ETV Bharat / sitara

টেলিভিশনে ফিরছে একঝাঁক পুরোনো ধারাবাহিক - channel repeat

কুড়িকে কুর্নিশ জানিয়ে গতবছরই একটি অভিনব ক্য়াম্পেন শুরু করে এক বেসরকারি চ্যানেল, নাম দেয় "কুড়িকে কুর্নিশ"। কুড়ি বছরের পথচলাকে উদযাপন করাই ছিল এই ক্যাম্পেনের উদ্দেশ্য । লকডাউনের কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে 'কুড়িকে কুর্নিশ' প্রোজেক্টে সংযোজিত হতে চলেছে নতুন মাত্রা । ফিরছে একঝাঁক পুরোনো ধারাবাহিক ।

cv
cv
author img

By

Published : Mar 29, 2020, 8:32 PM IST

Updated : Apr 1, 2020, 4:06 PM IST

কলকাতা : অনেকেই বলেন আগে যেই ধরনের ধারাবাহিক তৈরি হত, তা এখন আর হয় না । বিষয়বস্তুর মান নাকি অনেক পরে গেছে । অনেকেই পুরোনো ধারাবাহিকগুলি ফের দেখতে চাওয়ার কথা বলতেন । আর সেই কথাকে মাথায় রেখে আরও একবার টেলিভিশনে ফিরছে সেই সব পুরোনো ধারাবাহিকগুলি ।

প্রয়াত রবি ওঝার "এক আকাশের নীচে" ধারাবাহিকটি অনেক তারকারই জীবন বদলে দিয়েছিল । এই ধারাবাহিকের কথা উঠলে অনেকেই নস্টালজিক হয়ে ওঠেন, বিশেষ করে যাঁরা ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন । এই লকডাউনের মরশুমে ফের সম্প্রচারিত হতে চলেছে "এক আকাশের নীচে"। এর সঙ্গে সেই এক চ্যানেলে ফিরে আসছে আর কোন ধারাবাহিক ও নন-ফিকশন, খোঁজ নিল ETV ভারত সিতারা ।

কুড়িকে কুর্নিশ জানিয়ে গতবছরই এই অভিনব ক্য়াম্পেন শুরু করে এক বেসরকারি চ্যানেল, নাম দেয় "কুড়িকে কুর্নিশ"। কুড়ি বছরের পথচলাকে উদযাপন করাই ছিল এই ক্যাম্পেনের উদ্দেশ্য । লকডাউনের কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে 'কুড়িকে কুর্নিশ' প্রোজেক্টে সংযোজিত হতে চলেছে নতুন মাত্রা । সেই পরিবর্তনের অংশ হিসেবেই ফিরছে পুরোনো ধারাবাহিকগুলো । অফ এয়ারের সঙ্গে শুরু হচ্ছে অন এয়ার ক্যাম্পেনও ।

চ্যানেল মনে করছে এই সময়টা নস্টালজিক হওয়ার জন্যে আদর্শ । তারা আনতে চলেছে পুরোনো কিছু সিরিয়াল, যেমন 'এক আকাশের নীচে', 'অগ্নিপরীক্ষা', 'আমার দুর্গা', 'দীপ জ্বেলে যাই', 'গোয়েন্দা গিন্নি', 'ভুতু', 'সা রে গা মা পা', 'মিরাক্কেল'।

এই চ্যানেলের উদ্দেশ্য একটাই, কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে মানুষকে ঘরে আটকে রাখা । আর সেটা সিরিয়ালের থেকে ভালো আর কেই বা করতে পারে ।তাই নিঃসন্দেহে তাঁদের এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেক তারকাই ।

কলকাতা : অনেকেই বলেন আগে যেই ধরনের ধারাবাহিক তৈরি হত, তা এখন আর হয় না । বিষয়বস্তুর মান নাকি অনেক পরে গেছে । অনেকেই পুরোনো ধারাবাহিকগুলি ফের দেখতে চাওয়ার কথা বলতেন । আর সেই কথাকে মাথায় রেখে আরও একবার টেলিভিশনে ফিরছে সেই সব পুরোনো ধারাবাহিকগুলি ।

প্রয়াত রবি ওঝার "এক আকাশের নীচে" ধারাবাহিকটি অনেক তারকারই জীবন বদলে দিয়েছিল । এই ধারাবাহিকের কথা উঠলে অনেকেই নস্টালজিক হয়ে ওঠেন, বিশেষ করে যাঁরা ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন । এই লকডাউনের মরশুমে ফের সম্প্রচারিত হতে চলেছে "এক আকাশের নীচে"। এর সঙ্গে সেই এক চ্যানেলে ফিরে আসছে আর কোন ধারাবাহিক ও নন-ফিকশন, খোঁজ নিল ETV ভারত সিতারা ।

কুড়িকে কুর্নিশ জানিয়ে গতবছরই এই অভিনব ক্য়াম্পেন শুরু করে এক বেসরকারি চ্যানেল, নাম দেয় "কুড়িকে কুর্নিশ"। কুড়ি বছরের পথচলাকে উদযাপন করাই ছিল এই ক্যাম্পেনের উদ্দেশ্য । লকডাউনের কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে 'কুড়িকে কুর্নিশ' প্রোজেক্টে সংযোজিত হতে চলেছে নতুন মাত্রা । সেই পরিবর্তনের অংশ হিসেবেই ফিরছে পুরোনো ধারাবাহিকগুলো । অফ এয়ারের সঙ্গে শুরু হচ্ছে অন এয়ার ক্যাম্পেনও ।

চ্যানেল মনে করছে এই সময়টা নস্টালজিক হওয়ার জন্যে আদর্শ । তারা আনতে চলেছে পুরোনো কিছু সিরিয়াল, যেমন 'এক আকাশের নীচে', 'অগ্নিপরীক্ষা', 'আমার দুর্গা', 'দীপ জ্বেলে যাই', 'গোয়েন্দা গিন্নি', 'ভুতু', 'সা রে গা মা পা', 'মিরাক্কেল'।

এই চ্যানেলের উদ্দেশ্য একটাই, কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে মানুষকে ঘরে আটকে রাখা । আর সেটা সিরিয়ালের থেকে ভালো আর কেই বা করতে পারে ।তাই নিঃসন্দেহে তাঁদের এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেক তারকাই ।

Last Updated : Apr 1, 2020, 4:06 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.