কলকাতা : বাংলা ধারাবাহিকে আধ্যাত্মিক কাহিনী অবলম্বনে কাজ হয়েছে অনেক । কিন্তু ওয়েব সিরিজ়ে এই ধরনের গল্প নিয়ে আগে কখনও কাজ হয়নি । এবার এই ধরনের গল্প নিয়ে আসছে প্রদ্যুৎ দে সরকার । তাঁর পরিচালনায় নতুন ওয়েব সিরিজ়টির নাম 'তারা' ।
এই ওয়েব সিরিজ়ে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কিংশুক মিত্র, মৌমিতা দত্ত, অঙ্কিতা, নয়নিকা, ত্রিনাথ সহ আরও অনেককে । গতকাল দক্ষিণ কলকাতার বেহালা অঞ্চলের এক কালীবাড়িতে এই ওয়েব সিরিজ়ের শুটিংয়ের কাজ শুরু হল ।
'তারা'-র প্রধান বৈশিষ্ট্য হল এখানে কোনও সংলাপ নেই, যা কথা আছে সবই গানের মাধ্যমে অভিনেতারা পর্দায় ফুটিয়ে তুলবেন ।