ETV Bharat / sitara

নিমাইয়ের সন্ন্যাস গ্রহণের সঙ্গে শেষ হবে 'মহাপ্রভু শ্রী চৈতন্য' - kolkata

নিমাই এবার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে মা ও বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে যাবেন । সঙ্গে শেষ হবে ধারাবাহিকেরও । ETV ভারত সিতারাকে এমন খবরই দিলেন ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকা আর্য ও শ্রীমা ।

মহাপ্রভু শ্রী চৈতন্য
author img

By

Published : Jul 17, 2019, 10:54 AM IST

Updated : Jul 17, 2019, 12:32 PM IST

কলকাতা : 'মহাপ্রভু শ্রী চৈতন্য' ধারাবাহিকে প্রতি পর্বে নতুন নতুন অনেক কিছুর সাক্ষী থেকেছেন দর্শকরা । যার মধ্যে অন্যতম নিমাই, বিষ্ণুপ্রিয়ার বিয়ে । ধারাবাহিকটি পার করেছে 700 টি পর্বও ।

বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিয়ে হলেও নিমাই বারবার নিজেকে সাধারণ মানুষের মধ্যেই রাখতে চেয়েছেন । তাই ঘর-সংসার সেভাবে করা হয়ে ওঠেনি তাঁর । সম্প্রতি রথযাত্রা উৎসবে নিমাইকে মারার অনেক প্রচেষ্টা করা হয় । কিন্তু সব প্রচেষ্টাকে ব্যর্থ করে নিমাইকে আগলে রাখে বিষ্ণুপ্রিয়া ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এত কিছুর পরেও নিমাই তার মা আর বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গোয়ায় গিয়ে পিণ্ডদান করে চৈতন্যদেব রূপে ভূষিত হতে চলেছে । সেখান থেকে সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে। বিষ্ণুপ্রিয়ার আর নিমাইকে পাওয়া হয় না ।

তবে খারাপ খবর, শেষ হতে চলেছে 'মহাপ্রভু শ্রী চৈতন্য' । দর্শকরা ধারাবাহিকের শেষ পর্বটি দেখতে পাবেন 27 জুলাই । ধারাবাহিক শেষের আগে ETV ভারত সিতারাকে আর্য ও শ্রীমা জানালেন তাদের গল্পের শেষটা ।

কলকাতা : 'মহাপ্রভু শ্রী চৈতন্য' ধারাবাহিকে প্রতি পর্বে নতুন নতুন অনেক কিছুর সাক্ষী থেকেছেন দর্শকরা । যার মধ্যে অন্যতম নিমাই, বিষ্ণুপ্রিয়ার বিয়ে । ধারাবাহিকটি পার করেছে 700 টি পর্বও ।

বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিয়ে হলেও নিমাই বারবার নিজেকে সাধারণ মানুষের মধ্যেই রাখতে চেয়েছেন । তাই ঘর-সংসার সেভাবে করা হয়ে ওঠেনি তাঁর । সম্প্রতি রথযাত্রা উৎসবে নিমাইকে মারার অনেক প্রচেষ্টা করা হয় । কিন্তু সব প্রচেষ্টাকে ব্যর্থ করে নিমাইকে আগলে রাখে বিষ্ণুপ্রিয়া ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এত কিছুর পরেও নিমাই তার মা আর বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গোয়ায় গিয়ে পিণ্ডদান করে চৈতন্যদেব রূপে ভূষিত হতে চলেছে । সেখান থেকে সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে। বিষ্ণুপ্রিয়ার আর নিমাইকে পাওয়া হয় না ।

তবে খারাপ খবর, শেষ হতে চলেছে 'মহাপ্রভু শ্রী চৈতন্য' । দর্শকরা ধারাবাহিকের শেষ পর্বটি দেখতে পাবেন 27 জুলাই । ধারাবাহিক শেষের আগে ETV ভারত সিতারাকে আর্য ও শ্রীমা জানালেন তাদের গল্পের শেষটা ।

Intro:নিমাই সন্ন্যাস গ্রহণ দিয়েই শেষ হতে চলল বাংলা ধারাবাহিক মহাপ্রভু শ্রী চৈতন্য অমিত চক্রবর্তী,কলকাতা: এর আগে মহাপ্রভু শ্রী চৈতন্য ধারাবাহিক এ দর্শকরা অনেক কিছু সাক্ষী থেকেছেন। যার মধ্যে অন্যতম হলো নিমাই ও বিষ্ণুপ্রিয়ার বিয়ে এবং এর পাশাপাশি ধারাবাহিকটির 700 পর্ব পার করা। বিষ্ণুপ্রিয়া সঙ্গে বিয়ে হলেও, নিমাই বারবার নিজেকে সাধারণ মানুষের মধ্যেই রাখতে পছন্দ করেছে।তাই ঘর সংসার আর তার সেভাবে করা হয়ে ওঠেনি। আর সম্প্রতি রথযাত্রা উৎসব গেল, তাতে নিমাইকে মারবার নানা রকমের প্রচেষ্টা করা হয়। কিন্তু সব প্রচেষ্টাকে ব্যর্থ করে বিষ্ণুপ্রিয়া, নিমাই কে আগলে রাখে। কিন্তু এত কিছুর পরেও নিমাই তার মা আর বিষ্ণুপ্রিয়া কে চিরতরে ছেড়ে গোয়ায় পিন্ডদান করে চৈতন্যদেব রূপে ভূষিত হতে চলেছে যেখান থেকে সে চিরকাল এর জন্যই সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে। আর শেষ পর্যন্ত বিষ্ণুপ্রিয়া নিমাইকে পায় না। একদিকে যেমন বিষ্ণুপ্রিয়া নিমাই কে পায় না। ঠিক তেমনি দর্শকদের জন্য আসতে চলেছে একটি দুঃখের খবর। সেটি হলো আগামী 27 তারিখ দর্শকরা শেষবার বাংলা ধারাবাহিক মহাপ্রভু শ্রীচৈতন্য দেখতে পাবেন। কারণ শেষ হতে চলল ধারাবাহিক। ধারাবাহিকটি শেষ হওয়ার আগে একমাত্র ইটিভি ভারত সিতারা সঙ্গে মুখোমুখি হয়ে, আর্য ও শ্রীমা জানালেন তাদের গল্পের শেষটা।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Jul 17, 2019, 12:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.