কলকাতা : অভিনেতা জিতু কমলকে হেনস্থার ঘটনায় সুয়ো মোটো মামলা করল পুলিশ । আজ সকালে ঘটনার অভিযোগ দায়ের করতে পঞ্চসায়র থানায় গিয়েছিলেন জিতু । তখনই জানতে পারেন, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে সুয়ো মোটো মামলা করেছে ।
থানা থেকে বেরিয়ে ETV ভারত সিতারাকে তিনি বলেন, "আমি থানায় এসে দেখি পুলিশ FIR করেছে অভিযুক্তর বিরুদ্ধে । সেই FIR-র ডকুমেন্ট আমার হাতে এসেছে । অভিযুক্তর গাড়ি বাজেয়াপ্ত করতে পুলিশ যাচ্ছে সেই বাড়িতে । তবে আমি নিশ্চিন্ত হতে পারছি না । আমার 11 টা থেকে শুটিংয়ের কলটাইম থাকায় আমি থানা থেকে বেরিয়ে সোজা শুটিং ফ্লোরে চলে আসি । FIR-র কপি রাখা আছে আমার ড্রাইভারের কাছে । ওই বাড়িতে আমি আমার একটি ছেলে পাঠিয়েছি । যাতে সে গাড়ি বাজেয়াপ্ত হওয়ার ভিডিয়ো আমাকে পাঠাতে পারে । তাহলেই আমি নিশ্চিন্ত হতে পারব ।"
গতকাল গভীর রাতে পাটুলি এলাকায় হেনস্থার শিকার হন অভিনেতা জিতু কমল । অভিযোগ, পিছন থেকে একটি গাড়ি এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে । তাঁকে গালিগালাজও করা হয় । জিতু আরও জানান, অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিলেন ।