ETV Bharat / sports

অবসর ঘোষণা করলেন লিন ডান, দেখা যাবে না অলিম্পিকে

আগের মতো আর কোর্টে লড়াই করতে পারছেন না ৷ তাই অবসর ঘোষণা করলেন চিনের ব্যাডমিন্টন কিংবদন্তি লিন ডান ৷

অবসর ঘোষণা করলেন লিন ডান, দেখা যাবে না অলিম্পিকেও
অবসর ঘোষণা করলেন লিন ডান, দেখা যাবে না অলিম্পিকেও
author img

By

Published : Jul 4, 2020, 9:06 PM IST

বেজিং, 4 জুলাই: র্যাকেট হাতে কোর্টে তাঁর কারিকুরি দেখে অবাক হতে হয় ৷ অনুরাগীদের কাছে তিনি পরিচিত "সুপার ডান" নামে ৷ দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং চিনা ব্যাডমিন্টন কিংবদন্তি লিন ডান অবসর ঘোষণা করলেন ৷ ফলে 37 বছরের এই ব্যাডমিন্টন লেজেন্ডকে পরের বছর অলিম্পিকেও দেখা যাবে না ৷

লন্ডন ও বেজিং অলিম্পিকে সোনা জেতা ছাড়াও লিন পাঁচবারের বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ৷ চিনের টুইটার নামে পরিচিত উইবোতে শনিবার অবসর ঘোষণা করেন তিনি ৷ উইবোতে লিন ডান লেখেন, যে খেলাটিকে আমি পছন্দ করি তাকে আমার সবকিছু উৎসর্গ করেছি ৷ কেরিয়ারের ভালো সময় ও কঠিন মুহূর্তে পরিবার, কোচ, সতীর্থ ও অনুরাগীরা আমার পাশে থেকেছে ৷ এখন আমার বয়স 37 বছর ৷ আমার শারীরিক ফিটনেস আর আগের মতো নেই ৷ তাই অবসরের সিদ্ধান্ত নিলাম ৷"

তৃতীয়বার অলিম্পিক পদক জয়ের জন্য তৈরি হচ্ছিলেন লিন ডান ৷ কিন্তু বয়স বাড়ায় সেই আগের মতো পারফর্ম করতে পারছিলেন না ৷ চোট-আঘাতের মুখে পড়ছিলেন বারবার ৷ অলিম্পিক স্থগিত না হলে হয়তো টোকিয়ো অলিম্পিকের পরই অবসর ঘোষণা করতেন ৷ কিন্তু অলিম্পিক একবছর পিছিয়ে যাওয়ার আগেভাগেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন ৷

বেজিং, 4 জুলাই: র্যাকেট হাতে কোর্টে তাঁর কারিকুরি দেখে অবাক হতে হয় ৷ অনুরাগীদের কাছে তিনি পরিচিত "সুপার ডান" নামে ৷ দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং চিনা ব্যাডমিন্টন কিংবদন্তি লিন ডান অবসর ঘোষণা করলেন ৷ ফলে 37 বছরের এই ব্যাডমিন্টন লেজেন্ডকে পরের বছর অলিম্পিকেও দেখা যাবে না ৷

লন্ডন ও বেজিং অলিম্পিকে সোনা জেতা ছাড়াও লিন পাঁচবারের বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ৷ চিনের টুইটার নামে পরিচিত উইবোতে শনিবার অবসর ঘোষণা করেন তিনি ৷ উইবোতে লিন ডান লেখেন, যে খেলাটিকে আমি পছন্দ করি তাকে আমার সবকিছু উৎসর্গ করেছি ৷ কেরিয়ারের ভালো সময় ও কঠিন মুহূর্তে পরিবার, কোচ, সতীর্থ ও অনুরাগীরা আমার পাশে থেকেছে ৷ এখন আমার বয়স 37 বছর ৷ আমার শারীরিক ফিটনেস আর আগের মতো নেই ৷ তাই অবসরের সিদ্ধান্ত নিলাম ৷"

তৃতীয়বার অলিম্পিক পদক জয়ের জন্য তৈরি হচ্ছিলেন লিন ডান ৷ কিন্তু বয়স বাড়ায় সেই আগের মতো পারফর্ম করতে পারছিলেন না ৷ চোট-আঘাতের মুখে পড়ছিলেন বারবার ৷ অলিম্পিক স্থগিত না হলে হয়তো টোকিয়ো অলিম্পিকের পরই অবসর ঘোষণা করতেন ৷ কিন্তু অলিম্পিক একবছর পিছিয়ে যাওয়ার আগেভাগেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.