দাভানাগেরে (কর্নাটক), 13 নভেম্বর: মোটা লাভের আশায় শেয়ার বাজারে টাকা খাটিয়ে সর্বস্ব খোয়ালেন মহিলা ৷ প্রায় 10.45 কোটি টাকা খোয়া গিয়েছে তাঁর ৷ প্রতারণার শিকার হয়ে দাভানাগেরের স্থানীয় সিইএন থানায় অভিযোগ দায়ের করেছেন বিজয়লক্ষ্মী নামে ওই মহিলা।
তাঁর অভিযোগ, "আমি ধাপে ধাপে অনলাইনে একটি শেয়ার কোম্পানিতে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট 10 কোটি 45 লক্ষ 50 হাজার টাকা বিনিয়োগ করেছি। কিন্তু, যখন আমি লভ্যাংশ হিসেবে দেখানো টাকা তোলার চেষ্টা করেছি, তখন টাকা তোলা যায়নি ৷ এর পরেই আমি বুঝতে পারি, প্রতারণার শিকার হয়েছি ৷"
বিজয়লক্ষ্মী 10.45 কোটি টাকা বিনিয়োগ করেছিলেন ৷ পরে স্টক মার্কেটের অ্যাকাউন্টে তাঁকে ব্যালেন্স হিসেবে 23 কোটি টাকা দেখায়। মানে বিনিয়োগের অতিরিক্ত 13 কোটি লাভ হযেছিল মহিলার। এরপর যখন মহিলা অতিরিক্ত অর্থ-সহ সমস্ত টাকা তোলার চেষ্টা করেন, তখন সংস্থাটি জানায়, তিনি অর্ধেক টাকাই তুলতে পারবেন। একই সঙ্গে, আরও টাকা তাঁর বিনিয়োগ করা উচিত বলেও বোঝানোর চেষ্টা করেন কোম্পানির কর্মীরা ৷ এরপর অবশ্য তাঁকে টাকা তোলার বিকল্প দেওয়া হয়নি ৷ মানে যে অর্ধেক টাকা তোলা যাবে বলে সংস্থা বলেছিল সেটাও মহিলা তুলতে পারেননি। তারপরই তিনি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন।
দাভানাগেরের পুলিশ আধিকারিক গুঞ্জিকর বলেন, "বিজয়লক্ষ্মী নামে ওই মহিলা 10.45 কোটি টাকা প্রতারণার শিকার হয়েছেন। ইতিমধ্যেই থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। তিন কোটি টাকার বেশি জালিয়াতি হলে সেই মামলা সিআইডিতে স্থানান্তর করা হয় ৷” এদিকে, দাভানগেরের পুলিশ সুপার উমাপ্রশান্ত এবং অন্য আধিকারিকরা অনলাইন জালিয়াতি বিষয় নিয়ে জনগণকে সচেতন থাকতে ক্রমাগত প্রচার করছেন ৷ পুলিশের তরফে আরও বলা হয়েছে, অনলাইন জালিয়াতি এবং স্টক বিনিয়োগের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে।