ETV Bharat / sports

ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া পদক নিশ্চিত ভারতের - SINDHU VS TZU Ying

36 বছরের প্রতীক্ষার অবসান করে ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন দুই ভারতীয় শাটলার সাই প্রনিথ ও পি ভি সিন্ধু ৷ 1983 সালে ডেনমার্কে ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন কিংবদন্তি শাটলার প্রকাশ পাড়ুকোন ৷

সিন্ধু
author img

By

Published : Aug 24, 2019, 5:13 AM IST

বাসেল (সুইৎজ়ারল্যান্ড), 24 অগাস্ট : ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিরল নজির ভারতের ৷ এই প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপের পুরুষ ও মহিলা দুই সিঙ্গলসেই পদক নিশ্চিত ভারতের ৷ আর 36 বছর পর ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক পাচ্ছেন ভারতীয়রা ৷ 1983 সালে ডেনমার্কে ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন কিংবদন্তি শাটলার প্রকাশ পাড়ুকোন ৷ এরপর আর কোনও ভারতীয় ব্যাডমিন্টন তারকা বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক পাননি ৷


পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার জনাথন ক্রিস্টিকে হারিয়ে শেষ চারে জায়গা পাকা করে নেন সাই প্রনিথ ৷ প্রথম সেটে 24-22 পয়েন্টে জনাথনকে টেক্কা দেন গোপীচাঁদের ছাত্র ৷ পেণ্ডুলামের মতো দুলেছে প্রথম সেটের ভাগ্য ৷ এর পর দ্বিতীয় সেটের শুরু থেকেই লিড নিতে থাকেন প্রনিথ ৷ মাঝে মাঝে ব্যবধান কমালেও প্রনিথকে ছুঁতে পারেননি বিশ্বের 4 নম্বর ব্যাডমিন্টন তারকা ৷ 21-14 পয়েন্টে সেট জিতে শেষ চার পাকা করে নেন প্রনিথ ৷ সেমিফাইনালে প্রনিথের সামনে জাপানের কেন্টো মোমোটা ৷

এদিকে চাইনিজ় তাইপেইর জ়ু ইংকে 71 মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন পি ভি সিন্ধু ৷ প্রথম সেটে 12-21 পয়েন্টে হারলেও দুর্দান্ত কামব্যাক করেন সিন্ধু ৷ দ্বিতীয় সেট 23-21 পয়েন্টে ছিনিয়ে নেন গোপী স্যারের ছাত্রী ৷ এরপর তৃতীয় সেটে সিন্ধুর জয় 21-19 পয়েন্টে ৷ সেমিফাইনালে সিন্ধুর সামনে চিনের চেন উ ফেই ৷

বাসেল (সুইৎজ়ারল্যান্ড), 24 অগাস্ট : ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিরল নজির ভারতের ৷ এই প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপের পুরুষ ও মহিলা দুই সিঙ্গলসেই পদক নিশ্চিত ভারতের ৷ আর 36 বছর পর ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক পাচ্ছেন ভারতীয়রা ৷ 1983 সালে ডেনমার্কে ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন কিংবদন্তি শাটলার প্রকাশ পাড়ুকোন ৷ এরপর আর কোনও ভারতীয় ব্যাডমিন্টন তারকা বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক পাননি ৷


পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার জনাথন ক্রিস্টিকে হারিয়ে শেষ চারে জায়গা পাকা করে নেন সাই প্রনিথ ৷ প্রথম সেটে 24-22 পয়েন্টে জনাথনকে টেক্কা দেন গোপীচাঁদের ছাত্র ৷ পেণ্ডুলামের মতো দুলেছে প্রথম সেটের ভাগ্য ৷ এর পর দ্বিতীয় সেটের শুরু থেকেই লিড নিতে থাকেন প্রনিথ ৷ মাঝে মাঝে ব্যবধান কমালেও প্রনিথকে ছুঁতে পারেননি বিশ্বের 4 নম্বর ব্যাডমিন্টন তারকা ৷ 21-14 পয়েন্টে সেট জিতে শেষ চার পাকা করে নেন প্রনিথ ৷ সেমিফাইনালে প্রনিথের সামনে জাপানের কেন্টো মোমোটা ৷

এদিকে চাইনিজ় তাইপেইর জ়ু ইংকে 71 মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন পি ভি সিন্ধু ৷ প্রথম সেটে 12-21 পয়েন্টে হারলেও দুর্দান্ত কামব্যাক করেন সিন্ধু ৷ দ্বিতীয় সেট 23-21 পয়েন্টে ছিনিয়ে নেন গোপী স্যারের ছাত্রী ৷ এরপর তৃতীয় সেটে সিন্ধুর জয় 21-19 পয়েন্টে ৷ সেমিফাইনালে সিন্ধুর সামনে চিনের চেন উ ফেই ৷

Surat (Gujarat), Aug 23 (ANI): This Gujarat's university came up with a unique kind of punishment for its students. They asked students to plant saplings as punishment. This kind of practice indeed is good for environment. One of the professors of the university said, "Due to some reason or the other, students do get punished. So, we thought instead of a punishment, students must be asked to plant saplings. It'll be good for the environment."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.