ETV Bharat / sitara

আসছে ছোটোদের নাটক 'সরগরম' - Chetla Kristi Songshod

ছোটোদের নিয়ে নতুন নাটক 'সরগরম'। সৌজন্যে চেতলা কৃষ্টি সংসদ নাট্যদল। তবে নাটকটি এখনও প্রাথমিক স্তরে রয়েছে। বাচ্চাদের সঙ্গে কথা বলে ঠিক হবে নাটকের তারিখ।

সরগরম
author img

By

Published : Jul 27, 2019, 3:30 PM IST

Updated : Jul 27, 2019, 5:05 PM IST

কলকাতা : মূলত খুদে দর্শকের মনোরঞ্জনের জন্যই নাটক মঞ্চস্থ করে এই নাট্যদল। তাদের নতুন প্রযোজনা 'সরগরম'। এখন এই দলের চলতি নাটক 'বিশ্বাস অবিশ্বাস'। আর 'সরগরম' তৈরি হতে হতে নভেম্বর হয়ে যাবে। ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন দলের নির্দেশক এবং নাট্যকার পিনাকী গুহ। যিনি একসময় যুক্ত ছিলেন টেলিভিশনের সঙ্গে।

সরগরম
পিনাকী গুহ


পিনাকী বললেন, "নভেম্বরের কোন তারিখে সরগরম নাটকটি মঞ্চস্থ হবে, তা এখনও ঠিক হয়নি। বাচ্চাদের সঙ্গে কথা বলে নাটকের তারিখ ঠিক করতে হবে। নাটকটি এখনও প্রাথমিক স্তরে আছে। এটি একটি কমেডি নাটক। ব্ল্যাক কমেডি বলতে পারেন। এখানে কুশীলবেরা সবাই দেব-দেবী। দেবতাদের একটা ভয় তৈরি হচ্ছে। এবং সেই ভয় হল, মানুষ অ্যাটম বোম তৈরি করেছে, যেটা ঠিকমতো ব্যবহার করতে পারেনি তারা। ব্যবহার করার চেষ্টা করছে। দেবতারা শঙ্কিত এই জন্যেই, যে তাদের তৈরি করা জিনিস অনুকরণ করে মানুষ অনেককিছু তৈরি করে ফেলছে। এবং তারা ভগবানকে আর ভয় পাচ্ছে না। ফলে মানুষ যে অ্যাটম বোম তৈরি করেছে, সেটা দিয়ে তারা প্রত্যেকে প্রত্যেককে ভয় দেখাচ্ছে। কিন্তু সঠিক ব্যবহার ভাবে করতে পারছে না। সম্প্রতি শোনা যাচ্ছে, যে সেই অ্যাটম বোমকে স্বর্গে ফেলে দেওয়া হবে। এই ভয়ে দেবতারা শঙ্কিত। তাদের মনে তখন একটা প্যান্ডেমনিয়াম তৈরি হয়। সেটা নিয়েই একটা কমেডি।"

সরগরম
'বিশ্বাস অবিশ্বাস' নাটকের দৃশ্য


নাটকের নির্মাতা পিনাকী গুহ নিজেই। অংশগ্রহণ করছে বাচ্চারা। পিনাকী জানালেন, "দলের বাচ্চারা যখন বড় হয়ে যায়, তখন তারা বড়দের নাটকের দলে যুক্ত হয়। সেই বড়রা মিলে দুটি নাটক করেছে। তার মধ্যে একটি 'রাজগুরু' এবং অন্যটি 'স্টোরি অফ লোরি'। সম্প্রতি ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে প্রদর্শিত হয়েছে নাটকটি। এই দুটো নাটক ওঁরা নিজেরাই তৈরি করেছে, নিজেরাই লিখেছে, নিজেরাই প্রযোজনা করেছে।"

সরগরম
'বিশ্বাস অবিশ্বাস' নাটকের দৃশ্য

কলকাতা : মূলত খুদে দর্শকের মনোরঞ্জনের জন্যই নাটক মঞ্চস্থ করে এই নাট্যদল। তাদের নতুন প্রযোজনা 'সরগরম'। এখন এই দলের চলতি নাটক 'বিশ্বাস অবিশ্বাস'। আর 'সরগরম' তৈরি হতে হতে নভেম্বর হয়ে যাবে। ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন দলের নির্দেশক এবং নাট্যকার পিনাকী গুহ। যিনি একসময় যুক্ত ছিলেন টেলিভিশনের সঙ্গে।

সরগরম
পিনাকী গুহ


পিনাকী বললেন, "নভেম্বরের কোন তারিখে সরগরম নাটকটি মঞ্চস্থ হবে, তা এখনও ঠিক হয়নি। বাচ্চাদের সঙ্গে কথা বলে নাটকের তারিখ ঠিক করতে হবে। নাটকটি এখনও প্রাথমিক স্তরে আছে। এটি একটি কমেডি নাটক। ব্ল্যাক কমেডি বলতে পারেন। এখানে কুশীলবেরা সবাই দেব-দেবী। দেবতাদের একটা ভয় তৈরি হচ্ছে। এবং সেই ভয় হল, মানুষ অ্যাটম বোম তৈরি করেছে, যেটা ঠিকমতো ব্যবহার করতে পারেনি তারা। ব্যবহার করার চেষ্টা করছে। দেবতারা শঙ্কিত এই জন্যেই, যে তাদের তৈরি করা জিনিস অনুকরণ করে মানুষ অনেককিছু তৈরি করে ফেলছে। এবং তারা ভগবানকে আর ভয় পাচ্ছে না। ফলে মানুষ যে অ্যাটম বোম তৈরি করেছে, সেটা দিয়ে তারা প্রত্যেকে প্রত্যেককে ভয় দেখাচ্ছে। কিন্তু সঠিক ব্যবহার ভাবে করতে পারছে না। সম্প্রতি শোনা যাচ্ছে, যে সেই অ্যাটম বোমকে স্বর্গে ফেলে দেওয়া হবে। এই ভয়ে দেবতারা শঙ্কিত। তাদের মনে তখন একটা প্যান্ডেমনিয়াম তৈরি হয়। সেটা নিয়েই একটা কমেডি।"

সরগরম
'বিশ্বাস অবিশ্বাস' নাটকের দৃশ্য


নাটকের নির্মাতা পিনাকী গুহ নিজেই। অংশগ্রহণ করছে বাচ্চারা। পিনাকী জানালেন, "দলের বাচ্চারা যখন বড় হয়ে যায়, তখন তারা বড়দের নাটকের দলে যুক্ত হয়। সেই বড়রা মিলে দুটি নাটক করেছে। তার মধ্যে একটি 'রাজগুরু' এবং অন্যটি 'স্টোরি অফ লোরি'। সম্প্রতি ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে প্রদর্শিত হয়েছে নাটকটি। এই দুটো নাটক ওঁরা নিজেরাই তৈরি করেছে, নিজেরাই লিখেছে, নিজেরাই প্রযোজনা করেছে।"

সরগরম
'বিশ্বাস অবিশ্বাস' নাটকের দৃশ্য
Intro:সৌজন্যে চেতলা কৃষ্টি সংসদ নাট্যদল। দলের চলতি নাটক 'বিশ্বাস অবিশ্বাস'। মূলত খুদে দর্শকদের মনোরঞ্জনের জন্যই নাটক মঞ্চস্থ করে এই দল। আরেকটি নতুন নাটক তৈরি হচ্ছে 'সরগরম'। সারা রাজ্য জুড়ে নাটক করে। বিশ্বাস অবিশ্বাসের পরের ডেট ৮ই সেপ্টেম্বর, পুরুলিয়ায়। 'সরগরম' নামের একটি নতুন নাটক তৈরি হচ্ছে। এই নাটকটি তৈরি হতে নভেম্বর হয়ে যাবে। ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন দলের নির্দেশক এবং নাট্যকার পিনাকী গুহ। যিনি একসময় যুক্ত ছিলেন টেলিভিশনের সঙ্গে।


Body:পিনাকী বললেন, "নভেম্বরের কোন তারিখে সরগরম নাটকটি মঞ্চস্থ হবে, তা এখনও ঠিক হয়নি। বাচ্চাদের সঙ্গে কথা বলে নাটকের ডেট ঠিক করতে হবে। নাটকটি এখনও প্রাথমিক স্তরে আছে। এটি একটি কমেডি নাটক। ব্ল্যাক কমেডি বলতে পারেন। এখানে কুশীলবেরা সবাই দেব-দেবী। দেবতাদের একটা ভয় তৈরি হচ্ছে। এবং সেই ভয় হল, মানুষ অ্যাটম বোম তৈরি করেছে। যেই অ্যাটম বোমকে ঠিকমতো ব্যবহার করতে পারেনি মানুষ। ব্যবহার করার চেষ্টা করছে। দেবতারা শংকিত এই জন্যেই, যে তাঁদের তৈরি করা জিনিস অনুকরণ করে মানুষ অনেককিছু তৈরি করে ফেলছে। এবং তারা ভগবানকে আর ভয় পাচ্ছে না। ফলে মানুষ যে অ্যাটম বোম তৈরি করেছে, সেটা দিয়ে তারা প্রত্যেকে প্রত্যেককে ভয় দেখাচ্ছে। কিন্তু সঠিক ব্যবহার করতে পারছে না। সম্প্রতি শোনা যাচ্ছে, যে সেই অ্যাটম বোমকে স্বর্গে ফেলে দেওয়া হবে। এই ভয়ে দেবতারা শঙ্কিত। তাঁদের মনে তখন একটা প্যান্ডেমনিয়াম তৈরি হয়। সেটা নিয়েই একটা কমেডি।"




Conclusion:নাটকের নির্মাতা পিনাকী গুহ নিজেই। অংশগ্রহণ করছে বাচ্চারা। পিনাকী জানালেন, "দলের বাচ্চারা যখন বড় হয়ে যায়, তখন তাঁরা বড়দের নাটকের দলে যুক্ত হয়। সেই বড়রা মিলে দুটি নাটক করেছে। তার মধ্যে একটি 'রাজগুরু' এবং অন্যটি 'স্টরি অফ লোরি'। সম্প্রতি ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে প্রদর্শিত হয়েছে নাটকটি। এই দুটো নাটক ওঁরা নিজেরাই তৈরি করেছে, নিজেরাই লিখেছে, নিজেরাই প্রযোজনা করেছে।"
Last Updated : Jul 27, 2019, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.