কলকাতা : 'মহাপ্রভু শ্রীচৈতন্য' ধারাবাহিকে আগে দর্শকরা দেখেছিলেন, খুব আনন্দ ও ধুমধাম সহকারে নিমাই ও বিষ্ণুপ্রিয়ার বিয়ে সম্পন্ন হয়েছে । বিয়ের পর তারা সুখে শান্তিতে সংসার শুরু করেছে ।
ধারাবাহিকের গল্পে ও বাস্তবে আসছে রথযাত্রা । সেই রথযাত্রাকে কেন্দ্র করে সেজে উঠেছে ধারাবাহিকের সেট । বিষ্ণুপ্রিয়া নিমাই প্রেমে মত্ত । সে ভয় পাচ্ছে নিমাইকে হারিয়ে ফেলার । রাধিকা তাকে বলেছে বিরহ বেদনা সহ্য করতে হতে পারে । নিমাইকে রক্ষা করার জন্য সে সবসময় চিন্তা করে যাচ্ছে ।
গল্পে আর কী কী ঘটছে তা জানতে ETV ভারত পৌঁছে গিয়েছিল শ্রীচৈতন্য ধারাবাহিকের শুটিং ফ্লোরে । কথা হল আর্য ও শ্রীমার সঙ্গে ।