কলকাতা, 10 জানুয়ারি : 'কোরা পাখি' শেষ হওয়ার পর বেশ কিছুদিন টেলিভিশন থেকে ছুটি নিয়েছিলেন অভিনেতা ঋষি কৌশিক (Rishi Kaushik is coming back in a character of a doctor) । এবার তিনি ফিরছেন স্বমহিমায় । টেলিভিশনের পর্দায় আসছে আসতে চলেছে নতুন ধারাবাহিক 'সোনা রোদের গান' । এই ধারাবাহিকে একজন চিকিৎসকের ভূমিকায় ধরা দেবেন তিনি । এর আগেও এমন ইমেজে দেখা গিয়েছে তাঁকে । 'এখানে আকাশ নীল' ধারাবাহিকের ডাঃ উজান চট্টোপাধ্যায়কে এখনও মনে রেখেছে দর্শক । গাম্ভীর্য, ব্যক্তিত্ব এবং জমজমাট রোম্যান্টিক ইমেজ সব নিয়েই ঋষি কৌশিক বহু নারীর স্বপ্নের রাজকুমার ।
ডাক্তার ছাড়াও বিভিন্ন সময়ে তাঁকে দেখা গিয়েছে বিভিন্ন চরিত্রে ৷ কখনও সাংবাদিক কখনও বা ট্যুর অ্যারেঞ্জারের নানা ধরনের চরিত্রের দৌলতে দর্শকদের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছেন তিনি । এবার তিনি জুটি বাঁধবেন পায়েল দের সঙ্গে । পায়েলের চরিত্রের নাম আনন্দী । প্রোমোতে দেখা গিয়েছে ডাঃ অনুভব আনন্দীর সঙ্গে দেখা করছেন । আনন্দীর কাছে ডাঃ অনুভবের প্রতিজ্ঞা, তিনি আনন্দীর অসুস্থ বাবার মানসিক এবং শারীরিক সমস্যার চিকিৎসার দায়িত্ব নেবেন । কিন্তু তাঁর নিজের বাবা যে চাপের মধ্যে দিয়ে যাচ্ছে তা সামাল দেবে কে? এই প্রশ্নের উত্তর মিলবে ধারাবাহিকেই । এই জানুয়ারিতেই সম্প্রচার শুরু হওয়ার কথা ধারাবাহিকটির । চলছে শুটিং ।
এই ব্যাপারে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে ঋষি কৌশিক বলেন, "এই অতিমারি পরিস্থিতিতে চিকিৎসকেরা যে সত্যিই ভগবান তা আরও একবার প্রমাণিত তা একশ ভাগ সত্যি কথা । তবে, এই সময়ে দাঁড়িয়ে আমার ডাক্তারের চরিত্র পাওয়াটা নিছকই কাকতালীয় । তাই দু‘টো ঘটনাকে আমি রিলেট করছি না । নানা সময়ে আমরা নানা ধরনের চরিত্র করি । কখন কোনটা আসে বোঝা দায় । আমি এর আগেও একবার এমন চরিত্র করেছি । সুতরাং ভাল লাগা আছে চরিত্রটার প্রতি ।"
আরও পড়ুন : স্বপ্ন দেখা গ্রামের জিমন্যাস্টসের গল্প নিয়ে আসছে 'আলতা ফড়িং'
পায়েলের সঙ্গে নতুন জুটি নিয়েও আশাবাদী ঋষি কৌশিক। তিনি বলেন, "পায়েল আমার বহুদিনের পরিচিত । আগেও কাজ করেছি তবে জুটিতে নয় । এবার জুটি বেঁধে কাজ । আশা রাখি আমাদের কেমেস্ট্রি দর্শকের ভাল লাগবে । নতুন জুটি পেয়ে আমিও খুশি ।" ডাঃ অনুভব কি 'এখানে আকাশ নীল'-এর মতোই গম্ভীর? এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, "হ্যাঁ এখানেও গম্ভীর । তবে, অন্য কারণে । ওঁর একটা অতীত আছে যেটা ওঁকে তাড়া করে বেড়ায় । আর তাই তিনি চুপচাপ থাকেন । কারোর কাছে নিজের অনুভূতি দেখান না । কী আছে অনুভবের অতীতে তা সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসবে ধারাবাহিকে ।" প্রসঙ্গত, এই গল্পেও নায়িকা এক কিন্তু নায়ক দুই । একদিকে সৌম্য ব্যানার্জি অন্যদিকে ঋষি কৌশিক । সৌম্য এখানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী । তাঁর সঙ্গে বিয়ে ঠিক হয় আনন্দীর । মূলত দেনাপাওনাঘটিত কারণেই বিয়েটা ভেস্তে যায় তাঁদের । ভেস্তে যাওয়ার কারণেই আনন্দীর বাবার অসুস্থতা । আর সেই অসুস্থতার কারণেই তাঁর সঙ্গে দেখা ডাঃ অনুভবের । বাকিটা জানার অপেক্ষা আর কিছুদিন ।