বাসেল (সুইৎজ়ারল্যান্ড), 24 অগাস্ট : ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিরল নজির ভারতের ৷ এই প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপের পুরুষ ও মহিলা দুই সিঙ্গলসেই পদক নিশ্চিত ভারতের ৷ আর 36 বছর পর ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক পাচ্ছেন ভারতীয়রা ৷ 1983 সালে ডেনমার্কে ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন কিংবদন্তি শাটলার প্রকাশ পাড়ুকোন ৷ এরপর আর কোনও ভারতীয় ব্যাডমিন্টন তারকা বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক পাননি ৷
পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার জনাথন ক্রিস্টিকে হারিয়ে শেষ চারে জায়গা পাকা করে নেন সাই প্রনিথ ৷ প্রথম সেটে 24-22 পয়েন্টে জনাথনকে টেক্কা দেন গোপীচাঁদের ছাত্র ৷ পেণ্ডুলামের মতো দুলেছে প্রথম সেটের ভাগ্য ৷ এর পর দ্বিতীয় সেটের শুরু থেকেই লিড নিতে থাকেন প্রনিথ ৷ মাঝে মাঝে ব্যবধান কমালেও প্রনিথকে ছুঁতে পারেননি বিশ্বের 4 নম্বর ব্যাডমিন্টন তারকা ৷ 21-14 পয়েন্টে সেট জিতে শেষ চার পাকা করে নেন প্রনিথ ৷ সেমিফাইনালে প্রনিথের সামনে জাপানের কেন্টো মোমোটা ৷
এদিকে চাইনিজ় তাইপেইর জ়ু ইংকে 71 মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন পি ভি সিন্ধু ৷ প্রথম সেটে 12-21 পয়েন্টে হারলেও দুর্দান্ত কামব্যাক করেন সিন্ধু ৷ দ্বিতীয় সেট 23-21 পয়েন্টে ছিনিয়ে নেন গোপী স্যারের ছাত্রী ৷ এরপর তৃতীয় সেটে সিন্ধুর জয় 21-19 পয়েন্টে ৷ সেমিফাইনালে সিন্ধুর সামনে চিনের চেন উ ফেই ৷