ETV Bharat / sitara

বাউন্স করল চেক, ফের বন্ধ 'রাণী রাসমণি'-র শুটিং

ফের বন্ধ 'রাণী রাসমণি' ধারাবাহিকের শুটিং। বাড়ি চলে গেলেন ডিরেক্টর ও অ্যাসিস্টেন্ট ডিরেক্টর।

Rashmoni cheque bounce
author img

By

Published : Sep 3, 2019, 6:48 PM IST

কলকাতা : দিন কয়েক আগে সুব্রত রায় প্রোডাকশনের তিনটি ধারাবাহিক 'রানী রাসমণি','সৌদামিনীর সংসার' ও 'মনসা'-র কাজ মাঝপথে বন্ধ হয়ে যায় টেকনিশিয়ান ও আর্টিস্টদের বকেয়া বেতনের দাবিতে। ঠিক সেই সময়েই আর্টিস্ট ফোরামের উদ্যোগে টেকনিশিয়ান স্টুডিয়োতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ ও অরিন্দম গাঙ্গুলীর উপস্থিতিতে তিনটি ধারাবাহিকের শিল্পীরাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন যে, পাওনা টাকা না পাওয়া পর্যন্ত তাঁরা কাজ করবেন না। কিন্তু এরই মধ্যে ধারাবাহিক 'মনসা' যেহেতু শেষ হবার মুখে ছিল, তাই তাঁদের একপ্রকার অনুরোধ করেই কাজে ফেরানো হয়। বলা হয় যে তাঁদের পাওনা মিটিয়ে দেওয়া হবে তাড়াতাড়ি।

Rashmoni cheque bounce
শুটিং চলাকালীন জমজমাট সেট

তবে যেহেতু 'রানী রাসমণি' ও 'সৌদামিনীর সংসার' ধারাবাহিক দু'টির জনপ্রিয়তা তুঙ্গে তাই আর্টিস্ট ফোরামের তরফ থেকে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষকে পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার অনুরোধ করা হয়। এখন শোনা যাচ্ছে সুব্রত রায় প্রোডাকশনের তরফ থেকে যে চেক দেওয়া হয়েছিল টেকিনিশিয়ান ও ক্যামেরা সরবরাহকারী সংস্থাকে, সেগুলো সব বাউন্স করেছে। তাই ফের বন্ধ 'রাণী রাসমণি'-র শুটিং।

খবরটি পাওয়া মাত্র ETV ভারত সিতারা পৌঁছে গেছিল ধারাবাহিকের শুটিং ফ্লোরে। গিয়ে দেখা গেল ডিরেক্টর ও অ্যাসিস্টেন্ট ডিরেক্টর বাড়ি ফিরে গেছেন। তালা ঝুলছে শুটিং ফ্লোরে, তালা ঝুলছে আর্টিস্টদের ঘরেও।

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : দিন কয়েক আগে সুব্রত রায় প্রোডাকশনের তিনটি ধারাবাহিক 'রানী রাসমণি','সৌদামিনীর সংসার' ও 'মনসা'-র কাজ মাঝপথে বন্ধ হয়ে যায় টেকনিশিয়ান ও আর্টিস্টদের বকেয়া বেতনের দাবিতে। ঠিক সেই সময়েই আর্টিস্ট ফোরামের উদ্যোগে টেকনিশিয়ান স্টুডিয়োতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ ও অরিন্দম গাঙ্গুলীর উপস্থিতিতে তিনটি ধারাবাহিকের শিল্পীরাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন যে, পাওনা টাকা না পাওয়া পর্যন্ত তাঁরা কাজ করবেন না। কিন্তু এরই মধ্যে ধারাবাহিক 'মনসা' যেহেতু শেষ হবার মুখে ছিল, তাই তাঁদের একপ্রকার অনুরোধ করেই কাজে ফেরানো হয়। বলা হয় যে তাঁদের পাওনা মিটিয়ে দেওয়া হবে তাড়াতাড়ি।

Rashmoni cheque bounce
শুটিং চলাকালীন জমজমাট সেট

তবে যেহেতু 'রানী রাসমণি' ও 'সৌদামিনীর সংসার' ধারাবাহিক দু'টির জনপ্রিয়তা তুঙ্গে তাই আর্টিস্ট ফোরামের তরফ থেকে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষকে পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার অনুরোধ করা হয়। এখন শোনা যাচ্ছে সুব্রত রায় প্রোডাকশনের তরফ থেকে যে চেক দেওয়া হয়েছিল টেকিনিশিয়ান ও ক্যামেরা সরবরাহকারী সংস্থাকে, সেগুলো সব বাউন্স করেছে। তাই ফের বন্ধ 'রাণী রাসমণি'-র শুটিং।

খবরটি পাওয়া মাত্র ETV ভারত সিতারা পৌঁছে গেছিল ধারাবাহিকের শুটিং ফ্লোরে। গিয়ে দেখা গেল ডিরেক্টর ও অ্যাসিস্টেন্ট ডিরেক্টর বাড়ি ফিরে গেছেন। তালা ঝুলছে শুটিং ফ্লোরে, তালা ঝুলছে আর্টিস্টদের ঘরেও।

দেখে নিন ভিডিয়ো...
Intro:চেক বাউন্সের ফের একবার শুটিং বন্ধ রানী রাসমণি ধারাবাহিকের


অমিত চক্রবর্তী, কলকাতা: দিন কয়েক আগে সুব্রত রায় প্রোডাকশনের তিনটি ধারাবাহিক রানী রাসমণি,সৌদামিনী সংসার ও মনসার কাজ মাঝপথে বন্ধ হয়ে যায় টেকনিশিয়ান ও আর্টিস্টদের বকেয়া বেতনের দাবিতে। ঠিক সেই সময়েই আর্টিস্ট ফোরামের উদ্যোগে টেকনিশিয়ান স্টুডিওতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ ও অরিন্দম গাঙ্গুলীর উপস্থিতিতে তিনটি ধারাবাহিকের শিল্পীরাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন যে, পাওনা টাকা না পাওয়া পর্যন্ত তারা কাজ করবেন না। কিন্তু এরই মধ্যে ধারাবাহিক মনসা যেহেতু সেই হবার মুখে ছিল, তাই তাদেরকে একপ্রকার অনুরোধ করে কাজে ফেরানো হয় যে তাদের পাওনা মিটিয়ে দেওয়া হবে এই আশ্বাস দিয়ে তাদের ধারাবাহিকের শুটিং শেষ করা হয়।

কিন্তু অন্যদিকে ছিল রানী রাসমণি ও সৌদামিনীর সংসার। একদিকে রানী রাসমণি 700 পর্বের মাইলস্টোন পেরিয়ে তরতর করে ছুটে চলেছিল 800 পর্বের দিকে। আর অন্যদিকে সেই একই চ্যানেলে শুরু হয়েছিল নতুন ধারাবাহিক সৌদামিনীর সংসার। এই দুটি ধারাবাহিকের কোনটির যেহুতু শেষ হবার কথা নয় তাই সুব্রত রায় প্রশাসনের পক্ষ থেকে আর্টিস্ট ও টেকনিশিয়ানদের অনুরোধ করা হয় কাজ যেন বন্ধ না হয়।তারা খুব শিগগিরই টাকা মিটিয়ে দেবেন। কিন্তু তাতেও শিল্পী ও টেকনিশিয়ানরা রাজি ছিলেন না। তাই আর্টিস ফোরামের মিটিংয়ে তারা সমবেত হয়ে সিদ্ধান্ত নেন যেহেতু ধারাবাহিক দুটি জনপ্রিয়তা তুঙ্গে তাই সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ কে অনুরোধ করা হবে যে তারা যদি অন্ততপক্ষে পারিশ্রমিক মিটিয়ে দিতে আগ্রহী হয়। এর পাশাপাশি শিল্পী ও টেকনিশিয়ানদের বেশ কয়েক মাসের টিডিএস এর টাকাও সময়মতো একাউন্টে জমা পড়েনি।

এই জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে রানী রাসমণি ও সৌদামিনীর সংসার এর শুটিং শুরু করবার জন্য সংশ্লিষ্ট সুব্রত রায় প্রোডাকশন এর পক্ষ থেকে, টেকনিশিয়ান ও ক্যামেরা সরবরাহকারী সংস্থাকে কিছু চেক দেওয়া হয়েছিল।কিন্তু দুর্ভাগ্যবশত সবকটি চেক বাউন্স করে।আর যেহেতু প্রতিবারই সুব্রত রায় প্রোডাকশন এবং তার মালিকানাধীন গোষ্ঠী কোন কথা রাখতে পারিনি তাই আজ অবশেষে বাধ্য হয়ে ফের একবার রানী রাসমণি দারাবাহিক এর শুটিং বন্ধ করে দেওয়া হয়। এর পাশাপাশি এদিন ক্যামেরা সরবরাহকারী সংস্থার পক্ষ থেকেও ধারাবাহিকের সেটে ক্যামেরা এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিতে অস্বীকার করা হয়। তাই এই পরিস্থিতিতে যেহেতু শুটিংয়ের কাজ বন্ধ রয়েছে তাই বেশিরভাগ দিন পুরনো এপিসোড সম্প্রচারিত হচ্ছে বা হাতে থাকা শুটিংয়ের দৃশ্যের সঙ্গে ফ্ল্যাশব্যাক চালিয়ে দর্শকদের সামনে সম্প্রচারিত হচ্ছে।

আর এই খবরটি পাওয়ামাত্র ইটিভি ভারত সিতারা পৌঁছে গিয়েছিল রানী রাসমণি ধারাবাহিকের শুটিং ফ্লোরে যেখানে গিয়ে আমরা আমাদের ক্যামেরায় দেখলাম ধারাবাহিকের কাজ একদমই বন্ধ। ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অনেক আগেই বাড়ি ফিরে গেছেন। এর পাশাপাশি ফ্লোরে তালা ঝুলছে এবং আর্টিস্টদের ঘর তালা বন্ধ।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.