ETV Bharat / sitara

100 পর্বের সেলিব্রেশন করল 'নটী বিনোদিনী' - 100 episodes

তিন মাস আগে পথ চলা শুরু 'নটী বিনোদিনী'-র । গতকাল পার করল 100 টি পর্ব । এই উপলক্ষে ধারাবাহিকের সেটে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের । ধারাবাহিকের সব কলাকুশলীরা একসঙ্গে কাটলেন কেক । উদযাপন করলেন বিশেষ দিনটি ।

নটী বিনোদিনী
author img

By

Published : Jul 5, 2019, 8:14 AM IST

Updated : Jul 5, 2019, 2:06 PM IST

কলকাতা : উত্তর কলকাতার স্টার থিয়েটার কে না চেনে ! কিন্তু যদি বলি হাতিবাগানের এই থিয়েটারের নাম হওয়ার কথা ছিল নটী বিনোদিনী মঞ্চ, তাহলে সেটা অনেকেরই অজানা । তবে কিছু কারণের জন্য নটী বিনোদিনী মঞ্চ আর গড়ে ওঠেনি । কিন্তু কী সেই কারণ ? কেন সেসময়ের অভিনেত্রী নটী বিনোদিনীর নামে তৈরি হল না মঞ্চ ? সেসব জানাতেই শুরু হয়েছিল 'নটী বিনোদিনী' ধারাবাহিকটির ।

noti binodini
100 পর্বের সেলিব্রেশনে কেক কাটলেন কলাকুশলীরা

পরিচালক জন হালদার বলেন, "নটী বিনোদিনী একটা খুব বড় বিষয় । এটা একটা ক্লাসিক । নটী বিনোদিনী নিয়ে কাজ করার ইচ্ছে আমার বহুদিনের । ইচ্ছে আছে পরে এর উপর ছবি বানানোরও । দর্শকদের ভালো লেগেছে । আমি খুব খুশি । বউমা-শাশুড়ির গল্প থেকে বেরিয়ে এরকম একটা অন্য ধরনের গল্পের উপর কাজ করতে পেরে আমি খুব খুশি ।"

100 পর্বের সেলিব্রেশন দেখুন ভিডিয়োয়

কলকাতা : উত্তর কলকাতার স্টার থিয়েটার কে না চেনে ! কিন্তু যদি বলি হাতিবাগানের এই থিয়েটারের নাম হওয়ার কথা ছিল নটী বিনোদিনী মঞ্চ, তাহলে সেটা অনেকেরই অজানা । তবে কিছু কারণের জন্য নটী বিনোদিনী মঞ্চ আর গড়ে ওঠেনি । কিন্তু কী সেই কারণ ? কেন সেসময়ের অভিনেত্রী নটী বিনোদিনীর নামে তৈরি হল না মঞ্চ ? সেসব জানাতেই শুরু হয়েছিল 'নটী বিনোদিনী' ধারাবাহিকটির ।

noti binodini
100 পর্বের সেলিব্রেশনে কেক কাটলেন কলাকুশলীরা

পরিচালক জন হালদার বলেন, "নটী বিনোদিনী একটা খুব বড় বিষয় । এটা একটা ক্লাসিক । নটী বিনোদিনী নিয়ে কাজ করার ইচ্ছে আমার বহুদিনের । ইচ্ছে আছে পরে এর উপর ছবি বানানোরও । দর্শকদের ভালো লেগেছে । আমি খুব খুশি । বউমা-শাশুড়ির গল্প থেকে বেরিয়ে এরকম একটা অন্য ধরনের গল্পের উপর কাজ করতে পেরে আমি খুব খুশি ।"

100 পর্বের সেলিব্রেশন দেখুন ভিডিয়োয়
Intro:সমস্ত বাধা পেরিয়ে রামকৃষ্ণ দেব কি পারবে চৈতন্য লীলা নাটকটি দেখতে

অমিত চক্রবর্তী,কলকাতা: একটা সময় ছিল যখন উত্তর কলকাতার হাতিবাগানের স্টার থিয়েটার এর নাম হওয়ার কথা ছিল নটী বিনোদিনী মঞ্চ। কিন্তু বিশেষ কিছু কারণবশত নটী বিনোদিনী মঞ্চ আর গড়ে ওঠেনি। কোন বিশেষ কারণে জন্য তৎকালীন সময়ের অসামান্য অভিনেত্রী নটী বিনোদিনীর নামে এই মঞ্চ গড়ে উঠল না, সেই সব কিছুই জানাতে দর্শকদের দরবারে এসেছিল নতুন ধারাবাহিক নটী বিনোদিনি। ধারাবাহিকটি শুরু হয়েছে গত তিন মাসের ওপর হলো,আজ সেই ধারাবাহিক 100 পর্ব পার করল।আর এই উপলক্ষে এদিন নটী বিনোদিনী ধারাবাহিকের শুটিং ফ্লোরে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠানের। যেখানে ধারাবাহিকের সকল কলাকুশলীরা মিলে একসঙ্গে কেক কেটে এই বিশেষ দিনটি উদযাপন করলেন।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Jul 5, 2019, 2:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.