কলকাতা : স্বাধীনতা দিবসে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের বাইরে জমায়েত হয়েছিলেন বহু মানুষ । তাঁদের উদ্দেশ্য ছিল দেশজুড়ে সাম্প্রদায়িক বিদ্বেষ ও মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ করা । তাঁদের মধ্যে ছিলেন একালের অন্যতম নাট্যকর্মী শুভঙ্কর দাশশর্মা । একটি পথনাটকের মধ্য দিয়ে তিনি সেখানে তুলে ধরেছিলেন দেশের ঝাঁজরা কাঠামোকে । সেখান থেকে ফেরার পথে শুভঙ্করকে দমদম স্টেশনের কাছে কয়েকজন দুষ্কৃতী আক্রমণ করে । চোখে বাম লাগিয়ে মারধর করা হয় তাঁকে । ঘটনার তীব্র নিন্দা করেছেন নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন ।
শুভঙ্কর বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি । নাট্যকর্মীদের বক্তব্য, "শুভঙ্করের মাথায় আঘাত শুধু তাঁর মাথায় আঘাত নয় । এটি থিয়েটারের পাঁজরেও লাথি । এটা মানুষের যুক্তিবাদ, মুক্তচিন্তার শ্বাসরোধ ।"
শুভঙ্করের উপর এই হামলার বিরুদ্ধে দমদম স্টেশন চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করেছেন নাট্যকর্মীরা । কৌশিক সেন ঘটনার নিন্দা করে বলেন, "এই প্রতিবাদে আমার পূর্ণ সমর্থন রয়েছে । প্রথমত, কে মেরেছে তা বোঝা যাচ্ছে না । ওকে যারা মেরেছে, রাখির দিন দিদির নামে বাজে কথা বলেছিস, এই কথা বলে মেরেছে । সেখান থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল করেছে । আবার যেই নাটকটা মঞ্চস্থ হয়েছে সেটা অ্যান্টি BJP ।"
তিনি আরও বলেন, "এখন পশ্চিমবঙ্গের যা অবস্থা, সেখানে হয়তো গোটা পশ্চিমবঙ্গবাসীর চোখেই বাম লাগান । সত্যি খুব হেজি । দুটো পার্টি সমান গুন্ডামি করছে । একদিকে থানায় ঢুকে পুলিশকে মারা হচ্ছে । একজন নাট্যকর্মীকে মারবে এ আর বেশি কথা কী! তর্কের খাতিরে যদি ধরেও নিই এটা প্রশাসনের দায় হয়, যদি BJP কর্মীরা একাজ করে, তাহলেও তো প্রশাসন দায় এড়াতে পারে না । আর যদি তৃণমূলকর্মীরা করে তাহলে গড ব্লেস দেম । কেননা BJP ক্ষমতায় আসার জন্য মুখিয়ে রয়েছে । দুটো দল এমনভাবে গুন্ডামি করছে, মারপিট করছে, সেখানে সাধারণ মানুষের টিকে থাকাটা দায় হয়ে উঠছে । থিয়েটার নিয়ে যদি কোনও মানুষকে প্রশ্ন করা হয়, অর্ধেক লোক উত্তর দেবে থিয়েটার আমি দেখি না । কিন্তু মজার কথা হচ্ছে সব থেকে বেশি মার খায় কিন্তু থিয়েটারে লোকেরা । তখন তাদের থিয়েটার করাটা, সেটা টার্গেট হয়ে যায় । সেখান থেকে প্রমাণিত হয়, যে থিয়েটারের মধ্যে একটা জোর আছে । সেই জোর যে কোনও রঙের শাসকদলই ভয় পায় ।"