ETV Bharat / sitara

"আম্মার ব্যক্তিগত জীবন দেখানোর অধিকার কারও নেই", 'কুইন'-র বিরুদ্ধে অভিযোগ জয়ললিতার ভাইপোর - Queen

পরিচালক গৌতম মেনন পরিবারের অনুমতি ছাড়াই জয়ললিতার জীবনের উপর ওয়েব সিরিজ় 'কুইন' বানাচ্ছেন বলে অভিযোগ আনলেন তাঁর ভাইপো দীপক জয়কুমার । সিরিজ়টির বিরুদ্ধে মানহানির মামলাও করতে পারেন বলে জানান তিনি ।

জয়ললিতা
author img

By

Published : Sep 22, 2019, 5:44 PM IST

চেন্নাই : জয়ললিতার বায়োপিক 'থালাইভি'-র জন্য একদিকে নিজেকে তৈরি করছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত । অন্যদিকে প্রয়াত প্রাক্তন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জীবনের উপর ওয়েব সিরিজ় বানানোর কথা ঘোষণা করলেন পরিচালক গৌতম মেনন ।

কিন্তু এই ওয়েব সিরিজ় 'কুইন' নিয়ে খুশি নন জয়ললিতার ভাইপো দীপক জয়কুমার । তিনি সম্প্রতি একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, জয়ললিতার জীবনের উপর ওয়েব সিরিজ় বানানোর আগে তাঁর পরিবারের কাছে কোনওরকম অনুমতি নেননি গৌতম ।

'থালাইভি'-র পরিচালক এ এল বিজয় তাঁর থেকে যে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) নিয়েছেন সেকথাও শেয়ার করেন জয়কুমার ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জয়কুমার বলেন, "আম্মা (জয়ললিতা) একজন রাজনীতিবিদ ও তাঁর পাব্লিক জীবন সবার জানা । যদি মেনন তাঁর রাজনৈতিক জীবন তুলে ধরতেন তাহলে আমার কোনও আপত্তি ছিল না । আমার ও আমার বোন দীপার অনুমতি ছাড়া তাঁর ব্যক্তিগত জীবনকে তুলে ধরার অধিকার কারও নেই ।"

তিনি আরও বলেন, "যদি আম্মার ব্যক্তিগত কিছু তিনি ওয়েব সিরিজ়ে তুলে ধরেন তাহলে আমি সেটা সহ্য করব না । আমি মানহানির মামলা করব । গৌতমের সঙ্গেও আমি যোগাযোগ করতে পারিনি । আশা করি তিনি খুব শিগগিরিই কিছু জানাবেন ।"

চেন্নাই : জয়ললিতার বায়োপিক 'থালাইভি'-র জন্য একদিকে নিজেকে তৈরি করছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত । অন্যদিকে প্রয়াত প্রাক্তন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জীবনের উপর ওয়েব সিরিজ় বানানোর কথা ঘোষণা করলেন পরিচালক গৌতম মেনন ।

কিন্তু এই ওয়েব সিরিজ় 'কুইন' নিয়ে খুশি নন জয়ললিতার ভাইপো দীপক জয়কুমার । তিনি সম্প্রতি একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, জয়ললিতার জীবনের উপর ওয়েব সিরিজ় বানানোর আগে তাঁর পরিবারের কাছে কোনওরকম অনুমতি নেননি গৌতম ।

'থালাইভি'-র পরিচালক এ এল বিজয় তাঁর থেকে যে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) নিয়েছেন সেকথাও শেয়ার করেন জয়কুমার ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জয়কুমার বলেন, "আম্মা (জয়ললিতা) একজন রাজনীতিবিদ ও তাঁর পাব্লিক জীবন সবার জানা । যদি মেনন তাঁর রাজনৈতিক জীবন তুলে ধরতেন তাহলে আমার কোনও আপত্তি ছিল না । আমার ও আমার বোন দীপার অনুমতি ছাড়া তাঁর ব্যক্তিগত জীবনকে তুলে ধরার অধিকার কারও নেই ।"

তিনি আরও বলেন, "যদি আম্মার ব্যক্তিগত কিছু তিনি ওয়েব সিরিজ়ে তুলে ধরেন তাহলে আমি সেটা সহ্য করব না । আমি মানহানির মামলা করব । গৌতমের সঙ্গেও আমি যোগাযোগ করতে পারিনি । আশা করি তিনি খুব শিগগিরিই কিছু জানাবেন ।"

Intro:Body:

Jayalalitha


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.