করেছেন । যদি তাদের কাউকে বাছাই করা হয়, তবে সেই ব্যক্তি বিনা বাধায় প্রধান নির্বাচক হয়ে যাবেন ৷ কারণ তাঁরা দু’জনেই বেশি টেস্ট খেলেছেন বর্তমান নির্বাচক কমিটির অন্য কোনও সদস্যের চেয়ে ।
অন্যদিকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচের পদেও রদবদল হবে ৷ বোর্ডের সূত্র থেকে জানা গিয়েছে যে তিনজন অমল মজুমদার, জন লুইস ও তুষার আরোথের নাম রয়েছে ৷ এর মধ্যে অমল ও লুইসকে প্রধান কোচের পদের জন্য বাছাই করা হয়েছে ৷ তাঁদের ইন্টারভিউ নেওয়া হবে ৷ তবে ওই সূত্রের দাবি, দৌড়ে এগিয়ে অমল মজুমদার ৷
নির্বাচক বাছাইয়ের দায়িত্ব অশোক মালহোত্রা, সুলক্ষণা নায়েক ও যতীন পরাঞ্জপেকে নিয়ে একটি কমিটি আগেই গঠন করা হয়েছে ৷ ওই কমিটিই 30 জুন মহিলাদের কোচ বাছাইয়ের ইন্টারভিউ নেবেন ৷ আগামী মাসে ভারতের মেয়েরা বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ৷ সেই সফরে হরমনপ্রীত কৌররা নতুন কোচের সঙ্গে যাক, এমনটাই চায় বোর্ড ৷
আরও পড়ুন: স্মরণীয় হোক ভারতের মাটিতে আসন্ন বিশ্বকাপ, বোর্ডকে বার্তা প্রাক্তন সভাপতি সৌরভের