ETV Bharat / sitara

কতটা ভয়ংকর ছিল থাইল্যান্ড ট্রিপ ? জানালেন মডেল - kolkata

একটি ট্র্যাভেল এজেন্সির প্রোমোশনাল শুটিংয়ের জন্য থাইল্যান্ড গিয়েছিলেন । কিন্তু সেখানে কাজ করতে গিয়ে হেনস্থা হতে হয় কলকাতার মডেলকে । ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ । প্রধানমন্ত্রীর দপ্তরের সাহায্যে দেশে ফিরে গতকালই থানায় অভিযোগ জানিয়েছেন । গতকাল ETV ভারত সিতারাকে জানালেন ঠিক কী কী ঘটেছিল ওই ট্রিপে গিয়ে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 21, 2019, 1:09 PM IST

কলকাতা : পেশায় উঠতি মডেল রিমা (নাম পরিবর্তত) প্রোমোশনাল শুটিংয়ের অফার পেয়ে থাইল্যান্ড যান । সেখানে কয়েকটি লোকেশনে শুটিং হবে বলে ওই এজেন্সির তরফে জানানো হয় তাঁকে । রিমা বলেন, "বুক অ্যান্ড রিল্যাক্স নামে একটি ট্র্যাভেল এজেন্সির প্রোমোশনাল শুটিংয়ের কাজে থাইল্যান্ড গিয়েছিলাম । যার মালিক ঋষি বুদ্ধদেব । ওখানে গিয়ে আমি বুঝতে পারি ঋষির মতলব ঠিক নেই । সে মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল । আমার সঙ্গেও চেষ্টা করেছিল । একদিন রাতে আমাকে ফোন করে বলে সে আমার ঘরে আসতে চায় । আমি একদমই অনুমতি দিইনি । সঙ্গে সঙ্গে আমার বন্ধুদের ঘটনাটা জানাই । আমি রুম লক করে শুয়ে পড়ি ।"

তিনি আরও বলেন, "আমাদের সবার পাসপোর্ট ঋষি নিয়ে রেখেছিল । তারপর আমাদের ভয় দেখাত । আমার ফোনে আমার কাজ দেখতে চেয়েছিল । তখন সৃষ্টি নামে একটি মেয়ে আমার ফোন কেড়ে নেয় । তারপর ঋষি, সৃষ্টি আর অনামিকা নামে একজন আমাকে মারতে শুরু করে । একটি অ্যাপের মাধ্যমে আমাকে মারার ভিডিয়ো শেয়ার করে । তারপর আমার পরিবারকে ফোন করে দু'লাখ টাকা চায় । টাকা না দিলে থাই পুলিশের কাছে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেবে বলে হুমকি দেয় । আমার ফোন, জামাকাপড়, ব্যাগ সব ওরা নিয়ে রেখে দিয়েছিল ।"

রিমা বলেন, "পরের দিন একটি ক্রুজ়ে আমাকে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে আমি কোনওরকমে লুকিয়ে একজনের থেকে ফোন নিয়ে বাড়িতে ফোন করি । বলি তাড়াতাড়ি টাকা পাঠাও । ততক্ষণে ঋষির কাছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও ফোন এসে গিয়েছিল । কিন্তু তারপরও ওরা আমাকে আবার একটা রুমে গিয়ে মারতে থাকে । আমার কোনও কথাই ওরা শুনছিল না ।"

এই সংক্রান্ত আরও খবর : শুটিংয়ের নামে থাইল্যান্ডে নিয়ে গিয়ে হেনস্থা কলকাতার মডেলকে

"পরে আমাকে অন্য একটা ঘরে আটকে রাখতে গেলে আমি কোনও রকমে সেখান থেকে পালাই । পাশেই একটা ভারতীয় পরিবার ছিল, তাদের কাছে সাহায্য চাই । তাঁরা আমার অবস্থা দেখে আমাকে সাহায্য করেন । আমি বাড়িতে ফোন করি । তারপর ইন্ডিয়ান এম্ব্যাসি ও থাই পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে । তারপর আমি দেশে ফিরি । গতকালই থানায় অভিযোগ জানিয়েছি । এখন পুলিশ কী করে সেটাই দেখার ।"

বাড়ি ফিরলেও এখনও আতঙ্কে রয়েছেন রিমা । ট্রমা থেকে বেরোতে সময় লাগবে কিছুটা । বেশ কয়েকদিন ধরে অভিনেতা- অভিনেত্রীদের হেনস্থার খবর শিরোনামেই রয়েছে । বাদ যাচ্ছেন না মডেলও । প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত, জিতু কমল, স্বস্তিকা দত্ত । আর এবার হেনস্থা হতে হল এই মডেলকে ।

কলকাতা : পেশায় উঠতি মডেল রিমা (নাম পরিবর্তত) প্রোমোশনাল শুটিংয়ের অফার পেয়ে থাইল্যান্ড যান । সেখানে কয়েকটি লোকেশনে শুটিং হবে বলে ওই এজেন্সির তরফে জানানো হয় তাঁকে । রিমা বলেন, "বুক অ্যান্ড রিল্যাক্স নামে একটি ট্র্যাভেল এজেন্সির প্রোমোশনাল শুটিংয়ের কাজে থাইল্যান্ড গিয়েছিলাম । যার মালিক ঋষি বুদ্ধদেব । ওখানে গিয়ে আমি বুঝতে পারি ঋষির মতলব ঠিক নেই । সে মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল । আমার সঙ্গেও চেষ্টা করেছিল । একদিন রাতে আমাকে ফোন করে বলে সে আমার ঘরে আসতে চায় । আমি একদমই অনুমতি দিইনি । সঙ্গে সঙ্গে আমার বন্ধুদের ঘটনাটা জানাই । আমি রুম লক করে শুয়ে পড়ি ।"

তিনি আরও বলেন, "আমাদের সবার পাসপোর্ট ঋষি নিয়ে রেখেছিল । তারপর আমাদের ভয় দেখাত । আমার ফোনে আমার কাজ দেখতে চেয়েছিল । তখন সৃষ্টি নামে একটি মেয়ে আমার ফোন কেড়ে নেয় । তারপর ঋষি, সৃষ্টি আর অনামিকা নামে একজন আমাকে মারতে শুরু করে । একটি অ্যাপের মাধ্যমে আমাকে মারার ভিডিয়ো শেয়ার করে । তারপর আমার পরিবারকে ফোন করে দু'লাখ টাকা চায় । টাকা না দিলে থাই পুলিশের কাছে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেবে বলে হুমকি দেয় । আমার ফোন, জামাকাপড়, ব্যাগ সব ওরা নিয়ে রেখে দিয়েছিল ।"

রিমা বলেন, "পরের দিন একটি ক্রুজ়ে আমাকে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে আমি কোনওরকমে লুকিয়ে একজনের থেকে ফোন নিয়ে বাড়িতে ফোন করি । বলি তাড়াতাড়ি টাকা পাঠাও । ততক্ষণে ঋষির কাছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও ফোন এসে গিয়েছিল । কিন্তু তারপরও ওরা আমাকে আবার একটা রুমে গিয়ে মারতে থাকে । আমার কোনও কথাই ওরা শুনছিল না ।"

এই সংক্রান্ত আরও খবর : শুটিংয়ের নামে থাইল্যান্ডে নিয়ে গিয়ে হেনস্থা কলকাতার মডেলকে

"পরে আমাকে অন্য একটা ঘরে আটকে রাখতে গেলে আমি কোনও রকমে সেখান থেকে পালাই । পাশেই একটা ভারতীয় পরিবার ছিল, তাদের কাছে সাহায্য চাই । তাঁরা আমার অবস্থা দেখে আমাকে সাহায্য করেন । আমি বাড়িতে ফোন করি । তারপর ইন্ডিয়ান এম্ব্যাসি ও থাই পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে । তারপর আমি দেশে ফিরি । গতকালই থানায় অভিযোগ জানিয়েছি । এখন পুলিশ কী করে সেটাই দেখার ।"

বাড়ি ফিরলেও এখনও আতঙ্কে রয়েছেন রিমা । ট্রমা থেকে বেরোতে সময় লাগবে কিছুটা । বেশ কয়েকদিন ধরে অভিনেতা- অভিনেত্রীদের হেনস্থার খবর শিরোনামেই রয়েছে । বাদ যাচ্ছেন না মডেলও । প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত, জিতু কমল, স্বস্তিকা দত্ত । আর এবার হেনস্থা হতে হল এই মডেলকে ।

Intro:বিদেশে কাজ করতে গিয়ে অশ্লীলতার শিকার হওয়া নিয়ে মুখ খুললেন বাঙালি মডেল


অমিত চক্রবর্তী, কলকাতা: একটা সময় ছিল যখন কারোর বাড়ীর মেয়েরা কাজ করতে গেলে বাবা মারা নিশ্চিন্তে থাকতে পারতেন।কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজ বাড়ির মেয়েরা বাইরে থাকলে পরিবারের কেউ নিশ্চিন্তে থাকতে পারে না। অতি সম্প্রতি ঘটে চলা একের পর এক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মহিলারা বোধহয় আজ ও আর সেভাবে সুরক্ষিত নয়। ইতিমধ্যেই যে ঘটনাগুলি সামনে এসেছে তার মধ্যে অন্যতম ছিল অভিনেত্রী তথা প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত কে হেনস্তা, রাতে শুটিং সেরে বাড়ি ফেরার পথে বাইপাস সংলগ্ন এক ধাবার ধারে টেলিভিশন অভিনেতা জিতু কমলের আক্রান্ত হওয়া, এবং সর্বশেষ টি ছিল বাংলা ধারাবাহিকের অভিনেত্রী স্বস্তিকা দত্তর এক ট্যাক্সিচালকেরা হাতে আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে। তবে আক্রান্ত হওয়ার ঘটনা এখানেই শেষ নয় আরো আরো মানুষ জন রয়েছেন যারা সমাজবিরোধীদের হাতে প্রতিদিন অত্যাচারিত হয়ে চলেছেন। যদিও বা এতদিন এই সমস্ত ঘটনা গুলি ছিল দেশ বা রাজ্যের মধ্যে। তবে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মডেলিং জগতের এক পরিচিত মুখ। তিনি অভিযোগ করলেন, কাজের জন্য ব্যাংকক যাওয়ার পর সেখানে তাকে মারাত্মকভাবে জখম করা হয় এবং তার সঙ্গে শারীরিক লাঞ্চনার ঘটনাও ঘটে। এরপর তিনি কোনোক্রমে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দেশে ফেরত আসার সুযোগ পেয়েছেন এবং এর পাশাপাশি সেই ঘটনা চলা চলা কালীন তার এই পুরো বিষয়ের ভিডিও রেকর্ডিং করে সেটাকে জনসমক্ষে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে দু লক্ষ টাকা দাবি করা হয়। বিষয়টি সামনে আসতেই চারদিকে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। আর এই বিষয়ে আরো বিশদে জানতে ইটিভি ভারত সিতারা পৌঁছে গিয়েছিল সেই মডেল এর বাসভবনে। যেখানে গিয়ে আমরা তার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে সেদিন কে সেই ঘরে কারা কারা উপস্থিত ছিল এবং তার নির্দিষ্ট কি অভিযোগ রয়েছে।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.