নাগপুর, 9 ফেব্রুয়ারি: বর্ডার-গাভাসকর ট্রফি ধরের রাখার অভিযানটা ভালোভাবেই শুরু করল টিম ইন্ডিয়া ৷ স্পিনিং ট্র্যাকে অস্ট্রেলিয়াকে 177 রানে অল-আউট করে দেওয়ার পর প্রথমদিনের শেষে 1 উইকেটে 77 রান ভারতের ঝুলিতে ৷ কেএল রাহুল ফিরে গেলেও অর্ধশতরান করে অপরাজিত রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ৷ মাত্র 100 রানে পিছিয়ে থেকে প্রথমদিনের শেষ অ্যাডভান্টেজ ভারত (Team India is advantage at the end of day 1) ৷
টস জিতে বিদর্ভের বাইশ গজে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া প্যাট কামিন্সের দলকে গুঁড়িয়ে দেওয়ার কাজটা সারেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja takes five wickets haul) ৷ পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনে এদিন পাঁচ উইকেট তুলে নেন সৌরাষ্ট্র স্পিনার ৷ তিন উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ৷ মার্নাস ল্যাবুশেন তৃতীয় উইকেটে স্টিভ স্মিথের সঙ্গে জুটি বেঁধে কিছুটা লড়াই চালালেও প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি অস্ট্রেলিয়ার পক্ষে ৷
মধ্যাহ্নভোজের বিরতির পর অর্ধশতরান থেকে মাত্র এক রান দূরে দাঁড়িয়ে জাদেজার শিকার হন ল্যাবুশেন ৷ এরপর আর রোখা যায়নি বাঁ-হাতি স্পিনার ৷ বিদর্ভের টার্নিং ট্র্যাকে জাদেজার ঘূর্ণির সামনে করুণ আত্মসমর্পণ করে ক্যাঙারুব্রিগেড ৷ 63.5 ওভারে মাত্র 177 রানে শেষ হয়ে যায় অজিদের প্রথম ইনিংস ৷ একটি করে উইকেট নিয়ে প্রতিপক্ষের ইনিংস ভাঙার শুরুটা করেন মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামি ৷
আরও পড়ুন: প্রত্যাবর্তনে জাদেজার পঞ্চবাণ, প্রথম ইনিংস দু'শোর আগেই শেষ অজিরা
তবে পালটা ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনারদ্বয়কে দেখে একবারও মনে হয়নি উইকেটে জুজু রয়েছে ৷ স্টার্ক-হ্যাজেলউডের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার আপাত নিরীহ বোলিং ব্রিগেড প্রাথমিক ধাক্কা আনতে পারেনি ভারতীয় শিবিরে ৷ প্রথমদিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে অভিষেককারী টড মারফির শিকার হন কেএল রাহুল ৷ তবে অর্ধশতরান করে কামিন্সদের উপর চাপ বজায় রেখেছেন 'হিটম্যান' (Rohit Sharma hits half century) ৷ 9টি চার এবং একটি ছয়ে দিনের শেষ 56 (69) রানে অপরাজিত রয়েছেন ভারত অধিনায়ক ৷ দ্বিতীয়দিন সকালে অস্ট্রেলিয়ার রান ছাপিয়ে ভারতের এগিয়ে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে ৷
-
Stumps on Day 1️⃣ of the first #INDvAUS Test!#TeamIndia finish the day with 77/1, trailing by 100 runs after dismissing Australia for 177 👌🏻
— BCCI (@BCCI) February 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
We will see you tomorrow for Day 2 action!
Scorecard - https://t.co/edMqDi4dkU #INDvAUS | @mastercardindia pic.twitter.com/yTEuMvzDng
">Stumps on Day 1️⃣ of the first #INDvAUS Test!#TeamIndia finish the day with 77/1, trailing by 100 runs after dismissing Australia for 177 👌🏻
— BCCI (@BCCI) February 9, 2023
We will see you tomorrow for Day 2 action!
Scorecard - https://t.co/edMqDi4dkU #INDvAUS | @mastercardindia pic.twitter.com/yTEuMvzDngStumps on Day 1️⃣ of the first #INDvAUS Test!#TeamIndia finish the day with 77/1, trailing by 100 runs after dismissing Australia for 177 👌🏻
— BCCI (@BCCI) February 9, 2023
We will see you tomorrow for Day 2 action!
Scorecard - https://t.co/edMqDi4dkU #INDvAUS | @mastercardindia pic.twitter.com/yTEuMvzDng
নাগপুরের স্পিনিং ট্র্যাকে এদিন তিন স্পিনারকে একাদশে রেখেই দল সাজায় টিম ইন্ডিয়া ৷ জাদেজা-অশ্বিন সফল হলেও 10 ওভার হাত ঘুরিয়ে কোনও উইকেট পাননি অক্ষর প্যাটেল ৷ ঋষভ পন্ত না-থাকায় জাতীয় দলের জার্সিতে এদিন অভিষেক হয় উইকেটরক্ষক কেএস ভরতের ৷