ETV Bharat / sitara

পথনাটকের মাধ্যমে দেশের হাল দেখানোয় আক্রমণ, প্রতিবাদ সভা নাট্যকর্মীদের - theatre

15 অগাস্ট অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের বাইরে পথনাটকের মাধ্যমে দেশের হাল তুলে ধরেছিলেন নাট্যকর্মী শুভঙ্কর দাশশর্মা । তারপর সেখান থেকে বাড়ি ফেরার পথে দমদম স্টেশনের কাছে দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় । তার প্রতিবাদে আজ প্রতিবাদ সভার আয়োজন করেন নাট্যকর্মীরা ।

শুভঙ্কর দাশশর্মা
author img

By

Published : Aug 18, 2019, 7:17 PM IST

Updated : Aug 18, 2019, 7:37 PM IST

কলকাতা : স্বাধীনতা দিবসে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের বাইরে জমায়েত হয়েছিলেন বহু মানুষ । তাঁদের উদ্দেশ্য ছিল দেশজুড়ে সাম্প্রদায়িক বিদ্বেষ ও মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ করা । তাঁদের মধ্যে ছিলেন একালের অন্যতম নাট্যকর্মী শুভঙ্কর দাশশর্মা । একটি পথনাটকের মধ্য দিয়ে তিনি সেখানে তুলে ধরেছিলেন দেশের ঝাঁজরা কাঠামোকে । সেখান থেকে ফেরার পথে শুভঙ্করকে দমদম স্টেশনের কাছে কয়েকজন দুষ্কৃতী আক্রমণ করে । চোখে বাম লাগিয়ে মারধর করা হয় তাঁকে । ঘটনার তীব্র নিন্দা করেছেন নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন ।

শুভঙ্কর বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি । নাট্যকর্মীদের বক্তব্য, "শুভঙ্করের মাথায় আঘাত শুধু তাঁর মাথায় আঘাত নয় । এটি থিয়েটারের পাঁজরেও লাথি । এটা মানুষের যুক্তিবাদ, মুক্তচিন্তার শ্বাসরোধ ।"

Shubhankar Sharma
নাট্যকর্মীদের আয়োজিত প্রতিবাদ সভা

শুভঙ্করের উপর এই হামলার বিরুদ্ধে দমদম স্টেশন চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করেছেন নাট্যকর্মীরা । কৌশিক সেন ঘটনার নিন্দা করে বলেন, "এই প্রতিবাদে আমার পূর্ণ সমর্থন রয়েছে । প্রথমত, কে মেরেছে তা বোঝা যাচ্ছে না । ওকে যারা মেরেছে, রাখির দিন দিদির নামে বাজে কথা বলেছিস, এই কথা বলে মেরেছে । সেখান থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল করেছে । আবার যেই নাটকটা মঞ্চস্থ হয়েছে সেটা অ্যান্টি BJP ।"

তিনি আরও বলেন, "এখন পশ্চিমবঙ্গের যা অবস্থা, সেখানে হয়তো গোটা পশ্চিমবঙ্গবাসীর চোখেই বাম লাগান । সত্যি খুব হেজি । দুটো পার্টি সমান গুন্ডামি করছে । একদিকে থানায় ঢুকে পুলিশকে মারা হচ্ছে । একজন নাট্যকর্মীকে মারবে এ আর বেশি কথা কী! তর্কের খাতিরে যদি ধরেও নিই এটা প্রশাসনের দায় হয়, যদি BJP কর্মীরা একাজ করে, তাহলেও তো প্রশাসন দায় এড়াতে পারে না । আর যদি তৃণমূলকর্মীরা করে তাহলে গড ব্লেস দেম । কেননা BJP ক্ষমতায় আসার জন্য মুখিয়ে রয়েছে । দুটো দল এমনভাবে গুন্ডামি করছে, মারপিট করছে, সেখানে সাধারণ মানুষের টিকে থাকাটা দায় হয়ে উঠছে । থিয়েটার নিয়ে যদি কোনও মানুষকে প্রশ্ন করা হয়, অর্ধেক লোক উত্তর দেবে থিয়েটার আমি দেখি না । কিন্তু মজার কথা হচ্ছে সব থেকে বেশি মার খায় কিন্তু থিয়েটারে লোকেরা । তখন তাদের থিয়েটার করাটা, সেটা টার্গেট হয়ে যায় । সেখান থেকে প্রমাণিত হয়, যে থিয়েটারের মধ্যে একটা জোর আছে । সেই জোর যে কোনও রঙের শাসকদলই ভয় পায় ।"

কলকাতা : স্বাধীনতা দিবসে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের বাইরে জমায়েত হয়েছিলেন বহু মানুষ । তাঁদের উদ্দেশ্য ছিল দেশজুড়ে সাম্প্রদায়িক বিদ্বেষ ও মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ করা । তাঁদের মধ্যে ছিলেন একালের অন্যতম নাট্যকর্মী শুভঙ্কর দাশশর্মা । একটি পথনাটকের মধ্য দিয়ে তিনি সেখানে তুলে ধরেছিলেন দেশের ঝাঁজরা কাঠামোকে । সেখান থেকে ফেরার পথে শুভঙ্করকে দমদম স্টেশনের কাছে কয়েকজন দুষ্কৃতী আক্রমণ করে । চোখে বাম লাগিয়ে মারধর করা হয় তাঁকে । ঘটনার তীব্র নিন্দা করেছেন নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন ।

শুভঙ্কর বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি । নাট্যকর্মীদের বক্তব্য, "শুভঙ্করের মাথায় আঘাত শুধু তাঁর মাথায় আঘাত নয় । এটি থিয়েটারের পাঁজরেও লাথি । এটা মানুষের যুক্তিবাদ, মুক্তচিন্তার শ্বাসরোধ ।"

Shubhankar Sharma
নাট্যকর্মীদের আয়োজিত প্রতিবাদ সভা

শুভঙ্করের উপর এই হামলার বিরুদ্ধে দমদম স্টেশন চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করেছেন নাট্যকর্মীরা । কৌশিক সেন ঘটনার নিন্দা করে বলেন, "এই প্রতিবাদে আমার পূর্ণ সমর্থন রয়েছে । প্রথমত, কে মেরেছে তা বোঝা যাচ্ছে না । ওকে যারা মেরেছে, রাখির দিন দিদির নামে বাজে কথা বলেছিস, এই কথা বলে মেরেছে । সেখান থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল করেছে । আবার যেই নাটকটা মঞ্চস্থ হয়েছে সেটা অ্যান্টি BJP ।"

তিনি আরও বলেন, "এখন পশ্চিমবঙ্গের যা অবস্থা, সেখানে হয়তো গোটা পশ্চিমবঙ্গবাসীর চোখেই বাম লাগান । সত্যি খুব হেজি । দুটো পার্টি সমান গুন্ডামি করছে । একদিকে থানায় ঢুকে পুলিশকে মারা হচ্ছে । একজন নাট্যকর্মীকে মারবে এ আর বেশি কথা কী! তর্কের খাতিরে যদি ধরেও নিই এটা প্রশাসনের দায় হয়, যদি BJP কর্মীরা একাজ করে, তাহলেও তো প্রশাসন দায় এড়াতে পারে না । আর যদি তৃণমূলকর্মীরা করে তাহলে গড ব্লেস দেম । কেননা BJP ক্ষমতায় আসার জন্য মুখিয়ে রয়েছে । দুটো দল এমনভাবে গুন্ডামি করছে, মারপিট করছে, সেখানে সাধারণ মানুষের টিকে থাকাটা দায় হয়ে উঠছে । থিয়েটার নিয়ে যদি কোনও মানুষকে প্রশ্ন করা হয়, অর্ধেক লোক উত্তর দেবে থিয়েটার আমি দেখি না । কিন্তু মজার কথা হচ্ছে সব থেকে বেশি মার খায় কিন্তু থিয়েটারে লোকেরা । তখন তাদের থিয়েটার করাটা, সেটা টার্গেট হয়ে যায় । সেখান থেকে প্রমাণিত হয়, যে থিয়েটারের মধ্যে একটা জোর আছে । সেই জোর যে কোনও রঙের শাসকদলই ভয় পায় ।"

Intro:কয়েকদিন আগে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের চত্বরে এটি নাটক প্রদর্শন করা হয়েছিল। নাটকটির অন্যতম উদ্যোক্তা ছিলেন নাট্যকর্মী শুভঙ্কর দাশশর্মা। বাড়ি ফেরার সময় দমদম স্টেশন চত্বরে কিছু দুষ্কৃতির হাতে তিনি আক্রান্ত হন। আশঙ্কাজনক অবস্থায় শুভঙ্কর এখন হাসপাতালে ভর্তি। এই ঘটনার প্রতিবাদে দমদম স্টেশনের বাইরে একটি জমায়েতে সামিল থাকবেন নাট্যজগতের অনেকেই। ETV ভারত সিতারার কাছে ঘটনার তীব্র নিন্দা করেছেন নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন।


Body:এবছর ১৫ অগাস্টের ঘটনা। স্বাধীনতা দিবসে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের বাইরে, গাছতলায় দেশজুড়ে সাম্প্রদায়িক বিদ্বেষ ও মৌলবাদের বিরুদ্ধে জমায়াত করেছিলেন অনেকেই। তাঁদের মধ্যে ছিলেন একালের অন্যতম নাট্যকর্মী শুভঙ্কর দাশশর্মা। একটি পথনাটকের মধ্যে দিয়ে দেশের ঝাঁজরা কাঠামো তুলে ধরা হয়েছিল এদিন। নাট্যকর্মীদের অভিযোগ, আয়োজক শুভঙ্কর দাশশর্মাকে দমদম স্টেশনের চাতাল থেকে টেনেহিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে গিয়ে বেধড়ক মারা হয়। শারীরিক অত্যাচার চলতে থাকে। চোখে বাম লাগিয়ে সাময়িকভাবে দৃষ্টিলোপ ঘটানোর চেষ্টা করা হয়। শুভঙ্কর নাট্যকর্মী, যুক্তিবাদী মানুষ। নাট্যকর্মীদের বক্তব্য, "শুভঙ্করের মাথায় আঘাত শুধু তাঁর মাথায় আঘাত নয়। এটি থিয়েটারের পাঁজরে লাথি। এটা মানুষের যুক্তিবাদ, মুক্তচিন্তার শ্বাসরোধ।"


Conclusion:নাট্যকর্মী শুভঙ্কর দাশশর্মার উপর, থিয়েটারের উপর, মুক্তচিন্তার উপর, মানুষের মৌলিক অধিকারের উপর, শাসকের হামলার বিরুদ্ধে, সমস্ত থিয়েটারপ্রেমী, সুস্থ মস্তিষ্কসম্পন্ন যুক্তিবাদী, মুক্তচিন্তার মানুষদের যৌথ প্রতিবাদ সভার আয়োজন করেছেন নাট্যকর্মীরা। ঘটনার তীব্র নিন্দা করেছেন নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন। ETV ভারত সিতারাকে তিনি বলেছেন, "এই প্রতিবাদে আমার পূর্ণ সমর্থন রয়েছে। প্রথমত, কে মেরেছে তা বোঝা যাচ্ছে না। ওকে যারা মেরেছে, রাখির দিন দিদির নামে বাজে কথা বলেছিস, এই কথা বলে মেরেছে। সেখান থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল করেছে। আবার যেই নাটকটা মঞ্চস্থ হয়েছে সেটা অ্যান্টি বিজেপি। এখন পশ্চিমবঙ্গের যা অবস্থা, সেখানে হয়তো গোটা পশ্চিমবঙ্গবাসীর চোখেই বাম লাগান। সত্যি খুব হেজি। দুটো পার্টি সমান গুন্ডামি করছে। একদিকে থানায় ঢুকে পুলিশকে মারা হচ্ছে। একজন নাট্যকর্মীকে মারবে এ আর বেশি কথা কী! তর্কের খাতিরে যদি ধরেও নিই এটা প্রশাসনের দায় হয়, যদি বিজেপি করে, তাহলেও তো প্রশাসনের দায় এড়াতে পারে না। আর যদি তৃণমূল করে তাহলে গড ব্লেস থেম। কেননা বিজেপি পাওয়ারে আসার জন্য মুখিয়ে রয়েছে। দুটো দল এমনভাবে গুন্ডামি করছে, মারপিট করছে, সেখানে সাধারণ মানুষের টিকে থাকাটা দায় হয়ে উঠছে। থিয়েটার নিয়ে যদি কোনও মানুষকে প্রশ্ন করা হয়, অর্ধেক লোক উত্তর দেবে থিয়েটার আমি দেখি না। কিন্তু মজার কথা হচ্ছে সব থেকে বেশি মার খায় কিন্তু থিয়েটারে লোকেরা। তখন তাদের থিয়েটার করাটা, সেটা টার্গেট হয়ে যায়। সেখান থেকে প্রমাণিত হয়, যে থিয়েটারের মধ্যে একটা জোর আছে। সেই জোর যে কোনও রঙের শাসকদলই ভয় পায়।"
Last Updated : Aug 18, 2019, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.