ETV Bharat / sports

Asia Cup 2023: মাঠ কর্মীদের পরিশ্রমের পুরস্কার এসিসি’র, ম্যাচ সেরার অর্থ তুলে দিলেন সিরাজ

Mohammed Siraj Gives his Prize Money to Sri Lankan Groundsmen: শ্রীলঙ্কার মাঠ কর্মীদের ফাইনাল ম্যাচের সেরার পুরস্কারের অর্থ তুলে দিলেন মহম্মদ সিরাজ ৷ বৃষ্টি বিঘ্নিত এশিয়া কাপে একমাত্র তাঁদের পরিশ্রমেই ম্যাচ সফলভাবে আয়োজিত হয়েছে ৷ তাই এই পদক্ষেপ সিরাজের ৷

Image Courtesy: BCCI Twitter/X
Image Courtesy: BCCI Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 9:05 PM IST

কলম্বো, 17 সেপ্টেম্বর: এশিয়া কাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ৷ ওয়ান ডে ক্রিকেটের সবচেয়ে বড় ব্যবধানে জয় এসেছে রোহিত শর্মার দলের ৷ ফাইনালে 263 বল বাকি থাকতে রান তাড়া করে ম্যাচ জিতেছে ভারত ৷ কিন্তু এতসব পরিসংখ্যান এত রেকর্ড সম্ভব হত না, যদি না সেই মানুষগুলি নাওয়া-খাওয়া ভুলে অক্লান্ত পরিশ্রম করে যেতেন ৷ তাঁরা হলেন গ্রাউন্ডসম্যান ৷ ক্রিকেট মাঠের পরিচর্যা থেকে পিচ তৈরি, সব তাঁদের কাঁধে ৷ বর্ষা বিদায়ের আগে শ্রীলঙ্কায় হয়ে চলা লাগাতার বৃষ্টির মধ্যেও সফলভাবে টুর্নামেন্ট শেষ হয়েছে, একমাত্র তাঁদের কারণে ৷

সেই গ্রাউন্ড স্টাফদের অবদানকে কুর্নিশ জানাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷ তাই তাঁদের অক্লান্ত পরিশ্রমের পুরস্কার হিসেবে 50 হাজার মার্কিন ডলার আর্থিক পুরস্কার দিল আয়োজক তথা এশিয়া ক্রিকেটের গভর্নিং বডি ৷ এদিন বিসিসিআই সচিব তথা এসিসি’র সভাপতি জয় শাহ শ্রীলঙ্কান পিচ কিউরেটর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের হাতে সেই চেক তুলে দিয়েছেন ৷ শুধু এশিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, লাগাতার বৃষ্টি সত্ত্বেও সুন্দরভাবে মাঠকে ম্যাচের জন্য প্রস্তুত করায় ধন্যবাদ জ্ঞাপন করলেন মহম্মদ সিরাজও ৷

কারণ, ভেজা মাঠে একজন পেস বোলারের পক্ষে বল করা সবচেয়ে কঠিন কাজ ৷ এতে চোট পাওয়ার সমূহ সম্ভাবনা থাকে ৷ কিন্তু ভারত বনাম পাকিস্তান হোক বা ভারত বনাম শ্রীলঙ্কা ৷ এমনকী ফাইনাল ম্যাচ শুরুর আগেও, বৃষ্টিতে ম্যাচ বন্ধ ছিল ৷ কিন্তু মাঠের ওই কয়েকশো কর্মীর অক্লান্ত পরিশ্রমে ম্যাচ আয়োজন সম্ভব হয়েছে ৷ তাই ফাইনালে 21 রান দিয়ে 6 উইকেট নিয়ে ম্যাচের সেরা মহম্মদ সিরাজ তাঁর পুরস্কারের পুরো অর্থ তুলে দিলেন গ্রাউন্ডসম্যানদের হাতে ৷ 5 হাজার মার্কিন ডলারের পুরোটাই পাবেন তাঁরা ৷

আরও পড়ুন: 54'র বদলা 50, 'সিরাজি স্পেলে' তেইশ বছর পর মধুর প্রতিশোধ টিম ইন্ডিয়ার

উল্লেখ্য, সুপার ফোরে রিজার্ভ ডে থাকা সত্ত্বেও, বৃষ্টির কারণে পুরো ম্যাচ ভেস্তে যেতে পারত ৷ 10 ও 11 সেপ্টেম্বর টানা বৃষ্টি সত্ত্বেও, ম্যাচে এক ওভারও কমিয়ে আনার প্রয়োজন হয়নি ৷ আর তার জন্য একমাত্র কৃতিত্ব মাঠের ওই কর্মীদের ৷ যাঁরা লাগাতার পরিশ্রম করে মাঠকে ম্যাচের জন্য তৈরি করেছিলেন ৷ এমনকি 14 সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচ 42 ওভারের খেলা হলেও, তা সম্ভব হয়েছিল কলম্বোরও গ্রাউন্ডসম্যানদের কারণেই ৷

কলম্বো, 17 সেপ্টেম্বর: এশিয়া কাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ৷ ওয়ান ডে ক্রিকেটের সবচেয়ে বড় ব্যবধানে জয় এসেছে রোহিত শর্মার দলের ৷ ফাইনালে 263 বল বাকি থাকতে রান তাড়া করে ম্যাচ জিতেছে ভারত ৷ কিন্তু এতসব পরিসংখ্যান এত রেকর্ড সম্ভব হত না, যদি না সেই মানুষগুলি নাওয়া-খাওয়া ভুলে অক্লান্ত পরিশ্রম করে যেতেন ৷ তাঁরা হলেন গ্রাউন্ডসম্যান ৷ ক্রিকেট মাঠের পরিচর্যা থেকে পিচ তৈরি, সব তাঁদের কাঁধে ৷ বর্ষা বিদায়ের আগে শ্রীলঙ্কায় হয়ে চলা লাগাতার বৃষ্টির মধ্যেও সফলভাবে টুর্নামেন্ট শেষ হয়েছে, একমাত্র তাঁদের কারণে ৷

সেই গ্রাউন্ড স্টাফদের অবদানকে কুর্নিশ জানাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷ তাই তাঁদের অক্লান্ত পরিশ্রমের পুরস্কার হিসেবে 50 হাজার মার্কিন ডলার আর্থিক পুরস্কার দিল আয়োজক তথা এশিয়া ক্রিকেটের গভর্নিং বডি ৷ এদিন বিসিসিআই সচিব তথা এসিসি’র সভাপতি জয় শাহ শ্রীলঙ্কান পিচ কিউরেটর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের হাতে সেই চেক তুলে দিয়েছেন ৷ শুধু এশিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, লাগাতার বৃষ্টি সত্ত্বেও সুন্দরভাবে মাঠকে ম্যাচের জন্য প্রস্তুত করায় ধন্যবাদ জ্ঞাপন করলেন মহম্মদ সিরাজও ৷

কারণ, ভেজা মাঠে একজন পেস বোলারের পক্ষে বল করা সবচেয়ে কঠিন কাজ ৷ এতে চোট পাওয়ার সমূহ সম্ভাবনা থাকে ৷ কিন্তু ভারত বনাম পাকিস্তান হোক বা ভারত বনাম শ্রীলঙ্কা ৷ এমনকী ফাইনাল ম্যাচ শুরুর আগেও, বৃষ্টিতে ম্যাচ বন্ধ ছিল ৷ কিন্তু মাঠের ওই কয়েকশো কর্মীর অক্লান্ত পরিশ্রমে ম্যাচ আয়োজন সম্ভব হয়েছে ৷ তাই ফাইনালে 21 রান দিয়ে 6 উইকেট নিয়ে ম্যাচের সেরা মহম্মদ সিরাজ তাঁর পুরস্কারের পুরো অর্থ তুলে দিলেন গ্রাউন্ডসম্যানদের হাতে ৷ 5 হাজার মার্কিন ডলারের পুরোটাই পাবেন তাঁরা ৷

আরও পড়ুন: 54'র বদলা 50, 'সিরাজি স্পেলে' তেইশ বছর পর মধুর প্রতিশোধ টিম ইন্ডিয়ার

উল্লেখ্য, সুপার ফোরে রিজার্ভ ডে থাকা সত্ত্বেও, বৃষ্টির কারণে পুরো ম্যাচ ভেস্তে যেতে পারত ৷ 10 ও 11 সেপ্টেম্বর টানা বৃষ্টি সত্ত্বেও, ম্যাচে এক ওভারও কমিয়ে আনার প্রয়োজন হয়নি ৷ আর তার জন্য একমাত্র কৃতিত্ব মাঠের ওই কর্মীদের ৷ যাঁরা লাগাতার পরিশ্রম করে মাঠকে ম্যাচের জন্য তৈরি করেছিলেন ৷ এমনকি 14 সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচ 42 ওভারের খেলা হলেও, তা সম্ভব হয়েছিল কলম্বোরও গ্রাউন্ডসম্যানদের কারণেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.