ETV Bharat / sitara

Rajdhari Pala Workshop: পশ্চিমবঙ্গ রাজ্য অ্যাকাডেমির আয়োজনে রাজধারী পালার কর্মশালা উত্তরবঙ্গে - Rajdhari Pala Workshop organized by West Bengal State Academy

পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত এবং দৃশ্যকলা অ্যাকাডেমির আয়োজনে ৯ থেকে ১২ মার্চ উত্তরবঙ্গের খড়িবাড়ি ওয়ারিশ জোত বস্তিতে অনুষ্ঠিত হতে চলেছে রাজধারী পালার কর্মশালা (Rajdhari Pala Workshop organized by West Bengal State Academy)।

Rajdhari Pala
পশ্চিমবঙ্গ রাজ্য আকাদেমির আয়োজনে রাজধারী পালার কর্মশালা উত্তরবঙ্গে
author img

By

Published : Mar 4, 2022, 10:46 AM IST

কলকাতা, 4 মার্চ: উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে রাজবংশী জনজাতি । নাচ-গান-লোকাচার এসবের মধ্যেই লুকিয়ে আছে তাঁদের নিজস্ব সংস্কৃতির নানান উপকরণ । সংস্কৃতিকে আঁকড়ে ধরেই তাঁদের জীবনযাপন । উত্তরবঙ্গে রয়েছে প্রচুর নদ-নদী । আর নদীকে কেন্দ্র করে রয়েছে রাজবংশীদের নানান লোকাচার । এবার পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত ও দৃশ্যকলা অ্যাকাডেমির আয়োজনে 9 থেকে 12 মার্চ উত্তরবঙ্গের খড়িবাড়ি ওয়ারিশ জোত বস্তিতে অনুষ্ঠিত হতে চলেছে রাজধারী পালা (Rajdhari Pala Workshop organized by West Bengal State Academy)।

উত্তরবঙ্গের তরাই অঞ্চলের খড়িবাড়ি ওয়ারিশ জোত বস্তির রাজবংশীরা আজও 100 বছরের পুরনো এই পালায় মেতে ওঠেন । এই পালার অন্যতম বড় আকর্ষণ 'রাজধারী মুখোশ নৃত্য' বা 'লঙ্কা গান'৷ জানা যায়, এই 'লঙ্কা গান'-এ আগে চলত সারা রাত ধরে তাও আবার টানা সাতদিন । তা এখন তা কমে গিয়ে চার দিনে এসে দাঁড়িয়েছে । 1925 সালে খড়িবাড়ির ওয়ারিশ জোত বস্তিতে এই গান শুরু করেন চৌরঙ্গী ঠাকুর রাজধারী । মাটিগাড়া, শিলিগুড়ি, বিহারের ঠাকুরগঞ্জ, নেপালে রাজবংশীদের মধ্য়ে এই পালা গান খুব জনপ্রিয় ছিল।

পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত এবং দৃশ্যকলা অ্যাকাডেমির আয়োজনে এবার আয়োজিত হবে এই রাজধারী পালার একটি কর্মশালা । সহযোগিতায় রয়েছে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ।

আরও পড়ুন: প্রকাশিত ঊষা উত্থুপের জীবনী 'দ্য কুইন অফ ইন্ডিয়ান পপ'

পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত এবং দৃশ্যকলা অ্যাকাডেমির সচিব ডক্টর হৈমন্তী চট্টোপাধ্যায় বলেন, "রাজ্য আকাদেমি 1955 সাল থেকেই এই কাজগুলো করে আসছে। পশ্চিমবঙ্গ জুড়ে নানান মানুষের নানান সাংস্কৃতিক উপকরণ ছড়িয়ে ছিটিয়ে আছে। সেগুলিকে পুনরুজ্জীবিত এবং একত্রিত করে প্রিন্ট এবং ডিজিটাল মাধ্যমে ডকুমেন্টেশন করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য । ভাবি প্রজন্মের জন্য এই সংরক্ষণের কাজ করে চলেছে রাজ্য অ্যাকাডেমি । আমরা আশা রাখি এই সংস্কৃতির পুনরুজ্জীবনের কাজ এবং সংরক্ষণ ভবিষ্যত প্রজন্মকে পশ্চিমবঙ্গের অনেক অজানা সাংস্কৃতিক সম্পদের সন্ধান দেবে এবং ভবিষ্যত প্রজন্ম এই অমূল্য সাংস্কৃতিক সম্পদ নিয়ে গবেষণা এবং অনুসন্ধানে আগ্রহী হবেন ।"

কলকাতা, 4 মার্চ: উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে রাজবংশী জনজাতি । নাচ-গান-লোকাচার এসবের মধ্যেই লুকিয়ে আছে তাঁদের নিজস্ব সংস্কৃতির নানান উপকরণ । সংস্কৃতিকে আঁকড়ে ধরেই তাঁদের জীবনযাপন । উত্তরবঙ্গে রয়েছে প্রচুর নদ-নদী । আর নদীকে কেন্দ্র করে রয়েছে রাজবংশীদের নানান লোকাচার । এবার পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত ও দৃশ্যকলা অ্যাকাডেমির আয়োজনে 9 থেকে 12 মার্চ উত্তরবঙ্গের খড়িবাড়ি ওয়ারিশ জোত বস্তিতে অনুষ্ঠিত হতে চলেছে রাজধারী পালা (Rajdhari Pala Workshop organized by West Bengal State Academy)।

উত্তরবঙ্গের তরাই অঞ্চলের খড়িবাড়ি ওয়ারিশ জোত বস্তির রাজবংশীরা আজও 100 বছরের পুরনো এই পালায় মেতে ওঠেন । এই পালার অন্যতম বড় আকর্ষণ 'রাজধারী মুখোশ নৃত্য' বা 'লঙ্কা গান'৷ জানা যায়, এই 'লঙ্কা গান'-এ আগে চলত সারা রাত ধরে তাও আবার টানা সাতদিন । তা এখন তা কমে গিয়ে চার দিনে এসে দাঁড়িয়েছে । 1925 সালে খড়িবাড়ির ওয়ারিশ জোত বস্তিতে এই গান শুরু করেন চৌরঙ্গী ঠাকুর রাজধারী । মাটিগাড়া, শিলিগুড়ি, বিহারের ঠাকুরগঞ্জ, নেপালে রাজবংশীদের মধ্য়ে এই পালা গান খুব জনপ্রিয় ছিল।

পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত এবং দৃশ্যকলা অ্যাকাডেমির আয়োজনে এবার আয়োজিত হবে এই রাজধারী পালার একটি কর্মশালা । সহযোগিতায় রয়েছে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ।

আরও পড়ুন: প্রকাশিত ঊষা উত্থুপের জীবনী 'দ্য কুইন অফ ইন্ডিয়ান পপ'

পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত এবং দৃশ্যকলা অ্যাকাডেমির সচিব ডক্টর হৈমন্তী চট্টোপাধ্যায় বলেন, "রাজ্য আকাদেমি 1955 সাল থেকেই এই কাজগুলো করে আসছে। পশ্চিমবঙ্গ জুড়ে নানান মানুষের নানান সাংস্কৃতিক উপকরণ ছড়িয়ে ছিটিয়ে আছে। সেগুলিকে পুনরুজ্জীবিত এবং একত্রিত করে প্রিন্ট এবং ডিজিটাল মাধ্যমে ডকুমেন্টেশন করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য । ভাবি প্রজন্মের জন্য এই সংরক্ষণের কাজ করে চলেছে রাজ্য অ্যাকাডেমি । আমরা আশা রাখি এই সংস্কৃতির পুনরুজ্জীবনের কাজ এবং সংরক্ষণ ভবিষ্যত প্রজন্মকে পশ্চিমবঙ্গের অনেক অজানা সাংস্কৃতিক সম্পদের সন্ধান দেবে এবং ভবিষ্যত প্রজন্ম এই অমূল্য সাংস্কৃতিক সম্পদ নিয়ে গবেষণা এবং অনুসন্ধানে আগ্রহী হবেন ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.