ETV Bharat / sitara

ইউরোপ থেকে ফিরলেন সন্দীপ্তা, অভিজ্ঞতা শেয়ার করলেন ETV ভারতের সঙ্গে - undefined

টেলিভিশনের পরিচিত মুখ সন্দীপ্তা সেন। তবে সম্প্রতি ডেবিউ করেছেন ওয়েব সিরিজ়েও। ভীষণভাবে সফল সেখানেও। এই সাফল্য তো সেলিব্রেট করতেই হয়। তাই কাজের ফাঁকে ঘুরে এলেন ইউরোপে। তবে একা নয়...

সন্দীপ্তা সেন
author img

By

Published : May 16, 2019, 4:23 PM IST

কলকাতা : সন্দীপ্তার বন্ধুরাই তাঁর বেড়ানোর সঙ্গী। গত পরশু টুর থেকে ফিরেছেন সবাই। টুরের ছবি এবং অভিজ্ঞতার কথা সন্দীপ্তা একান্তভাবে শেয়ার করলেন ETV ভারতের সঙ্গে।

সন্দীপ্তা সেন
ভিড়ের মধ্যেও একা নির্জনে
সন্দীপ্তার ইউরোপ ট্রিপ বেশ লম্বাই ছিল। তিনি জানালেন, "খুব ভালো ট্রিপ হল। ইউরোপের অনেক জায়গাতে গিয়েছি। জুরিখ গেছি, লুজার্ন, ইন্টারলাকেন, জেনেভা, ফ্রান্স। ২ তারিখ কলকাতা থেকে রওনা দিই। ফিরে আসি ১৪ তারিখ। অনেক শপিং করেছি, দারুণ ঘুরেছি, খুব এনজয় করেছি।"
সন্দীপ্তা সেন
ইউরোপের রাস্তায় সন্দীপ্তা

প্রথম ওয়েব সিরিজ় 'আস্তে লেডিজ়' ভীষণ সফল। একদম নিউ এজের তিন নারীকে নিয়ে টানটান ওয়েব সিরিজ়। তিন জনের একজন সন্দীপ্তা, অন্য দু'জন সায়নী ঘোষ আর মধুরিমা ঘোষ। 'যে রাঁধে সে ডাকাতিও করে' এরকম একটা থিম নিয়ে এই ওয়েব সিরিজ় মুক্তি পেয়েছিল ৯টি এপিসোডে।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : সন্দীপ্তার বন্ধুরাই তাঁর বেড়ানোর সঙ্গী। গত পরশু টুর থেকে ফিরেছেন সবাই। টুরের ছবি এবং অভিজ্ঞতার কথা সন্দীপ্তা একান্তভাবে শেয়ার করলেন ETV ভারতের সঙ্গে।

সন্দীপ্তা সেন
ভিড়ের মধ্যেও একা নির্জনে
সন্দীপ্তার ইউরোপ ট্রিপ বেশ লম্বাই ছিল। তিনি জানালেন, "খুব ভালো ট্রিপ হল। ইউরোপের অনেক জায়গাতে গিয়েছি। জুরিখ গেছি, লুজার্ন, ইন্টারলাকেন, জেনেভা, ফ্রান্স। ২ তারিখ কলকাতা থেকে রওনা দিই। ফিরে আসি ১৪ তারিখ। অনেক শপিং করেছি, দারুণ ঘুরেছি, খুব এনজয় করেছি।"
সন্দীপ্তা সেন
ইউরোপের রাস্তায় সন্দীপ্তা

প্রথম ওয়েব সিরিজ় 'আস্তে লেডিজ়' ভীষণ সফল। একদম নিউ এজের তিন নারীকে নিয়ে টানটান ওয়েব সিরিজ়। তিন জনের একজন সন্দীপ্তা, অন্য দু'জন সায়নী ঘোষ আর মধুরিমা ঘোষ। 'যে রাঁধে সে ডাকাতিও করে' এরকম একটা থিম নিয়ে এই ওয়েব সিরিজ় মুক্তি পেয়েছিল ৯টি এপিসোডে।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:প্রথম ওয়েব সিরিজ "আস্তে লেডিস"এর বিপুল সাফল্যের পর অভিনেত্রী সন্দীপ্তা সেন একটি লম্বা ছুটিতে ছিলেন। বেড়াতে গিয়েছিলেন ইউরোপে। একা নয়।


Body:সঙ্গী ছিলেন বন্ধুরাই। গত পরশু টুর থেকে ফিরেছেন। টুরের ছবি এবং অভিজ্ঞতার কথা সন্দীপ্তা একান্তভাবে শেয়ার করলেন ETV Bharat'এর সঙ্গে।




Conclusion:ইউরোপ ট্রিপ বেশ লম্বাই ছিল সন্দীপ্তার। তিনি জানালেন, "খুব ভালো ট্রিপের হল। ইউরোপের অনেক জায়গাতে গিয়েছি। জুরিখ গেছি, লুজার্ন, ইন্টারলাকেন, জেনেভা, ফ্রান্স। ২ তারিখ কলকাতা থেকে রওনা দিই। ফিরে আসি ১৪ তারিখ। অনেক শপিং করেছি, দারুণ ঘুরেছি, খুব এনজয় করেছি।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.