কলকাতা : ফেডারেশনের ডাকা বার্ষিক সাধারণ সভা ছিল আজ । সেখানে ঘোষণা করা হল আগামী সাতদিনের মধ্যে চ্যানেলের মধ্যস্থতায় সমস্ত টেকনিশিয়ানরা তাঁদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন ।
গত তিন মাস ধরে পাঁচটি বাংলা ধারাবাহিকের শিল্পী ও টেকনিশিয়ানরা তাঁদের প্রাপ্য পারিশ্রমিক পাচ্ছেন না । এই নিয়ে প্রধান অভিযুক্ত দাগ ক্রিয়েটিভ মিডিয়ার প্রধান রানা সরকার, চ্যানেল কর্তৃপক্ষ, ফেডারেশন ও আর্টিস্ট ফোরামের মধ্যে অনেক আলোচনা হয় । কিন্তু তারপরও গতকাল পর্যন্ত শুধুমাত্র আর্টিস্টরা তাঁদের প্রাপ্য টাকা পেয়েছেন । তাই টেকনিশিয়ানদের মধ্যে দেখা দিচ্ছিল অসন্তোষ ।
আগামীদিনে যাতে টেকনিশিয়ানরা কাজ বন্ধ না করে, তা মাথায় রেখেই আজ ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্ট ইন্ডিয়ার তরফে একটি বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছিল । যেখানে বাংলার তিনটি প্রথম সারির বিনোদন চ্যানেলের বিজ়নেস হেডরা সভায় জানিয়ে দেন, টেকনিশিয়ানরা আগামী সাতদিনের মধ্যে তাদের সমস্ত টাকা ফেরত পেয়ে যাবেন । আর এই বিষয়ে সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করছে চ্যানেল কর্তৃপক্ষ ।
আজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, শৈবাল ব্যানার্জি, সুশান্ত দাস, নিসপাল সিং রানে, অশোক বিশ্বনাথন, ধ্রুব ব্যানার্জি, অনিন্দ্য সরকার, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রদীপ চুড়িওয়ালা, রাহুল চক্রবর্তী, মানস চক্রবর্তী ও রাজেশ বাজাজ সহ বাংলা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রিজ এর পরিচালক ও টেকনিশিয়ানরা।