ETV Bharat / sitara

আধ্যাত্মিকতার কাহিনী অবলম্বনে নতুন বাংলা ওয়েব সিরিজ় 'তারা' - new

নতুন বাংলা ওয়েব সিরিজ় 'তারা' । এর প্রধান বৈশিষ্ট্য হল এখানে কোনও সংলাপ নেই, যা কথা আছে সবই গানের মাধ্যমে অভিনেতারা পর্দায় ফুটিয়ে তুলবেন ।

ওয়েব সিরিজ়ের দৃশ্য
author img

By

Published : Jul 14, 2019, 2:46 PM IST

Updated : Jul 14, 2019, 5:57 PM IST

কলকাতা : বাংলা ধারাবাহিকে আধ্যাত্মিক কাহিনী অবলম্বনে কাজ হয়েছে অনেক । কিন্তু ওয়েব সিরিজ়ে এই ধরনের গল্প নিয়ে আগে কখনও কাজ হয়নি । এবার এই ধরনের গল্প নিয়ে আসছে প্রদ্যুৎ দে সরকার । তাঁর পরিচালনায় নতুন ওয়েব সিরিজ়টির নাম 'তারা' ।

tara
ওয়েব সিরিজ়ের দৃশ্য

এই ওয়েব সিরিজ়ে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কিংশুক মিত্র, মৌমিতা দত্ত, অঙ্কিতা, নয়নিকা, ত্রিনাথ সহ আরও অনেককে । গতকাল দক্ষিণ কলকাতার বেহালা অঞ্চলের এক কালীবাড়িতে এই ওয়েব সিরিজ়ের শুটিংয়ের কাজ শুরু হল ।

দেখুন ভিডিয়ো

'তারা'-র প্রধান বৈশিষ্ট্য হল এখানে কোনও সংলাপ নেই, যা কথা আছে সবই গানের মাধ্যমে অভিনেতারা পর্দায় ফুটিয়ে তুলবেন ।

কলকাতা : বাংলা ধারাবাহিকে আধ্যাত্মিক কাহিনী অবলম্বনে কাজ হয়েছে অনেক । কিন্তু ওয়েব সিরিজ়ে এই ধরনের গল্প নিয়ে আগে কখনও কাজ হয়নি । এবার এই ধরনের গল্প নিয়ে আসছে প্রদ্যুৎ দে সরকার । তাঁর পরিচালনায় নতুন ওয়েব সিরিজ়টির নাম 'তারা' ।

tara
ওয়েব সিরিজ়ের দৃশ্য

এই ওয়েব সিরিজ়ে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কিংশুক মিত্র, মৌমিতা দত্ত, অঙ্কিতা, নয়নিকা, ত্রিনাথ সহ আরও অনেককে । গতকাল দক্ষিণ কলকাতার বেহালা অঞ্চলের এক কালীবাড়িতে এই ওয়েব সিরিজ়ের শুটিংয়ের কাজ শুরু হল ।

দেখুন ভিডিয়ো

'তারা'-র প্রধান বৈশিষ্ট্য হল এখানে কোনও সংলাপ নেই, যা কথা আছে সবই গানের মাধ্যমে অভিনেতারা পর্দায় ফুটিয়ে তুলবেন ।

Intro:দর্শকদের জন্য আসছে এই প্রথম আধ্যাত্বিক ওয়েব সিরিজ অমিত চক্রবর্তী,কলকাতা: এতদিন পর্যন্ত বাংলা ধারাবাহিকের ক্ষেত্রেই আধ্যাত্বিক কাহিনী অবলম্বনে গল্প দর্শক রেখেছিলেন। কিন্তু এবার ওয়েব সিরিজ আসছে আধ্যাত্মিক কাহিনী অবলম্বনে নতুন গল্প।নতুন এই ওয়েব সিরিজ টির নাম তারা । প্রদ্যুৎ দে সরকার পরিচালিত এই ওয়েব সিরিজ এর প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কিংশুক মিত্র, মৌমিতা দত্ত,অঙ্কিতা,নয়নিকা,ত্রিনাথ, হাবিব ও শ্রেয়শী কে। গতকাল দক্ষিণ কলকাতার বেহালা অঞ্চলের এক কালীবাড়িতে এই ওয়েব সিরিজের শুটিংয়ের কাজ শুরু হলো। ওয়েব সিরিজ টির প্রধান বৈশিষ্ট্য হলো এখানে কোনো ডায়লগ নেই,যা কথা আছে সবটাই গানের মাধ্যমে অভিনেতারা পর্দায় ফুটিয়ে তুলবেন।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Jul 14, 2019, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.