ETV Bharat / sitara

কমার্শিয়াল থিয়েটার নিয়ে দেশের প্রথম তথ্যচিত্র

author img

By

Published : Jul 11, 2020, 4:35 PM IST

Updated : Jul 11, 2020, 5:06 PM IST

উত্তর কলকাতার থিয়েটারের বাণিজ্যিক প্রথাকে উৎসর্গ করে তৈরি হয়েছে তথ্যচিত্র 'স্পটলাইট' ।

Bengali commercial theatre
Bengali commercial theatre

কলকাতা : কলকাতার আন্তঃবিষয়ক শিল্পী ও অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে তথ্যচিত্র 'স্পটলাইট' । উত্তর কলকাতার থিয়েটারের বাণিজ্যিক প্রথাকে উৎসর্গ করে তিনি তৈরি করেছেন একটি তথ্যচিত্রটি । 'ব্রডওয়ে অফ বেঙ্গল' কিংবা পাবলিক থিয়েটারকে তুলে ধরা হয়েছে সেখানে । সৌমিত্র চট্টোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, নীরজ কবির মতো স্বনামধন্য নাট্যব্যক্তিত্বরা এই তথ্যচিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন । খোঁজ নিল ETV ভারত সিতারা ।


বাংলার নাটক কিন্তু একসময় সীমাবদ্ধ ছিল কেবলমাত্র ধনীদের অন্দরমহলেই । সেই থিয়েটারকে জনগণের উপভোগ্য করেছিলেন গিরিশচন্দ্র ঘোষের মতো বেশ কয়েকজন দিকপাল । তাঁদের উদ্যোগ ও লড়াইয়ের ফসলই এই পাবলিক থিয়েটার । এই বিষয়টিকেই খুব সুন্দরভাবে একটি 35 মিনিটের তথ্যচিত্র মারফৎ তুলে ধরেছেন সুজয়প্রসাদ ।

Bengali commercial theatre
.
সৈকত মজুমদারের উপন্যাস 'দা ফায়ারবার্ড' থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে 'স্পটলাইট' । ফেলে আসা একটা সময়কে মনে করতে চেয়েছেন সুজয়, তাঁর ভালোবাসা দিয়ে ফেরাতে চেয়েছেন এমন একটা সময়কে যেখানে বাণিজ্যিক থিয়েটার হয়ে ওঠে জীবনযাত্রার আধার । সুজয় বলেন, "'দা ফায়ারবার্ড' বইটি আমার কল্পনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে । থিয়েটারের সঙ্গে এতগুলো বছর যুক্ত থাকার জন্য আমার নিজেরও স্মৃতির অভাব নেই । সেই কারণেই মূলত এই ডকুমেন্টারি বানাই ।"এই তথ্যচিত্রে কাস্ট করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়, নীরজ কবি, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সোহাগ সেন, দামিনী বেনি বসু, ব্রাত্য বসু, পৌলমি বোস, সৌনক চক্রবর্তী, রত্না ঘোষাল কে। তথ্যচিত্রটি শুরু করবেন ব্রাত্য । সৌমিত্র চট্টোপাধ্যায় ও কন্যা পৌলমী বোস 'রংমহল' নাট্যদলের 'নীলকণ্ঠ' নাটকের একটি অংশ পাঠ করবেন । বাংলা থিয়েটারের ঐতিহ্য নিয়ে কথা বলবেন সোহাগ সেন । 'নহবত' নাটকের একটি অংশ পড়বেন রত্না ঘোষাল। 'নান্দীকার'এর পুরোনো কিছু স্মৃতির উল্লেখ করবেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং বলিউড অভিনেতা নীরজ কবি 'দা ফায়ারবার্ড' উপন্যাসের কিছু অংশ পড়বেন ।
Bengali commercial theatre
.

'স্পটলাইট'এর মূল ভাবনা ও পরিচালনা সুজয়প্রসাদের । গবেষণা ও বিষয়বস্তুর উপর কাজ করেছেন রুদ্ররূপ মুখোপাধ্যায় । ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সংগীত পরিচালনা করেছেন রাতুল শংকর । সেই সঙ্গে সম্পাদনা করেছেন উত্তরণ দে । ক্যামেরার দায়িত্ব সামলেছেন সার্থক আশ এবং রিসার্চে সাহায্য করেছেন তুফান সিংহরায় । এস.পি.সি.ক্রাফট ও ঘোষ কম্পানির সহযোগিতায় তৈরি হয়েছে এই তথ্যচিত্র । জুলাই মাসেই দর্শকদের দোরগোড়ায় এসে কড়া নাড়বে 'স্পটলাইট' ।




কলকাতা : কলকাতার আন্তঃবিষয়ক শিল্পী ও অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে তথ্যচিত্র 'স্পটলাইট' । উত্তর কলকাতার থিয়েটারের বাণিজ্যিক প্রথাকে উৎসর্গ করে তিনি তৈরি করেছেন একটি তথ্যচিত্রটি । 'ব্রডওয়ে অফ বেঙ্গল' কিংবা পাবলিক থিয়েটারকে তুলে ধরা হয়েছে সেখানে । সৌমিত্র চট্টোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, নীরজ কবির মতো স্বনামধন্য নাট্যব্যক্তিত্বরা এই তথ্যচিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন । খোঁজ নিল ETV ভারত সিতারা ।


বাংলার নাটক কিন্তু একসময় সীমাবদ্ধ ছিল কেবলমাত্র ধনীদের অন্দরমহলেই । সেই থিয়েটারকে জনগণের উপভোগ্য করেছিলেন গিরিশচন্দ্র ঘোষের মতো বেশ কয়েকজন দিকপাল । তাঁদের উদ্যোগ ও লড়াইয়ের ফসলই এই পাবলিক থিয়েটার । এই বিষয়টিকেই খুব সুন্দরভাবে একটি 35 মিনিটের তথ্যচিত্র মারফৎ তুলে ধরেছেন সুজয়প্রসাদ ।

Bengali commercial theatre
.
সৈকত মজুমদারের উপন্যাস 'দা ফায়ারবার্ড' থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে 'স্পটলাইট' । ফেলে আসা একটা সময়কে মনে করতে চেয়েছেন সুজয়, তাঁর ভালোবাসা দিয়ে ফেরাতে চেয়েছেন এমন একটা সময়কে যেখানে বাণিজ্যিক থিয়েটার হয়ে ওঠে জীবনযাত্রার আধার । সুজয় বলেন, "'দা ফায়ারবার্ড' বইটি আমার কল্পনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে । থিয়েটারের সঙ্গে এতগুলো বছর যুক্ত থাকার জন্য আমার নিজেরও স্মৃতির অভাব নেই । সেই কারণেই মূলত এই ডকুমেন্টারি বানাই ।"এই তথ্যচিত্রে কাস্ট করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়, নীরজ কবি, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সোহাগ সেন, দামিনী বেনি বসু, ব্রাত্য বসু, পৌলমি বোস, সৌনক চক্রবর্তী, রত্না ঘোষাল কে। তথ্যচিত্রটি শুরু করবেন ব্রাত্য । সৌমিত্র চট্টোপাধ্যায় ও কন্যা পৌলমী বোস 'রংমহল' নাট্যদলের 'নীলকণ্ঠ' নাটকের একটি অংশ পাঠ করবেন । বাংলা থিয়েটারের ঐতিহ্য নিয়ে কথা বলবেন সোহাগ সেন । 'নহবত' নাটকের একটি অংশ পড়বেন রত্না ঘোষাল। 'নান্দীকার'এর পুরোনো কিছু স্মৃতির উল্লেখ করবেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং বলিউড অভিনেতা নীরজ কবি 'দা ফায়ারবার্ড' উপন্যাসের কিছু অংশ পড়বেন ।
Bengali commercial theatre
.

'স্পটলাইট'এর মূল ভাবনা ও পরিচালনা সুজয়প্রসাদের । গবেষণা ও বিষয়বস্তুর উপর কাজ করেছেন রুদ্ররূপ মুখোপাধ্যায় । ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সংগীত পরিচালনা করেছেন রাতুল শংকর । সেই সঙ্গে সম্পাদনা করেছেন উত্তরণ দে । ক্যামেরার দায়িত্ব সামলেছেন সার্থক আশ এবং রিসার্চে সাহায্য করেছেন তুফান সিংহরায় । এস.পি.সি.ক্রাফট ও ঘোষ কম্পানির সহযোগিতায় তৈরি হয়েছে এই তথ্যচিত্র । জুলাই মাসেই দর্শকদের দোরগোড়ায় এসে কড়া নাড়বে 'স্পটলাইট' ।




Last Updated : Jul 11, 2020, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.