ETV Bharat / sitara

11 বছরে পা নাট্যদল 'প্রাচ্য'-র - kolkata

আগামীকাল 11 বছর পূর্ণ করবে নাট্যদল প্রাচ্য । জন্মদিন উপলক্ষে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে সন্ধ্যা 6 টায় আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের । সম্মান দেওয়া হবে নাট্যশিল্পী ও নির্দেশক প্রবীর গুহকে । দেবাশিস দাশগুপ্তর নাটকের গান শোনানো হবে অনুষ্ঠানে । এছাড়াও মঞ্চস্থ হবে 'প্রাচ্য'-র তরুণদের দ্বারা অভিনীত নাটক 'কনডেমড সেল' ।

প্রাচ্য
author img

By

Published : Aug 18, 2019, 3:50 PM IST

কলকাতা : 11 বছর আগে 19 অগাস্ট নাট্যদল 'প্রাচ্য'-র জন্ম । জন্মদিন উপলক্ষে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে সন্ধ্যা 6 টায় আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের । অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানালেন নাট্যদলের অভিনেতা দেবশংকর হালদার ।

এই অনুষ্ঠানে সম্মান দেওয়া হবে নাট্যশিল্পী ও নির্দেশক প্রবীর গুহকে । দেবাশি, দাশগুপ্তর নাটকের গান শোনানো হবে অনুষ্ঠানে । মঞ্চস্থ হবে 'প্রাচ্য'-র তরুণদের দ্বারা অভিনীত নাটক 'কনডেমড সেল' । নাটকটির নির্দেশনা করেছেন দেবকুমার পাল ।

দেবশংকর হালদার বলেন, "19 আগস্টের অনুষ্ঠানে কী ধরনের নাটক উপস্থাপনা হবে, কীভাবে অনুষ্ঠান সার্থকতার দিকে এগোবে, সেই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মুখিয়ে আছি । আমি চাইব আপনারা যারা নাট্যপ্রেমী মানুষ, যারা প্রাচ্যকে ভালোবাসেন, আপনারা 19 অগাস্ট সন্ধ্যা 6 টায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে আসবেন ।"

তিনি আরও বলেন, "প্রাচ্যের তরুণদের নাটক, প্রবীর গুহর সম্মান এবং সেই শিল্পীর গান শুনবেন, যার গান আমরা সর্বক্ষণ স্মরণ করতে থাকি, সেই দেবাশিস দাশগুপ্তর গানকে মনের মধ্যে আরও একবার বাজিয়ে নিই । সব মিলিয়ে প্রাচ্যের 19 অগাস্টের অনুষ্ঠান যে সফল হবেই, এই ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস আছে । আপনারা আসুন, আমি অপেক্ষায় আছি ।"

কলকাতা : 11 বছর আগে 19 অগাস্ট নাট্যদল 'প্রাচ্য'-র জন্ম । জন্মদিন উপলক্ষে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে সন্ধ্যা 6 টায় আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের । অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানালেন নাট্যদলের অভিনেতা দেবশংকর হালদার ।

এই অনুষ্ঠানে সম্মান দেওয়া হবে নাট্যশিল্পী ও নির্দেশক প্রবীর গুহকে । দেবাশি, দাশগুপ্তর নাটকের গান শোনানো হবে অনুষ্ঠানে । মঞ্চস্থ হবে 'প্রাচ্য'-র তরুণদের দ্বারা অভিনীত নাটক 'কনডেমড সেল' । নাটকটির নির্দেশনা করেছেন দেবকুমার পাল ।

দেবশংকর হালদার বলেন, "19 আগস্টের অনুষ্ঠানে কী ধরনের নাটক উপস্থাপনা হবে, কীভাবে অনুষ্ঠান সার্থকতার দিকে এগোবে, সেই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মুখিয়ে আছি । আমি চাইব আপনারা যারা নাট্যপ্রেমী মানুষ, যারা প্রাচ্যকে ভালোবাসেন, আপনারা 19 অগাস্ট সন্ধ্যা 6 টায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে আসবেন ।"

তিনি আরও বলেন, "প্রাচ্যের তরুণদের নাটক, প্রবীর গুহর সম্মান এবং সেই শিল্পীর গান শুনবেন, যার গান আমরা সর্বক্ষণ স্মরণ করতে থাকি, সেই দেবাশিস দাশগুপ্তর গানকে মনের মধ্যে আরও একবার বাজিয়ে নিই । সব মিলিয়ে প্রাচ্যের 19 অগাস্টের অনুষ্ঠান যে সফল হবেই, এই ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস আছে । আপনারা আসুন, আমি অপেক্ষায় আছি ।"

Intro:দেখতে দেখতে ১১ বছর পেরিয়ে গেল 'প্রাচ্য' নাট্যদল। ১৯ অগাস্ট দলের জন্মদিন। জন্মদিনকে উপলক্ষ করে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে সন্ধ্যা ৬টায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছে 'প্রাচ্য'। অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিতভাবে বললেন নাট্যদলের অভিনেতা অতি জনপ্রিয় দেবশংকর হালদার।


Body:এই অনুষ্ঠানে প্রাচ্য সম্মান দেওয়া হবে নাট্যশিল্পী এবং নির্দেশক প্রবীর গুহকে। এবং এর পরবর্তী পর্যায়ে একটি ছোটো অনুষ্ঠান আছে। দেবাশিস দাশগুপ্তর নাটকের গান শোনানো হবে অনুষ্ঠানে। এসবের পরে অনুষ্ঠানে মঞ্চস্থ হবে প্রাচ্যের তরুণদের দ্বারা অভিনীত নাটক 'কনডেমড সেল'। এই নাটকে নির্দেশনা করেছেন দেবকুমার পাল।




Conclusion:দেবশংকর হালদার বললেন, "আমি ব্যক্তিগতভাবে ১৯ আগস্টের অনুষ্ঠান কী ধরনের নাটক উপস্থাপনা হবে, কীভাবে অনুষ্ঠান সার্থকতার দিকে এগোবে, সেই ব্যাপারে মুখিয়ে আছি। আমি চাইব আপনারা যাঁরা নাট্যপ্রেমী মানুষ, যাঁরা প্রাচ্যকে ভালোবাসেন, আপনারা ১৯ অগাস্ট সন্ধ্যা ৬টায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে আসবেন, 'প্রাচ্য'র তরুণদের নাটক, প্রবীর গুহর সম্মান এবং সেই শিল্পীর গান শুনবেন, যাঁর গান আমরা সর্বক্ষণ স্মরণ করতে থাকি, সেই দেবাশিস দাশগুপ্তার গানকে মনের মধ্যে আরও একবার বাজিয়ে নিই। সব মিলিয়ে 'প্রাচ্য'র ১৯ অগাস্টের অনুষ্ঠান যে সফল হবেই, এই ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস আছে। আপনারা আসুন, আমি অপেক্ষায় আছি।"


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.